গুগল ম্যাপ লোকেশন যুক্ত করার নিয়ম ও Google map এর সঠিক ব্যবহার

গুগল ম্যাপ লোকেশন যুক্ত করার নিয়ম ও Google map এর সঠিক ব্যবহার সম্পর্কে জানুন আজকের পোস্টে। এখন থেকে আপনি চাইলে আপনার বাড়ি কিংবা প্রতিষ্ঠান আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাথে যুক্ত করতে পারবেন। অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে বড় কোন প্রতিষ্ঠান হলে গুগল নিজে থেকে সেটাকে গুগল ম্যাপে যুক্ত করে দেয়। এটি একটি ভুল ধারণা।

যেকোন প্রতিষ্ঠান বা বসত বাড়িকে গুগল ম্যাপে মেনুয়ালি যুক্ত করতে হয়। এখন থেকে আপনি চাইলে আপনার স্মার্টফোনটি ব্যবহার করে আপনার বাড়ি কিংবা প্রতিষ্ঠানকে গুগলে যুক্ত করতে পারবেন। 

 

গুগল ম্যাপ লোকেশন যুক্ত করার নিয়ম

গুগল ম্যাপ লোকেশন যুক্ত করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তাঁরপর আপনার মোবাইলে থাকা ‘Google Maps’ App টি ওপেন করুন। এখন নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Contribute’ অপশনে ক্লিক করুন। 

গুগল ম্যাপ লোকেশন এড করার

এখন পরবর্তী অপশনে ৪টি অপশন দেখতে পাবেন। যেমন: 

  1. Edit Map
  2. Add place 
  3. Write review এবং 
  4. Add Photos 

এখন আপনি ‘Add place’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখন প্রথম ‘Place Name’ অপশনে আপনার বাড়ি কিংবা প্রতিষ্ঠান নাম সংযুক্ত করুন। (আপনার পছন্দ অনুযায়ী)। তাঁরপর নিচে থেকে আপনার Category এবং Address টি সিলেক্ট করুন। (এখানে Address সংযুক্ত করার ক্ষেত্রে আপনি যে জায়গায় এড্রেসটি যুক্ত করতেছেন সেই জায়গায় বসে এই কাজটি করুন। তাহলে আপনার এড্রেস তথ্য ক্ষেত্রে ভালো হবে)। 

আরোও পড়ুন: মোবাইল দিয়ে অনলাইনে ছোট ছোট কাজ কর দৈনিক ৫০০ টাকা ইনকাম। 

এখন একটু স্ক্রোল করে নিচে নামলে ‘Located Within’ অপশন দেখতে পাবেন (Optional)। তাঁরপর নিচে থেকে ‘Add More Details’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন। যেমন:

  • Home 
  • Phone Number 
  • Website 
  • Opening Date 
  • Add Photos 

এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করে নিচে থেকে ‘Submit’ অপশনে ক্লিক করুন। 

গুগল ম্যাপ লোকেশন যুক্ত

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে ‘Thanks For Sharing……Others On Google Maps’ লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ, গুগল থেকে আপনার তথ্যটি ভেরিফিকেশন করবে এবং সকল তথ্য ঠিকঠাক থাকলে তারা ‘Approval’ দিয়ে দিবে এবং পরবর্তীতে আপনার যুক্ত করা মেইলে একটি মেইল দেখতে পাবেন। তাহলে কিছুদিনের মধ্যে গুগল ম্যাপে আপনার বাড়ি অথবা প্রতিষ্ঠানটি যুক্ত হয়ে যাবে।

উপরোক্ত পদ্ধতিটি ব্যবহার করে আপনি খুব সহজে গুগল ম্যাপে নিজ বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করে নিতে পারবেন।

Watch on YouTube: Click here

 

