50MP ক্যামেরা ও 12/16GB RAM নিয়ে মার্কেটে আসছে Honor Magic V6 থাকছে যেসব স্পেসিফিকেশন 

বর্তমান সময়ে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতার তীব্রতা দিনে দিনে বেড়েই চলেছে।এই ধারাবাহিকতায় Honor Magic V6 নামে নতুন আরেকটি ডিভাইস হতে চলেছে, যা 50MP শক্তিশালী ক্যামেরা ও 12GB/16GB বিশাল RAM সাথে প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে।

Honor Magic V6 ফোনটি শুধু আকর্ষণীয় হার্ডওয়্যারই নয়, বরং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতিও দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক Honor Magic V6 এর প্রধান স্পেসিফিকেশনগুলো সম্পর্কে।

Honor Magic V6 স্পেসিফিকেশন:

  • RAM: 12/16GB
  • ROM: 256/512 GB/1TB
  • Battery: 5820mAh
  • Camera: 50MP 2160p
  • Display: 7.95″ 2172×2352 pixels

নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড Honor আরেকটি স্মার্টফোন ইতিমধ্যে মার্কেটে প্রকাশ হতে চলেছে। ফোনটি হচ্ছে: Honor Magic V6 স্মার্টফোন। ফোনটির রিলিজ ডেট ও প্রাইস সম্পর্কে Honor কোনো তথ্য প্রকাশ করেননি।

তবে ধারণা করা যায়, কয়েকদিনের মধ্যেই Honor Magic V6 স্মার্টফোনের রিলিজ ডেট এবং প্রাইস আপডেট তথ্য প্রকাশ করা হবে। Honor Magic V6 ফোনটির তৈরিকারী দেশ চায়না।

Honor Magic V6 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে তিনটি ভেরিয়েন্টে প্রকাশ পেতে চলেছে। যেমন:

  1. Honor Magic V6 (12GB+256GB)
  2. Honor Magic V6 (16GB+512GB) এবং
  3. Honor Magic V6 (16GB+1TB)

Honor Magic V6 ফোনটিতে শক্তিশালী 7.95 inches (Foldable LTPO AMOLED) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে 1B colors, 120Hz রিফ্রেশ রেট ও 5000 nits (peak) ব্রাইটনেস।

ফোনটির ডিসপ্লে প্রটেকশনে থাকছে Honor Super Armored Inner Screen ও 2172×2352 pixels ভিডিও দেখার সুবিধা। ফোনটিতে Dual SIM Card ব্যবহারের সুবিধা থাকলেও Card slot ব্যবহারের সুবিধা পাবেন না।

Honor Magic V6 ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে শক্তিশালী Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite (3 ন্যানো মিটার) এবং Android 15 জিপিইউ। এছাড়াও ফোনটির নিরাপত্তার জন্য পাবেন Fingerprint (side-mounted) সেন্সর।

ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে থাকছে 5820 mAh (International model) এবং 6100 mAh (1TB China model) ব্যাটারি ব্যাকআপ। ফোনটির মার্কেটে চারটি কালারের প্রকাশ পেতে চলেছে। যেমন:

  1. Black
  2. Ivory White
  3. Dawn Gold এবং
  4. Reddish Brown

Honor Magic V6 ফোনটিতে থাকছে Triple (50MP+64 MP+50 MP) ক্যামেরা সেন্সর। এছাড়াও 4K@30/60fps, 1080p@30/60fps প্রধান ক্যামেরার সাহায্যে ভিডিও তৈরির সুবিধা এবং LED flash, panorama, Laser AF,HDR ক্যামেরার ফিচারস।

ফোনটিতে আরোও থাকছে 20 MP সিঙ্গেল ক্যামেরা, Cover camera 20 MP, সিঙ্গেল ক্যামেরার ফিচারস HDR এবং 4K@30fps, 1080p@30fps ভিডিও তৈরির সুবিধা।

Honor Magic V6 স্মার্টফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G, 3G, 4G, 5G পর্যন্ত নেটওয়ার্কের সাপোর্ট, HSPA, LTE, 5G স্পীড, Loudspeaker, Wi-Fi 802, Infrared port, Bluetooth, GPS এবং NFC ইত্যাদির সুবিধা।

Honor Magic V6 স্মার্টফোনটির রিলিজ ডেট এবং প্রকাশিত প্রাইস আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading