128GB+6GB Realme 9i স্মার্টফোন under 21,000 টাকা

128GB স্টোরেজ ও 6GB RAM নিয়ে Realme 9i স্মার্টফোন বর্তমানে 21,000 টাকার মধ্যে একটি আকর্ষণীয় বাজেট-ফ্রেন্ডলি অপশন।

ফোনটির স্টাইলিশ লুক, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মুথ পারফরম্যান্সের কারণে এটি তরুণ ব্যবহারকারী থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীদের কাছেও সমান জনপ্রিয়তা লাভ করেছে।

যারা দৈনন্দিন ব্যবহার, গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য মাঝারি বাজেটে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য Realme 9i হতে পারে সেরা পছন্দ।নিচে Realme 9i স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

‎নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন হচ্ছে: Realme 9i স্মার্টফোন। ফোনটি বাংলাদেশের বাজারে 10 January 2022 সালে প্রকাশ পেয়েছে এবং ফোনটির মডেল 9i।

Realme 9i ফোনটির ওজন 190 গ্ৰাম ও Black, Blue কালারে মার্কেটে প্রকাশ পেয়েছে।‌ ফোনটির একটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন: Realme 9i 6GB+128GB (Official) প্রাইস 20,999 টাকা।

ফোনটিতে রয়েছে Lithium Ion 5000 mAh ব্যাটারি ও 33W wired ফার্স্ট চার্জার। ফোনটির চার্জার ব্যবহার করে 70 মিনিটে 100% চার্জ করতে পারবেন।

ফোনটিতে 6.6 inches IPS LCD ডিসপ্লে রয়েছে। যেটির সাইজ 16.76 সেন্টিমিটার। এছাড়াও ফোনটিতে থাকছে 1080×2412 px (FHD+) রেজুলেশন, 90 Hz রিফ্রেশ রেট, 480 nits ব্রাইটনেস ও স্ক্রীন প্রোটেকশনে Gorilla Glass।

Realme 9i ফোনটির অপারেটিং সিস্টেম Android, অপারেটিং ভার্সন v11, Qualcomm SM6225 Snapdragon 680 4G চিপসেট এবং Adreno 610 জিপিইউ।

Realme 9i ফোনটিতে Triple প্রাইমারি ক্যামেরা ও Single সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা (50MP+2MP+2MP) এবং প্রাইমারি ক্যামেরার মাধ্যমে 30 fps 1920×1080, 1280×720 ভিডিও তৈরির সুবিধা।

এছাড়াও ফোনটিতে প্রাইমারি ক্যামেরার ফিচার হিসেবে রয়েছে S5KJN1, ISO-CELL সেন্সর, Flash, Autofocus, 10x Digital Zoom এবং 8150×6150 Pixels ইমেজ রেজুলেশন।

ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 30 fps এ 1920×1080, 1280×720 ভিডিও রেকর্ডিং, Exmor RS সেন্সর, Fixed Focus ক্যামেরার ফিচার এবং 16MP রেজুলেশনের ছবি তুলতে পারবেন।

Realme 9i

ফোনটির দৈর্ঘ্য 164.4 মিলিমিটার, প্রস্থ 75.7 মিলিমিটার এবং বেধ 8.4 মিলিমিটার। এছাড়াও ফোনটিতে সিক্রুটি হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস লক।

ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক ও দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে Loudspeaker, Audio Jack, Alert Types, GPS, Wi-fi Hotspot, VoLTE, Wifi, Speed, Bluetooth ইত্যাদি।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading