কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন ২০২৫

কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।‌ বর্তমান সময়ে আপনার বাজেট যদি ১৫ হাজারের মধ্যে হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন এই বাজেটের মধ্যে সেরা ক্যামেরার একটি স্মার্টফোন ক্রয় করতে। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।

আজকের পোষ্টে আমরা আলোচনা করবো। কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন সম্পর্কে। যেগুলোর ক্যামেরা পারফরম্যান্স আপনার বাজেটের তুলনায় অনেক বেশি হাই কোয়ালিটি সম্পন্ন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোনকম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন

আজকের লিস্টের কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোনের মধ্যে নম্বর ওয়ান পজিশনে রয়েছে Redmi 12 4G। Redmi 12 4G ফোনটি বাংলাদেশ দুইভাবে লঞ্চ করেছে। যেমন:

  1. অফিসিয়ালি এবং
  2. আন অফিসিয়ালি

বাংলাদেশে Redmi 12 4G ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য ১৫,০০০+ টাকা এবং Ram অনুযায়ী ফোনটির দাম কম বেশি রয়েছে। তবে আপনি Redmi 12 4G অফিসিয়াল ফোনটি 15 হাজার থেকে 20 হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং আন অফিসিয়াল Redmi 12 4G ফোনটি বাংলাদেশ দুটি ram পাওয়া যাচ্ছে। যেমন:

  1. Redmi 12 4G Ram O 128 GB and
  2. Redmi 12 6G Ram O 128 GB

আনঅফিসিয়ালি ফোনটি আপনি বাংলাদেশ ১৪ থেকে ১৫ হাজার টাকা বাজেটের মধ্য পেয়ে যাবেন। ফোনটির স্পিসিকেশন নিয়ে বলতে গেলে। ফোনটিতে 679 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তার পাশাপাশি রয়েছে 90Ghz রিফ্রেশ রেট।

আরোও পড়ুন: 17 Samsung mobile price in Bangladesh 2025

ফোনটিতে মিডিয়াটেক হিসেবে রয়েছে helio g88 চিপসেট। তাছাড়াও ফোনটির অপারেট সিস্টেমে রয়েছে আউট অফ দা বক্স অ্যান্ড্রয়েড 13 miui 14। Redmi 12 4G ফোনটিতে 5000 MPS ব্যাটারি এবং 18w চার্জার। তাছাড়াও Redmi 12 4G ফোনটিতে টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে পাবেন সাইডে মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট।

Redmi 12 4G ফোনটির ক্যামেরার রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং পাশাপাশি রিয়ারে ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সর এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেস্ক্রর এবং ফ্রন্ট ক্যামেরার রয়েছে 8 মেগাপিক্সেল যেটি পাঞ্চল কাটআউটে রয়েছে এবং হাজার সিবি 30 এফপিএস। উভয় ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

আপনি যদি 15 হাজার টাকা বাজেটের ভালো ক্যামেরার ফোন কিনতে চান। তাহলে Redmi 12 4G আন অফিসিয়ালি ফোনটি ক্রয় করতে পারবেন। তাছাড়াও ক্যামেরার দিক থেকে Redmi 12 4G আন অফিসিয়ালি ফোনটি বেস্ট হবে। সাধারণত এই বাজেটের ভিতরে ফোনটিতে আল্ট্রাওয়াইড পারবে।

যেটা কিন্তু বর্তমানে 30 হাজার টাকা বাজেটের ফোনেও পাবেন না। আর আল্ট্রাওয়াইড সেন্সর থাকার ফলে আপনি ফটোগ্রাফি অথবা কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াও Redmi 12 4G আন অফিসিয়ালি ফোনটির মেইন ক্যামেরার পারফরম্যান্স খুবই দুর্দান্ত এবং কালার ভেরিয়েন্ট অসাধারণ।

এখন আপনি যদি কম বাজেটের মধ্যে সেরা একটি ফোন ক্রয় করতে চান। তাহলে আপনার বেস্ট চয়েস হবে Redmi 12 4G ফোন।‌ এখন আপনাদের সাথে আরোও আরেকটি ফোন সম্পর্কে আলোচনা করবো। ফোনটির নাম হলো: vivo y17S। তাহলে চলুন দেখে নেওয়া যাক vivo y17S ফোনটির প্রাইস ও স্পেসিফিকেশন গুলো সম্পর্কে বিস্তারিত।কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন

Vivo y17S প্রাইস ও স্পেসিফিকেশন

বর্তমান সময়ে Vivo y17S ফোনটি বাংলাদেশ দুটি RAM পাওয়া যাচ্ছে। যেমন:

  1. Vivo y17S 4GB Ram ও 128GB and
  2. Vivo y17S 6G Ram ও 128GB

Vivo y17S 4GB Ram ও 128GB ফোনটি আপনি বাংলাদেশে সব জায়গায় available পেয়ে যাবেন। Vivo y17S 4GB ও Vivo y17S 128GB ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি এবং ফোনটিতে কোন প্রকারে রিফ্রেশ রেট নেই।

আরোও পড়ুন: প্রশ্নের উত্তর দিয়ে ফ্রি টাকা ইনকাম করুন ২০২৫

তাছাড়াও ফোনটিতে মিডিয়াটেক হিসেবে রয়েছে helio g85 কিপসেট। Vivo y17S ফোনটিতে 5000 MS ব্যাটারি এবং 15W চার্জার। Vivo y17S ফোনটিতে টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে রয়েছে সাইডে মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। Vivo y17S ফোনটিতে ডুয়াল ক্যামেরা রয়েছে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর।

তাছাড়াও ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং উভয় ক্যামেরা ব্যবহার করে আপনি 30 এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন। Vivo y17S ফোনটির অপারেট সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ফান্টাস ওএস 13। আর ফোনটির ক্যামেরার কোনো প্রকারের আল্ট্রাওয়াইড সেন্সর নেই।

সাধারণত 15 হাজার টাকা বাজেট হিসেবে ক্যামেরার পারফরম্যান্স খুবই দুর্দান্ত। Vivo y17S ফোনটির ছবির কালার কোয়ালিটি ডিটেইল ইত্যাদি হিসেবে এবং প্রাইস অনুযায়ী অনেকটাই ভালো। Vivo y17S ফোনটির প্রাইস ছিল 14,999 টাকা। তবে এখন আপনি 13,999 টাকায় ফোনটি ক্রয় করতে পারবেন।

এখন আপনি যদি 14 হাজার রেঞ্জ বা 15 হাজার কম প্রাইসের ফোন হিসেবে Vivo y17S বেস্ট একটি ফোন। আপনি যদি মনে করেন। কম বাজেটের সেরা একটি ফোন ক্রয় করতে। তাহলে আপনার জন্য সেরা choose হবে Vivo y17S।

আজকের পোস্টের সেরা যে ফোনটি রয়েছে। ফোনটির নাম হলো: realme C55। তাহলে চলুন realme C55 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন

Realme C55 ফোনের প্রাইস ও স্পেসিফিকেশন

বর্তমান সময়ে আপনি Realme C55 ফোনটি ১৫ হাজার টাকার কম প্রাইসে পেয়ে যাবেন। আর Realme C55 ফোনটির বাংলাদেশের অফিশিয়ালি ২০ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর আপনার যারা Realme C55 ফোনটি আনঅফিসিয়ালি ক্রয় করবেন। তারা ১৫,০০০ টাকার মধ্যে ফোনটি ক্রয় করতে পারবেন।

Realme C55 ফোনটির আন অফিসিয়ালি বেশ কিছু RAM পাওয়া যায়। তবে আপনি যদি ১৫ হাজার টাকা থেকে ১ হাজার টাকা বেশি বাজেট দিতে পারেন। তাহলে Realme C55 ফোনটি 4GB Ram ও 128GB এবং 6G Ram ও 128GB ফোন পেয়ে যাবেন।

তবে 15 হাজার টাকার কম বাজেটের Realme C55 ফোনটিতে 6GB Ram ও 64GB ROM পেয়ে যাবেন। তাছাড়াও Realme C55 ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.72 ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি। ফোনটির ডিসপ্লের পাশাপাশি 90ghz এর রিফ্রেশ রেট রয়েছে।

অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট

Realme C55 ফোনটির মিডিয়াটেক হিসেবে রয়েছে helio g80 চিপসেট এবং অপারেটিং সিস্টেম রয়েছে Android 13 realme ui40। তাছাড়াও Realme C55 ফোনটিতে 5000 MP ব্যাটারি এবং 33 ওয়ার্ডের একটি চার্জার। Realme C55 ফোনটির সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড পয়েন্টেড ফিঙ্গারপ্রিন্ট।

Realme C55 ফোনটিতে রিয়েল ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। তাছাড়াও Realme C55 ফোনটির ফন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর বর্তমান সময়ে Realme C55 ফোনটি ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা। আপনার প্রাইস যদি ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনি Realme C55 ফোনটি ক্রয় করতে পারবেন।

আর আপনারা যারা আন অফিসিয়াল Realme C55 ফোনটি ক্রয় করবেন। তারা 20 হাজার টাকা থেকে কিছু টাকা কম দামে ফোনটি ক্রয় করতে পারবেন। আর আপনি যদি অফিসিয়ালি ফোনটি ক্রয় করতে চান। তাহলে ফোনটির প্রাইস কিছুটা বাড়বে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন সম্পর্কে। এরকম আরোও কম বাজেটের সেরা ফোন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading