256GB স্টোরেজ 12GB রেম Poco 8f pro প্রত্যাশিত দাম কত?

256GB স্টোরেজ 12GB রেম Poco 8f pro প্রত্যাশিত দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড Poco। তাদের শক্তিশালী processor, ব্যাটারি ব্যাকআপ ও অসাধারণ ডিসপ্লের জন্য দিন দিন জনপ্রিয়তা বেড়ে চলেছে।

এবার গ্রাহকদের চমকে দিতে মার্কেটে আসছে Poco F8 Pro সিরিজের 256 GB স্টোরেজ আর 12 GB র‍্যামসহ অসাধারণ একটি মোবাইল ফোন। তাই অনেকের মধ্যে ফোনটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এই ক্ষমতাসম্পন্ন ফোনটি বাংলাদেশে পৌঁছলে এর দাম কত হতে পারে? এটা আর কি কি ফিচার থাকছে? ইত্যাদি বিষয় বিস্তারিত জানুন আজকের পোস্টে।

256GB স্টোরেজ 12GB রেম Poco 8f pro প্রত্যাশিত দাম: 

সাম্প্রতিক বাংলাদেশের বাজারে Poco ব্রান্ডের আরেকটি স্মার্টফোন মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটি Poco 8f pro স্মার্টফোন। Poco 8f pro স্মার্টফোনটি 26 November 2025 সালে বাংলাদেশের বাজারে প্রকাশিত হয়েছে।

Poco 8f pro স্মার্টফোনটির ওজন 199 গ্ৰাম এবং ফোনটির তৈরিকৃত দেশ China। এই স্মার্টফোনটির ব্রান্ড Xiaomi, মডেল Poco F8 Pro এবং ডেলিভারি টাইপ Smartphone। বর্তমানে মার্কেটে ফোনটি তিনটি কালার এবং একটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:

  • Blue
  • Titanium Silver এবং
  • Black

Poco 8f pro (12GB RAM+256GB ROM) স্মার্টফোনের প্রত্যাশিত দাম 75,000 (Expected) টাকা। ফোনটিতে রয়েছে Lithium Polymer 6210 mAh শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি এবং 100W wired চার্জার।

Poco 8f pro স্মার্টফোনটির চার্জার দিয়ে 37 মিনিটে ফোনটি 100% চার্জ কমপ্লিট করতে পারবেন। Poco 8f pro (12GB RAM+256GB ROM) স্মার্টফোনটিতে 6.59 inches (AMOLED) বিশাল বড় একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ফোনটির ডিসপ্লের সাইজ 16.74 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিন প্রটেকশনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i গ্লাস। ফোনটিতে 1156×2510 px (FHD+) রেজুলেশনের ভিডিও দেখার সুবিধা রয়েছে এবং ফোনটির ব্রাইটনেস 3500 nits।

এছাড়াও ফোনটিতে 120 Hz রিফ্রেশ রেট, অপারেটিং সিস্টেম Android, অপারেটিং ভার্সন v16, GPU Adreno 830 এবং Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে।

Poco 8f pro ফোনটির দৈর্ঘ্য 8 Cores, প্রস্থ 64 bit এবং বেধ 3 nm। এছাড়াও Poco 8f pro স্মার্টফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্কের সুবিধা, Loudspeaker, Bluetooth, NFC, VoLTE, GPRS, Wi-fi Hotspot, EDGE, Infrared, GPS, Speed, Dual SIM card এবং SIM Size SIM1: Nano, SIM2: Nano ইত্যাদি সুবিধা।

Poco 8f pro মোবাইল ফোনটিতে Triple Primary Camera (প্রাইমারি ক্যামেরা) ও Single Selfie Camera (সেলফি ক্যামেরা) রয়েছে। ফোনটির Primary Camera সাইজ (50 MP+50 MP+ 8 MP)।

ফোনটির প্রধান ক্যামেরার সাহায্যে 30 fps, 60 fps, 960 fps এ 3840×2160, 7680×4320, 1280×720 এবং 1920×1080 Video Recording সুবিধা। এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 8150×6150 Pixels রেজুলেশনের ছবি তুলতে পারবেন।

এই স্মার্টফোনটির প্রধান ক্যামেরার সাহায্যে আরোও অনেক কাজ করতে পারবেন। যেমন: Digital Zoom, Autofocus, Flash, OIS এবং প্রধান ক্যামেরার ফিচার Face detection, Auto Flash এবং Touch to focus।

ফোনটির Selfie Camera মাধ্যমে 60 fps, 30 fps এ 1280×720, 1920×1080 ভিডিও রেকর্ডিং এবং 20 MP রেজুলেশন ফটোশুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে security হিসেবে Face Unlock, Fingerprint ও লাইট সেন্সর হিসেবে Proximity sensor, Gyroscope, Light sensor, Accelerometer এবং Compass রয়েছে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে 256GB স্টোরেজ 12GB রেম Poco 8f pro প্রত্যাশিত দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading