google pixel 10 pro 12GB, 512GB প্রাইস ইন বাংলাদেশ

google pixel 10 pro প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে google pixel কোম্পানির তাদের আরোও একটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে অবিশ্বাস্য দামে নিয়ে আসলো। ফোনটির নাম হলো: google pixel 10 pro।

বর্তমান সময়ে আপনি যদি ভালো মানের স্মার্টফোন কিনতে চান এবং আপনার বাজেট সবোর্চ্চ 1,50,000 টাকার মধ্যে হয়ে। তাহলে google pixel 10 pro স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন। নিচে এই স্মার্টফোনটির প্রাইস, ফোনটির কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।

ধারনা করা যায়, আনুমানিক ১৩ ই অথবা ২০ অক্টোবর ২০২৫ সালে বাংলাদেশের বাজারে google pixel 10 pro ফোনটি লঞ্চ হয়েছে। ফোনটিতে 12GB রেম ও 512GB রোম আছে। বর্তমান সময়ে ফোনটির price 1,30,000 টাকা। ফোনটির Front ও Back সাইটে Gorilla glass Victus 2 এবং পলিশড অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে।

তাছাড়াও ফোনটিতে IP68 রেটিং থাকার কারণে ফোনটি ১ ঘন্টা ৫০ মিটার পানির নিচে রাখতে পারবেন। বলতে গেলে কোম্পানি সাধারণ মানুষের কথা মাথায় রেখে ফোনটি ওটারপ্রুভ হিসেবে তৈরি করেছেন। ফোনটি দেখতে যথেষ্ট হালকা এবং স্লীম।

ফোনটির ওজন প্রায় 199 গ্ৰাম। যেটি ১৫২.৮× ৭২×৮.৫ মি.মি। অপারেটিং সিস্টেম Android, এন্ড্রয়েড ভার্সন হিসেবে v14, চিপসেট  Google Tensor G4, GPU Mali-G715 MC7 এবং 8 CPU Cores। google pixel 10 pro স্মার্টফোনটিতে 6.3 inches LTPO OLED Display রয়েছে।

ডিসপ্লের সাইজ 96.3 সেন্টিমিটার 2 ও ফুল HD+ 1280×2856 pixel রেজুলেশন। ফোনটির আকৃতির অনুপাত 20:9 ও পিক্সেল ডেনসিটি 495 পিপিআই। ফোনটির ব্রাইটনেস ক্যাপাসিটি 3,000 nits এবং 120Hz রিফ্রেশ রেট। google pixel 10 pro স্মার্টফোনটিতে Triple ক্যামেরা সেটআপ আছে।

ফোনটির প্রাইমারি ক্যামেরা 50 MP+48 Mp, অটো ফ্লাশ, ফ্লাশ এবং ওআইএস রয়েছে। প্রাইমারি ক্যামেরা দিয়ে 8150×6150 Pixels ফটোশুট, 5x অপটিক্যাল জুম,30 fps, 60 fps, 240 fps এবং 3840×2160 রেজুলেশন, 7680×4320 রেজুলেশন এবং 1920×1080 রেজুলেশন ভিডিও করতে পারবেন।

google pixel 10 pro ফোনে Single সেলফি ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে 42 MP ফটোশুট,60 fps,1920×1080 রেজুলেশনের ও 3840×2160 রেজুলেশনের ভিডিও করতে পারবেন। ফোনটি তিনটি কালারের পাবেন। যেমন: Obsidian, Rose Quartz, Porcelain এবং Hazel।

ফোনটিতে Lithium Ion 4700 mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 27 ওয়ার্ডের চার্জার পাবেন। তাছাড়াও ফোনটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 100% করতে পারবেন এবং ফোনটির USB Type C 3.2। এই স্মার্টফোনটিতে 2G থেকে 5G পর্যন্ত সিম কার্ড ব্যবহার করা যায়। এছাড়াও রয়েছে সিম স্লট, ইউএসবি, ব্লুটুথ, VoLTE, জিপিএস এবং ওয়াইফাই হটস্পট ইত্যাদি সুবিধা।

ফোনটির security হিসেবে রয়েছে fingerprint sensor এবং face lock। ফোনটির বাজেট অনুযায়ী ফোনটির quality এবং performance অসাধারণ। এখন আপনি যদি ভালো মানের স্মার্টফোন কিনতে চান। তাহলে google pixel 10 pro ফোনটি নিতে পারেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। google pixel 10 pro ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading