নিউজ ডেস্ক বঙ্গভাষা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সকল মোবাইল দোকান। বন্ধ থাকবে নতুন ফোন কেনাবেচা। গেল বুধবার ডিআরইউতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দিলেন মোবাইল বিজনেস কমিনিউটি বাংলাদেশ (এমবিসি)।
সুমাসটেকের প্রধান নির্বাহী পরিচালক আবু সায়েদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্তের কথা জানান এমবিসির শীর্ষ কর্মকর্তারা। তারা জানান আজকের মধ্যে আবু সায়েদ পিয়াসকে মুক্তি না দিলে দেশজুড়ে বন্ধ থাকবে সকল মোবাইল ফোন বিক্রির দোকান।
আগামী ১৬ ডিসেম্বর থেকে বিটিআরসি এনইআইআর সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ফলে বিদেশে থাকে আমদানি করা কোন ফোন সরকারি নিবন্ধন ছাড়া ব্যবহার করা যাবে না।
যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের সিংহভাগ হ্যান্ডসেটের চাহিদা পূরণ করা ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ফোন বিক্রেতারা। যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়েও।
বিক্রেতারা জানান সরকারের এমন সিদ্ধান্তের ফলে মোবাইল মার্কেটের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তারা জানায় ৫৭% ট্যাক্স দিয়ে ফোন কেনাবেচা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এমন সিদ্ধান্তের বিপক্ষে আমরা সকল বিক্রেতারা।
সরকারের এমন সিদ্ধান্তের ফলে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন (এমবিসি)। কিন্তু গেল বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক আবু সায়েদ পিয়াসকে ডিবি পুলিশে তুলে নেয়ার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দেন এমবিসি উধ্বর্তন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে শেষে আবু সায়েদ পিয়াসের মুক্তির দাবিতে ডিবি পুলিশের কার্যালয়ে অবস্থান নেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন সরকার এমন সিদ্ধান্তে অনড় থাকলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ ভোক্তারা।
তথ্যসূত্রে: আলমাহমিনুল খান (নিউজ২৪)

