12.50% ডিসকাউন্ট অফারে কিনুন Xiaomi Redmi Note 14 

12.50% ডিসকাউন্ট অফারে কিনুন Xiaomi Redmi Note 14 স্মার্টফোন। যারা বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তারা দেরি না করে এখনি কিনুন Xiaomi Redmi Note 14 স্মার্টফোন। জনপ্রিয় Xiaomi Redmi Note 14 পাওয়া যাচ্ছে বিশেষ 12.50% ডিসকাউন্ট অফারে।

ফোনটিতে রয়েছে উন্নত মানের ফিচার, ক্যামেরা কোয়ালিটি, শক্তিশালী ব্যাটারি, ডিজাইন, চিপসেট, ডিসপ্লে এবং চার্জার ইত্যাদি। বিশেষ করে ফোনটিতে উন্নত ক্যামেরা ফিচার থাকার কারণে ফোনটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের নজর কাড়ছে।

এখন আপনি যদি কম বাজেটের মধ্যে স্মার্ট ফোন কিনতে চান। তাহলে Xiaomi কোম্পানির বিশেষ ডিসকাউন্ট অফারে Xiaomi Redmi Note 14 ফোনটি নিতে পারেন। নিচে ফোনটি সম্পর্কে A to Z তুলে ধরা হলো।

Xiaomi Redmi Note 14 price in Bangladesh 

বরাবরের মতোই Xiaomi কোম্পানি বিশেষ ডিসকাউন্ট অফারে আরোও একটি স্মার্টফোন মার্কেটে সেল করছেন। ফোনটির নাম Xiaomi Redmi Note 14 স্মার্টফোন। ফোনটির তৈরিকৃত দেশ China (চাইনা), Brand (ব্রান্ড) Xiaomi (সাওমি) ও ফোনটির মডেল (Model) Redmi Note 14।

ফোনটি বাংলাদেশের বাজারে Official (অফিসিয়াল) 14 January 2025 সালে Xiaomi কোম্পানি লঞ্চ করেছেন। এই স্মার্টফোনটি মার্কেটে দুইটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:

  1. Xiaomi Redmi Note 14 (6GB+128GB) এবং
  2. Xiaomi Redmi Note 14 (8GB+256GB)

বর্তমান সময়ে 12.50% ডিসকাউন্ট অফারে Xiaomi Redmi Note 14 (6GB+128GB) স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 20,999 টাকা এবং Xiaomi Redmi Note 14 (8GB+256GB) স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস 23,999 টাকা।

Xiaomi Redmi Note 14 ফোনটির Weight (ওজন) মাত্র 196.5 গ্ৰাম। এই স্মার্টফোনটিতে 5500mAh শক্তিশালী Lithium Polymer (লিথিয়াম পলিমার) Battery (ব্যাটারি) ও 33W wired চার্জার রয়েছে। যে চার্জার ব্যবহার করে অতি দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন।

Xiaomi Redmi Note 14 স্মার্টফোনটিতে AMOLED শক্তিশালী Display (ডিসপ্লে) ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.67 inches। যেটি 16.94 সেন্টিমিটার। এছাড়াও ফোনটিতে 1080×2400 px (FHD+) রেজুলেশনের ভিডিও, 395 ppi Pixel Density (পিক্সেল ঘনত্ব) ও 20:9 Aspect Ratio রয়েছে।

ফোনটির Screen Protection (স্কীন প্রটেকশন) হিসেবে রয়েছে Corning Gorilla Glass v5। ফোনটিতে Brightness 1800 nits, 120 Hz Refresh Rate (রিফ্রেশ রেট), Notch Punch-hole এবং Multi-touch (মাল্টি-টাচ), Capacitive Touchscreen (ক্যাপাসিটিভ টাচস্ক্রিন) টাচ স্ক্রিন রয়েছে।

ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android, অপারেটিং সিস্টেম ভার্সন v14 এবং Mediatek Helio G99 Ultra চিপসেট রয়েছে। এছাড়াও ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Mali-G57 MC2, 6 ন্যানোমিটার Fabrication এবং CPU Octa-core।

Xiaomi Redmi Note 14 স্মার্টফোনটিতে Triple Primary Camera এবং একটি সিঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা (108 MP+2MP+2 MP) ও সাথে একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 12000×9000 Pixels ফটোশুট করতে পারবেন।

এছাড়াও ফোনটির প্রাইমারি ক্যামেরার সাহায্যে60 fps, 30 fps (1920×1080), (1280×720) ভিডিও তৈরি, Digital Zoom (ডিজিটাল জুম), অটো ফ্লাশ এবং OIS, ফ্লাশ ছাড়াও ইত্যাদি কাজ করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 20 MP ফটোশুট ও 30 fps (1920×1080), (1280×720) ভিডিও রেকর্ড করা যায়।

বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি Xiaomi Redmi Note 14 স্মার্টফোন পাঁচটি কালারের রয়েছে। যেমন:

  1. Midnight Black
  2. Lime Green
  3. Mist Purple
  4. Sand Gold এবং
  5. Ocean Blue

ফোনটির ওয়েট মাত্র (Weight) ১৯৬.৫ গ্রাম, (Height) উচ্চতা ১৬৩.৩ মিলিমিটার, (Width) প্রস্থ ৭৬.৬ মিলিমিটার ও (Thickness) বেধ ৮.২ মিলিমিটার। এই স্মার্টফোনটিতে জল প্রতিরোধের ক্ষমতা রয়েছে এবং ফোনটির আইপি রেটিং IP Rating IP54। এই স্মার্টফোনটিতে 2G, 3G, 4G পর্যন্ত নেটওয়ার্কের সিম ব্যবহার করতে পারবেন।

ফোনটির সিম সাইজ SIM1: Nano, SIM2: Nano, 128 GB Internal Storage এবং 6 GB RAM রয়েছে। এছাড়াও ফোনটিতে আরোও কিছু নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। যেমন: Wi-fi Hotspot, Audio Jack, GPRS, VoLTE, EDGE, NFC, HSPA, LTE, Speed, Loudspeaker এবং USB OTG ইত্যাদি।

এছাড়াও ফোনটির প্রটেকশন হিসেবে Fingerprint, Face Unlock এবং On-screen Finger Sensor Position রয়েছে। ফোনটির লাইট সেন্সর হিসেবে Light sensor (আলো সেন্সর), Accelerometer (অ্যাক্সিলোমিটার), Gyroscope Proximity sensor জাইরোস্কোপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে Xiaomi Redmi Note 14 প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

‎Source of info: স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading