১০ থেকে ১১ হাজার টাকা বাজেটে পাওয়া যাচ্ছে 52+0.3MP ক্যামেরা 6000mAh ব্যাটারি সহ Walton Orbit Y72 স্মার্টফোন। বর্তমান সময়ে আপনার বাজেটে যদি ১০/১১ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনার জন্য সেরা চয়েস Walton Orbit Y72 স্মার্টফোন।
বর্তমানে মার্কেটে অন্য ফোনের তুলনায় ফোনটির পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং সিষ্টেম ও ডিসপ্লে সেটি ব্যবহারকারীদের কাছে বেশ সন্তোষজনক বলে মনে হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি ভালো অভিজ্ঞতা প্রদান করে।
Walton Orbit Y72 স্পেসিফিকেশন:
- RAM: 4GB
- ROM: 64GB
- Battery: 6000mAh
- Camera: 52+0.3MP, 5MP
- Display: 6.8”720*1600p
- Official Price: 10,999 Taka
নিউজ ডেস্ক বঙ্গভাষা: ১০ থেকে ১১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে Walton Orbit Y72 স্মার্টফোন। ফোনটি 10 December 2025 সালে মার্কেটে লঞ্চ হয়েছে এবং ফোনটির তৈরিকৃত দেশ বাংলাদেশ।
স্মার্টফোনটির ব্রান্ড Walton, ফোনটির মডেল Orbit Y72, স্ট্যাটাস Available, ডেলিভারি টাইপ স্মার্টফোন, GPU PowerVR GE8322, Operating System Android, অপারেটিং ভার্সন v15 এবং Unisoc SC9863A Chipset রয়েছে।
Walton Orbit Y72 মোবাইল ফোনটিতে 6.8 inches IPS LCD ব্যবহার করা হয়েছে। যেটি 720×1600 px (HD+) রেজুলেশন, 90 Hz রিফ্রেশ রেট এবং ফোরটির স্ক্রিন প্রটেকশনে রয়েছে Panda Glass।
ফোনটিতে রয়েছে Li-Poly (Lithium Polymer) 6000 mAh দীর্ঘমেয়াদি ব্যাটারি ও 10W তারযুক্ত চার্জিং ব্যবস্থা। ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের কারনে মিডিয়াম ইউজাররা অনায়াসে ২-৩ দিন ব্যবহার করতে পারবেন।
ফোনটিতে ডুয়েল 52 MP Primary Camera, 0.3 MP, VGA Camera প্রাইমারি ক্যামেরা ও 5 MP Primary Camera সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে 30 fps 1920×1080 ভিডিও রেকর্ডিং করা যায়।
এছাড়াও প্রাইমারি ক্যামেরার ফিচার হিসেবে রয়েছে Autofocus, Flash, ডিজিটাল জুম এবং 9600 x 5400 pixels ইমেজ রেজুলেশন। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 30 fps 1920×1080 ভিডিও রেকর্ডিং করা যায়।
Walton Orbit Y72 ফোনটির ওজন মাত্র 210 গ্ৰাম এবং মার্কেটে ফোনটি Lunar Black, Ember Ash, Arctic Blue কালারে এভেলেবেল রয়েছে। ফোনটির Height 169 mm, Width 78.2 mm ও Thickness 8.8 mm।
ফোনটির নিরাপত্তার জন্য রয়েছে Fingerprint Sensor (Side-mounted) ও Face Unlock ব্যবস্থা। ফোনটির জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে ও ফোনটির আইপি রেটিং IP64।
Walton Orbit Y72 ফোনটির নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্ট করে, ডুয়েল সিম কার্ড ব্যবহার, ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি, Wi-fi Hotspot, EDGE, GPRS এবং VoLTE সুবিধা।
এছাড়াও আরোও থাকছে Bluetooth v5.0, Wi-Fi 5, GPS, HSPA, LTE স্পীড, FM Radio, Loudspeaker এবং Audio Jack ইত্যাদির সুবিধা।
তথ্য সুত্রঃ Mobiledokan

