3,2000 হাজার টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে Honor X9c 12GB+256GB স্মার্টফোন

3,2000 হাজার টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে Honor X9c মোবাইল। বরবারের মতোই Honor তাদের নতুন একটি মোবাইল মার্কেটে নিয়ে আসছে।

ফোনটির নাম হলো: Honor X9c মোবাইল ফোন। Honor X9c মোবাইলের অফিসিয়াল, আন অফিসিয়াল প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

Honor X9c মোবাইলটি মিডেল চাইনা এবং ফোনটির মডেল: X9c। এই স্মার্টফোনটি ১২ই মার্চ ২০২৫ সালে দেশের বাজারে অফিশিয়াল ও আন অফিসিয়াল প্রাইস নিয়ে লঞ্চ হয়েছে। ফোনটির ওয়েট মাত্র ১৮৯ গ্ৰাম।

বর্তমানে মার্কেটে স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট এভেলেবেল রয়েছে। যেমন: ১২+২৫৬ জিবির অফিসিয়াল প্রাইস ৩৯,৯৯৯ টাকা এবং আন অফিসিয়াল প্রাইস ৩০,৫০০ টাকা। আর ফোনটির ১২+৫১২ জিবির অফিসিয়াল প্রাইস ৩৫,০০০ টাকা।

এই ফোনটি মার্কেটে তিনটি কালারে এভেলেবেল রয়েছে। যেমন:

  1. Titanium Purple (টাইটেইনিঅ্যাম পার্পল)
  2. Titanium Black (টাইটেইনিঅ্যাম ব্ল্যাক) এবং
  3. Jade Cyan (জাদে ক্যান)

Honor X9c মোবাইলে Li-Ion 6,600 mAh ব্যাটারি রয়েছে ও 66 ওয়ার্ডের ফাস্ট চার্জারের সুবিধা রয়েছে। ফোনটিতে বিশাল বড় একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। যেটির সাইজ প্রায় 17.22 সেন্টিমিটার।

ফোনটিতে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও ছাড়াও 1224×2700 পিক্সেলের রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ফোনটির প্রটেকশনে রয়েছে গোরিলা গ্লাস, 4000 nits ব্রাইটনেস ও ১২০ Hz রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও ফোনটির রেশিও ৯০.৭%%।

ফোনটির অপারেটিং সিস্টেম Android v14 ছাড়াও ফোনটিতে Qualcomm SM6450 Snapdragons চিপসেট এবং Adreno 710 জিপিইউ রয়েছে। ফোনটিতে দুটি ক্যামেরা পাশাপাশি আরেকটি সেলফি ক্যামেরা রয়েছে।

ফোনটির প্রাইমারি ক্যামেরা 108+5 MP, ৩০fps ১৯২০*১০৮০, ৩৮৪০*২১৬০ ভিডিও রেকর্ডিং, ১০* ডিজিটাল জুম ও ১২০০০*৯০০০ পিক্সেলের ফটোশুট করতে পারবেন। এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরাটিতে রয়েছে অটো ফ্ল্যাশ, ফ্ল্যাশ ও OIS ইত্যাদি সুবিধা রয়েছে।

ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও 30 fps ১৯২০*১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। ফোনটি জল প্রতিরোধ ক্ষমতা রাখে। এই ফোনটিতে 2G, 3G, 4G ও 5G নেটওয়ার্ক ব্যবহার করা যায়।

এছাড়াও ফোনটিতে দুটি সিম কার্ড ব্যবহারের সাথে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ওয়াইফাই হটস্পট ও NFC ইত্যাদি। ফোনটির সিক্রুটি সিস্টেম হিসেবে ফেসলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও ফোনটিতে লাউট স্পিকার, অডিও জ্যাক ও 4K@30fps সুবিধা পাবেন।

‎লেখক,

‎সুমাইয়া খাতুন সাথী (রিসার্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ডিপার্টমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়) ঢাকা, গাজীপুর, বাংলাদেশ।

‎Source of info: Honor X9c স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন:

‎https://www.mobiledokan.com/mobile/honor-x9c

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading