1000mAh ব্যাটারি ও 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ নিয়ে লঞ্চ হলো Honor স্মার্টফোন

স্মার্টফোনের বাজারে আবারো নতুন চমক নিয়ে হাজির হলো Honor WIN স্মার্টফোন। ফোনটিতে রয়েছে বিশাল 1000mAh শক্তিশালী ব্যাটারির সাথে 12GB RAM এবং বিশাল 256GB স্টোরেজ।

আকর্ষণীয় সব কনফিগারেশন নিয়ে মার্কেটে লঞ্চ হল Honor-এর নতুন স্মার্টফোন। আধুনিক ডিজাইন, উন্নত পারফরম্যান্সের সম্বলিত স্মার্টফোনটি একটি দারুন বিকল্প হতে পারে প্রযুক্তিপ্রেমীদের কাছে।

Honor WIN স্মার্টফোন স্পেসিফিকেশন:

  • RAM: 12GB
  • ROM: 256GB
  • Battery: Li-Ion 10000mAh
  • Display: 6.83”1272×2800p
  • Camera: 50+50+12MP, 50MP
  • Price: 70,000 (Expected) Taka

নিউজ ডেস্ক বঙ্গভাষা: কয়েকদিনের মধ্যেই Honor আরেকটি নতুন স্মার্টফোন মার্কেটে লিক হতে চলেছে। ফোনটি হচ্ছে Honor WIN স্মার্টফোন। ফোনটি 26 December 2025 (Exp) সালে প্রকাশ পেতে চলেছে।

Honor WIN ফোনটির নির্মল কৃত দেশ চায়না, মডেল (Model) WIN, ডেলিভারি টাইপ (Device Type) স্মার্টফোন, স্ট্যাটাস (Status) Upcoming, অপারেটিং সিস্টেম (Operating System) Android, অপারেটিং ভার্সন (OS Version) v16 এবং জিপিইউ (GPU) Adreno 840।

Honor ফোনটিতে Qualcomm SM8850-AC Snapdragon 8 Elite Gen 5 শক্তিশালী চিপসেট (Chipset) এবং 6.83 inches OLED ডিসপ্লে লাগানো হয়েছে।

ফোনটিতে থাকছে 1272×2800 px (FHD+) রেজুলেশন, 185 Hz রিফ্রেশ রেট ও 6000 nits ব্রাইটনেসের সুবিধা। এছাড়াও ফোনটির স্ক্রিন প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে স্ক্র্যাচ/ড্রপ-রেজিস্ট্যান্ট গ্লাস।

Honor WIN 12GB RAM 256GB ROM স্মার্টফোনটির প্রাইস ৭০,০০০ (প্রত্যাশিত) টাকা। ফোনটির ওজন 229 গ্ৰাম এবং মার্কেটে ফোনটি White, Black, Blue কালারে লিক হতে চলেছে।

ফোনটিতে 10000 mAh Li-Ion (Lithium Ion) শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি, 80W wireless, 27W reverse wired, 100W wired, PPS এবং USB Type-C 2.0 রয়েছে। এছাড়াও ফোনটির নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয়েছে Face Unlock ও Fingerprint Sensor (On-screen)

সেন্সর।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেসলক সুবিধা থাকায় ফোনটির যথেষ্ট সিকিউরিটি প্রদান করবে। Honor WIN ফোনটিতে ২৫৬ জিবি স্টোরেজের সুবিধা, RAM Type LPDDR5X Ultra, OTG এবং স্টোরেজ টাইপ UFS 4.1 রয়েছে।

ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে 50 MP Wide Angle, Primary Camera (ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা), 50 MP Periscope Telephoto Camera (পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা) এবং 12 MP ultra-Wide Angle Camera (আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) সেন্সর রয়েছে।

ফোনটির প্রধান ক্যামেরায় 8192×6144 pixels ইমেজ রেজুলেশন, 30 fps, 60 fps_ 3840×2160, 1920×1080 ভিডিও রেকর্ড, 100x Digital Zoom এবং Autofocus, OIS ও Flash ক্যামেরার ফিচারস রয়েছে।

ফোনটিতে Single 50 MP Wide Angle, Primary Camera (ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা) সেলফি ক্যামেরা এবং 30 fps, 60 fps এ 3840×2160, 1920×1080 ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।

Honor WIN 12GB RAM 256GB স্মার্টফোনটিতে আইপি রেটিং হিসেবে পাচ্ছেন IP68/IP69K। এছাড়াও ফোনটিতে জল প্রতিরোধ ক্ষমতা (Waterproof) (৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত)।

Honor WIN ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেমে থাকছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক, Dual SIM Slot, GPS, Bluetooth v6.0, Wi-fi Hotspot, Wi-Fi 7, HSPA, LTE, 5G Speed, VoLTE, Loudspeaker, NFC এবং Audio Jack।

তথ্যসূত্র: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading