স্মার্টফোনের বাজারে আবারো আলোচনায় এসেছে vivo S50 Pro Mini স্মার্টফোন। ফোনটিতে থাকছে শক্তিশালী পারফরম্যান্স বিশাল 12GB RAM এবং দ্রুতগতির 256GB স্টোরেজ।
যা আপনাকে মাল্টিটাস্কিং ও ভারী অ্যাপ ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দিবে। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে vivo S50 Pro Mini হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় প্যাকেজ।
নিউজ ডেস্ক বঙ্গভাষা: সাম্প্রতিক বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আরেকটি নতুন স্মার্টফোন প্রকাশ পেতে চলেছে। ফোনটির নাম হচ্ছে: vivo s50 pro mini স্মার্টফোন। ফোনটির রিলিজ ডেট 15 December 2025 (Exp)।
vivo s50 pro mini ফোনটির মডেল S50 Pro Mini, Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট, GPU Adreno 829, Android অপারেটিং সিস্টেম, অপারেটিং ভার্সন v16 ও ফোনটির আইপি রেটিং IP68/IP69।
স্মার্টফোনটির তৈরিকৃত দেশ চায়না ও ফোনটি বাংলাদেশের বাজারে তিনটি কালার এবং একটি ভেরিয়েন্টে প্রকাশ হতে চলেছে। ফোনটি মার্কেটে Black, Purple এবং White কালারের প্রকাশ হতে পারে বলে জান গেছেন।
vivo s50 pro mini 12GB RAM+256GB ROM নিয়ে ফোনটির অফিসিয়াল প্রাইস 65,000 (Expected) টাকা। এছাড়াও ফোনটিতে থাকছে শক্তিশালী Li-Ion 6500 mAh ব্যাটারি ও 90W wired একটি ফার্স্ট চার্জার। সব মিলিয়ে ফোনটির ওজন 191 গ্ৰাম।
vivo s50 pro mini স্মার্টফোনটির স্ক্রীন প্রোটেকশনে পাবেন Gorilla Glass ও LTPO AMOLED 6.31 inches ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে সাইজ 16.03 সেন্টিমিটার। এছাড়াও ফোনটিতে আপনি 1216×2640 px ফুল এইচডি প্লাস রেজুলেশন ভিডিও দেখতে পারবেন।
এতে করে আপনার ফোনের ডিসপ্লেতে কোন প্রকারের সমস্যা হবে না। তাছাড়াও ফোনটিতে থাকছে 5000 nits ব্রাইটনেস ও 120 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে সিক্রুটি হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস লক। যেটি আপনার ফোনটিকে যথেষ্ট সিকিউরিটি প্রদান করবে।
ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে থাকছে Triple ক্যামেরা সেন্সর। ফোনের প্রধান ক্যামেরা (50 MP+ 50 MP+ 8MP), ইমেজ রেজুলেশন 8150×6150 Pixels, Digital Zoom, 30 fps এ 3840×2160, 1920×1080 ভিডিও রেকর্ডিং এবং LED Flash ইত্যাদি।
এছাড়াও ফোনটিতে একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 50MP, 3840×2160, 1920×1080 এবং 30fps এ ভিডিও তৈরি করতে পারবেন। ফোনটির সামনের অংশ কাচ, অ্যালুমিনিয়াম খাদ ফ্রেম ও পেছনের অংশ কাঁচের রয়েছে।
vivo s50 pro mini ফোনটির জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে (৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত)। ফোনটির নেটওয়ার্ক সিস্টেম নিয়ে বলতে গেলে ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে।
এছাড়াও ফোনটিতে আরোও অনেক ফিচারস রয়েছে। যেমন: দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধা, Loudspeaker, Audio Jack, NFC, Bluetooth, EDGE, GPRS, 4K, 1080p, gyro-EIS ভিডিও, GPS এবং Wi-Fi 7 ইত্যাদির সুবিধা।
তথ্যসুত্রে: Mobiledokan