Google map এর সঠিক ব্যবহার

আধুনিক এই যুগে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে পৃথিবীর যেকোন জায়গার দৃশ্য সরাসরি দেখতে পারবেন। তবে বিষয়টি অনেকর কাছে অবিশ্বাস্যকর মনে হতে পারে। কিন্তু গুগল একটি সার্ভিস রয়েছে সেটি ব্যবহার করে আপনি পৃথিবীর যেকোন জায়গা সরাসরি দেখতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোন জায়গায় সরাসরি দেখতে হয়।

পৃথিবীর যেকোন জায়গা সরাসরি দেখার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ডাটা /Wifi সংযোগ চালু করুন। তাঁরপর আপনার মোবাইল নোটিফিকেশন বার থেকে ‘ Location’ টি On করুন। অথবা ফোনের সেটিং থেকে লোকেশন আইকনে ক্লিক করে লোকেশনটি অন করুন। 

তাঁরপর আপনার মোবাইল থেকে ‘Google Play store’ অ্যাপ্লিকেশনে প্রবেশ করুন এবং সার্চবারে ‘Google Earth’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা ‘Google Earth’ অ্যাপসটি ইন্সটল করুন এবং অ্যাপসটি সম্পূর্ন ইন্সটল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।

গুগল ম্যাপ লোকেশন এর ব্যবহার

এখন আপনি উপরে লক্ষ্য করলে ‘Search’  আইকন দেখতে পাবেন। সেখানে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন সেটি লিখে সার্চ করুন। তাহলে আপনার সার্চ করা উল্লেখিত অপশনটি চলে আসবে। তাছাড়াও আপনি ‘3D’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ জায়গাটি দেখতে পারবেন। এখন লাইভে যেকোন জায়গা দেখার জন্য পাশে থাকা 2D উপরের Man আইকনে ক্লিক করুন। 

গুগল ম্যাপ লোকেশন এর ব্যবহার

তাহলে কত গুলো নিল রেখা দেখতে পাবেন। এখন আপনি যেই জায়গার লাইভ দেখতে চাচ্ছেন সেখানে থাকা নিল রেখার উপরে ক্লিক করুন। তাহলে ঐ স্থানটি জুম হয়ে লাইভ হয়ে যাবে। এখন আপনি চাইলে স্কিনে থাকা Right, Left চিহ্নে ক্লিক করে 360 ড্রিগ্রি এ্যাঙ্গেলে আশে-পাশের সব দৃশ্য দেখতে পারবেন। 

তাছাড়াও আপনি বাইরের দেশে যেকোনো জায়গার দৃশ্য সরাসরি দেখতে পারবেন। তাহলে সার্চ অপশনে আপনার পছন্দের জায়গার নামটি লিখুন। উদাহরণ স্বরূপ, আপনি ‘ইতালি’ লিখে সার্চ করলেন। তাহলে আপনি ইতালির দৃশ্য দেখতে পাবেন। তাছাড়া জুম করে ইতালি শহরটি স্পষ্ট করে দেখতে পারবেন এবং ‘3D’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ জায়গাটি দেখতে পারবেন।

উদাহরণ স্বরূপ, ইতালির রোম লাইভ দেখার জন্য 2D উপরের Man আইকনে ক্লিক করুন। তাহলে ইতালির রোম লাইভে দেখতে পাবেন। এখানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সকল কিছু দেখতে পারবেন। এভাবে আপনি পুরো ইতালি শহরটি স্পষ্ট করে লাইভে দেখতে পারবেন।

আপনাদের ভিতরে অনেকেই জানতে চান বাংলাদেশের মানুষ চলাচল সহ লাইভে সবকিছু দেখা যায় না কেন। এর কারণ হলো সাধারনত বাংলাদেশের কয়েকটি শহর ব্যতীত অন্যান্য অংশের ছবি গুগল ম্যাপে আপলোড করা হয়নি। তবে ইউ এস এর অধিকাংশ দেশে ছবিসহ অন্যান্য তথ্য আপলোড করা হয়েছে। তাই যে কেউ চাইলে ইউএস এর যে কোন জায়গার লাইভ সবকিছু দেখতে পারবে।

https://play.google.com/store/apps/details?id=com.google.earth

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading