মাত্র ১০ হাজার টাকায় কিনুন oppo স্মার্টফোন 

আপনি কি কম বাজেটে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন? এখন মাত্র ১০ হাজার টাকায় কিনতে পারবেন Oppo স্মার্টফোন, যেখানে থাকছে স্টাইলিশ ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের জন্য নির্ভরযোগ্য ফিচার।

ফোনটির সাহায্যে খুব সহজেই অনলাইন ক্লাস, সোশ্যাল মিডিয়া, ছবি তোলা বা নরমাল ইউজ করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই এই দামে ফোনটিতে কী কী সুবিধা রয়েছে।

Oppo A15 ফোনের স্পেসিফিকেশন: 

  • RAM: 3GB
  • ROM: 32GB
  • Battery: 4230mAh
  • Camera: 13+2+2MP
  • Official Price: 10,990৳

নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমান সময়ে আপনি যদি কম বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েস হতে পারে Oppo A15 স্মার্টফোন। বাজেট অনুযায়ী ফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, RAM, ROM এবং উন্নত মানের ফিচার সমূহ।

Oppo A15 ফোনটি বাংলাদেশের বাজারে 27 October 2020 সালে Official প্রকাশিত হয়েছে। ফোনটির 3GB RAM+32GB ROM নিয়ে অফিসিয়াল প্রাইস 10,990 টাকা।

বর্তমানে Oppo A15 ফোনটি মার্কেটে তিনটি কালার রয়েছে। যেমন:

  1. Dynamic Black
  2. Mystery Blue এবং
  3. Rainbow Silver

Oppo A15 ফোনটির তৈরিকৃত দেশ চায়না ও মডেল A15। ফোনটিতে রয়েছে 6.52 inches IPS LCD ডিসপ্লে। যেটির সাইজ 16.56 সেন্টিমিটার। তাছাড়াও ফোনটিতে 480 nits ব্রাইটনেস ও 60 Hz রিফ্রেশ রেট রয়েছে।

ফোনটির স্ক্রীন প্রটেকশন এ থাকছে Gorilla Glass, 720×1600 px (HD+) রেজুলেশনের ভিডিও দেখার সুবিধা, PowerVR GE8320 জিপিইউ, অপারেটিং ভার্সন v10, অপারেটিং সিস্টেম Android এবং MediaTek Helio P35 চিপসেট।

Oppo A15 ফোনটিতে প্রধান ক্যামেরায় Triple ক্যামেরা রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা (13MP+2MP+2MP) সেন্সর, 4128×3096 Pixels ইমেজ রেজুলেশন, 30fps 1920×1080 ভিডিও রেকর্ডিং করা যায়।

এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরা ডিজিটাল জুম, Autofocus , Flash এবং প্রধান ক্যামেরার ফিচার হিসেবে Face detection, Auto Flash এবং Touch to focus ফিচার রয়েছে।

এছাড়াও ফোনটিতে একটি মাত্র সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরার রেজুলেশন 5 MP, 30fps Full HD (1080p) Video Recording এবং HDR & more সেলফি ক্যামেরার ফিচার।

Oppo A15 3GB+32GB ফোনটিতে 4230 mAh Lithium Polymer ব্যাটারি ব্যাকআপ ও 10W চার্জিং সিষ্টেম রয়েছে। সবকিছু মিলিয়ে ফোনটির ওজন 175 গ্ৰাম। ফোনটির দৈর্ঘ্য 164 মি.মি, প্রস্থ 75.4 মি.মি ও বেধ 7.9 মি.মি।

এই স্মার্টফোনটির নিরাপত্তা প্রদানের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস লক। এছাড়াও ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম পাবেন 2G, 3G, 4G নেটওয়ার্ক, দুটি সিম কার্ড ব্যবহার, GPS, Bluetooth, FM Radio, Audio Jack, Loudspeaker এবং Wi-Fi ইত্যাদি।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading