VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করুন দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা। বর্তমান সময়ে আপনি আর্টিফিশিয়াল ভিডিও তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে পারবেন। VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করবেন। তাই VEO 3 দিয়ে ভিডিও তৈরি করার সকল প্রসেস জানতে সম্পন্ন আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করুন
VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ সক্রিয় করুন। VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি vpn install করতে হবে। কারণ আপনি সরাসরি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন না।
আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার মোবাইলে ইউএস থেকে প্রথমে একটি VPN ইন্সটল করতে হবে। এখন ভিপিএনটি ইন্সটল করার জন্য ক্রোমো ব্রাউজার থেকে “থ্রি ডট” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেক গুলো অপশন চলে আসবে। এখন সেখান থেকে “Extension” অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশন থেকে “visit Chrome web store” অপশন ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন সার্চ অপশনে VPN লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ভিপিএনে প্রবেশ করুন। অর্থাৎ, Best VPN For Chrome ভিপিএনটি ইন্সটল করতে হবে।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করুন ২০২৫
তাহলে আপনার মোবাইল অথবা কম্পিউটারে Best VPN For Chrome ভিপিএনটি ইন্সটল করুন। এখন ভিপিএনটি ইন্সটল করার জন্য Add to Chrome অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Add Extension অপশনে ক্লিক করুন। এখন উপর থেকে মার্ক করা অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কয়েকটি অপশন চলে আসবে। এখন আপনি Free VPN for Chrome…. অপশনে ক্লিক করুন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে সার্ভারটি সিলেক্ট করে স্টার্ট অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে Netherlands অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনের নিয়ে যাবে এবং সেখানে বিভিন্ন দেশের নাম দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: USA দেশটি সিলেক্ট করতে হবে। তাহলে নিচে দুটি অপশন চলে আসবে। সেখান থেকে Oregon অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশন থেকে connecting অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ভিপিএনটি অন হয়ে যাবে। এখন নিম্নের লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: নিচে থেকে get student offer অপশনে ক্লিক করতে হবে।
এখানে আপনি যদি স্টুডেন্ট ইমেইল দিয়ে একাউন্ট তৈরি করেন। তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে USA ভার্সনটা ব্যবহার করতে পারবেন। এখন সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Video
- Deep Research এবং
- Canvas
এখানে অনেকের ক্ষেত্রে উপরে উল্লেখিত তিনটি অপশন নাও আসতে পারে। যদি এখানে একাউন্ট তৈরি করার সময় আপনার ঝামেলা হয়। তাহলে আপনি নতুন স্টুডেন্ট একাউন্ট এবং ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট তৈরি করতে পারবেন। এখন একাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার স্টুডেন্ট ইমেইলটি এখানে বসিয়ে দিন।
তারপর পাশে থেকে রিকভারি কোডটি বসিয়ে দিন। তাহলে আপনাকে অটোমেটিক জিমিনি 3.0 অপশনে নিয়ে আসবে। এখন আপনাকে ভিডিও তৈরি করার জন্য প্রমটি লিখতে হবে। তাহলে আপনার আপনার পছন্দ অনুযায়ী একটি প্রম লিখুন। অথবা Chatgpt সাহায্যে একটি ভিডিওর প্রম তৈরি করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ভিডিও তৈরি করতে হয়।
কিভাবে ভিডিও তৈরি করতে হয়
VEO 3 দিয়ে ভিডিও তৈরি করার জন্য Video অপশন ক্লিক করুন। তারপর আগে থেকে লিখে রাখা প্রমটি পেস্ট করে “অ্যারো আইকনে” ক্লিক করুন। তাহলে কয়েক মিনিট লোড নিবে এবং আপনার প্রম অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে।
আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম সাইট প্রতিদিন ১০ ডলার আয় করুন ২০২৫
এখন আপনাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে আপনার প্রম অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে। এভাবে করে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রম বানিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।
এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করে ভিডিও তৈরি করতে পারবেন। এখন আপনি এই ভিডিও গুলো আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে VEO 3 দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!