16% ডিসকাউন্টে 12GB+256GB Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন

16% ডিসকাউন্টে 12GB+256GB Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন16% ডিসকাউন্টে কিনুন Samsung স্মার্টফোন। ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানুন আজকের পোস্টে। স্যামসাং কোম্পানির আরোও একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ হয়েছে। ফোনটি হচ্ছে: Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন।

Samsung Galaxy S25 Ultra ফোনটি 2025, January 22 তারিখে বাংলাদেশের বাজারে 16% ডিসকাউন্টে প্রকাশিত হয়েছে। ফোনটির অফিসিয়াল প্রাইস ছিল 2,36,999 টাকা 16% ডিসকাউন্টে ফোনটির বর্তমান মূল্য 1,99,999 টাকা এবং আন অফিসিয়াল প্রাইস 1,12,000 টাকা।

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটি অফিসিয়াল এবং আন-অফিসিয়াল চারটি ভেরিয়েন্টে পাবেন। যেমন:

  • 12GB+256GB 1,99,999 টাকা (অফিসিয়াল)
  • 12GB+256GB 1,12,000 টাকা (আন-অফিসিয়াল)
  • 12GB+512GB 1,27,000 টাকা ও
  • 12GB+1TB 1,68,000 টাকা

এই স্মার্টফোনটিতে 6.9 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে রয়েছে ও ডিসপ্লে সাইজ 116.9 সেন্টিমিটার। এছাড়াও এতে রয়েছে 1440×3120 পিক্সেল, ফোনটির স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে 19.5:9 রেটিও ও প্রটেকশন হিসেবে রয়েছে Corning Gorilla Armor 2।

তাছাড়াও ফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে GSM, 5G ও HSPA সুবিধা। ফোনটির স্পিড HSPA এবং 5G। ফোনটিতে আপনি 2G থেকে 5G নেটওয়ার্ক সুবিধা পেয়ে যাবেন। 5000mAh বিশাল বড় ব্যাটারি নিয়ে ফোনটির ওজন মাত্র 218 গ্ৰাম।

Samsung Galaxy S25 Ultra ফোনের সামনের ও পিছনের অংশ কার্নিং গরিলা এবং টাইটানিয়ামের ফ্রেম রয়েছে। এছাড়াও ফোনটিতে ডুয়েল সিম কার্ড এবং অন্যান্য ফিচারস রয়েছে। ফোনটির এন্ড্রয়েড ভার্সন Android 15, Qualcomm Snapdragon 8 Gen চিপসেট ও Adreno 830 জিপিইউ রয়েছে।

ফোনটির মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 200 MP+50 MP+ 50MP Triple Camera এবং LED flash, auto-HDR ফিচারস ও 8K@24/30fps ভিডিও রেকর্ডিং সুবিধা।

স্মার্টফোনটির Selfi Camre হিসেবে ব্যবহার করা হয়েছে‌ 12MP single (wide) ক্যামেরা। তবে ফোনটিতে থাকছে না 3.5mm jack, FM radio, Infrared port সুবিধা।

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটির Connectivity জন্য রয়েছে WLAN, Bluetooth, GPS, NFC, USB সহ সকল আধুনিক টেকনোলজি। ফোনটির Sensors এ থাকছে under display, ultrasonic Fingerprint।

এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh Capacity শক্তিশালী ব্যাটারি এবং 45W wired চার্জার যেটি দিয়ে মাত্র 50 মিনিটে 100% চার্জ হবে স্মার্টফোনটি‌। তাছাড়াও এতে রয়েছে 15W wireless চার্জার এবং 4.5W reverse wireless চার্জার।

বর্তমানে দেশের বাজারে ৭টি কালারে স্মার্টফোনটি available রয়েছে। যেমন: Titanium Pink Gold, Titanium Jet Black, Titanium Jade Green, Titanium Gray, Titanium White Silver, Titanium Black, Titanium Silver Blue। Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটির নির্মাতা দেশ South Korea।

তথ্যসূত্র: ফোনটির ডিসকাউন্ট অফারটি নিতে এবং আপডেট মূল্য জানতে চোখ রাখুন Mobiledokan ওয়েবসাইটে।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading