12GB RAM ও 256GB ROM নিয়ে ডিসেম্বর লঞ্চ হবে Apple iPhone 18 Pro Max দাম কত?

শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে চলেছে iPhone 18 Pro Max 12GB RAM ও 256GB স্টোরেজের অসাধারণ Apple iPhone। সারাবিশ্বে জুড়ে iPhone প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে Apple এর নতুন ফ্ল্যাগশিপ Apple iPhone 18 Pro Max।

iPhoneটিতে থাকছে বিশাল 12GB RAM ও 256GB ROM মাল্টিটাস্কিং, উন্নত ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স ও ভবিষ্যতের iOS ক্ষমতায় অভূতপূর্ব অভিজ্ঞতা। এই ডিভাইসটি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সহ বিশ্ববাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Apple iPhone 18 Pro Max স্পেসিফিকেশন:

  • RAM: 12 GB
  • ROM: 256/512GB /1/2TB
  • Battery: 4832 mAh /5088 mAh
  • Display: 6.9″ 1320×2868 pixels
  • Camera: 48MP 2160p
  • Price: Coming soon

নিউজ ডেস্ক বঙ্গভাষা: শীঘ্রই বাংলাদেশের বাজারে Apple iPhone 18 Pro Max আইফোন প্রকাশ হতে চলেছে। আইফোনটির রিলিজ ডেট এবং প্রাইস সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি।

তবেই ধারণা করা যায় খুব শীঘ্রই ফোনটির রিলিজ ডেট এবং প্রাইস সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে। আইফোনটির মার্কেটে চারটি ভার্সনে প্রকাশ হতে চলেছে। যেমন:

  1. 12GB 256GB
  2. 12GB 512GB
  3. 12GB 1TB এবং
  4. 12GB 2TB

Apple iPhone 18 Pro Max তৈরিকৃত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (US)। আইফোনটি মার্কেটে Silver, Deep Blue এবং Cosmic Orange কালারে প্রকাশ পেতে পারে বলে ঘোষণা করা হয়েছে।

আইফোনটিতে 4832 mAh – Nano SIM model অর্থাৎ, এই ভ্যারিয়েন্টে ফিজিক্যাল Nano SIM কার্ড ব্যবহার করতে পারবেন এবং 5088 mAh – eSIM only model অর্থাৎ, এই ভ্যারিয়েন্টে ফিজিক্যাল সিম পাবেন না, শুধুমাত্র eSIM সাপোর্ট করবে।

ফোনটিতে 4832 mAh ব্যাটারির তুলনায় 5088 mAh ব্যাটারি ক্ষমতা একটু বেশি রয়েছে। এছাড়াও ফোনটির ফিচারস সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফেস আইডি, জাইরো, প্রক্সিমিটি, অ্যাক্সিলোমিটার, কম্পাস এবূব্যারোমিটার।

Apple iPhone 18 Pro Max আইফোনটিতে 6.9 inches LTPO Super Retina XDR OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 1320×2868 pixels রেজুলেশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits (টাইপ), 1600 nits (এইচবিএম) ও 3000 nits (peak)।

ফোনটিতে Apple A19 Pro (৩ ন্যানো মিটার) চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে iOS 27 অপারেটিং ভার্সন, Anti- reflective coating ফিচারস এবং স্ক্রীন প্রোটেকশনে Ceramic Shield 2, Mohs level 5।

আইফোনটিতে Technology (টেকনোলজি) EVDO/ GSM/ HSPA/ LTE/ CDMA/ 5G, 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট এবং HSPA, 5G, LTE, EV-DO Rev.A 3.1 Mbps ইত্যাদির সুবিধা।

Apple iPhone 18 Pro Max ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে কাচ (সিরামিক শিল্ড ২), অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম এবং অ্যালুমিনিয়াম ব্যাক গ্লাস (সিরামিক শিল্ড)। এছাড়াও ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করার সুবিধা থাকছে। তবে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না।

ফোনটিতে (ট্রিপল) 48MP+ 48MP+ 48MP প্রধান ক্যামেরা, 1080p@25/30/60/120 /240fps এবং 4K@24/25/30/60/100/120fps ভিডিও তৈরি করতে পারবেন। প্রধান ক্যামেরার ফিচারস ডুয়াল-এলইডি, এইচডিআর, ডুয়াল-টোন ফ্ল্যাশ।

এছাড়াও ফোনটিতে 18 MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 1080p@25/30/60/120fps এবং 4K@24/25/30/ 60fps ভিডিও তৈরির সুবিধা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরার ফিচার HDR, Dolby Vision HDR, 3D।

আইফোনটিতে অন্যান্য ফিচারস হিসেবে থাকছে লাউডস্পিকার, Wi-Fi 802, USB Type-C 3.2 Gen 2, NFC, জিপিএস এবং Bluetooth 6.0 ইত্যাদির সুবিধা।

Apple iPhone 18 Pro Max 12GB 256GB ফোনটির রিলিজ তারিখ ও প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

তথ্য সুত্রঃ মোবাইলদোকান

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading