Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করুন ঘরে বসে খুব সহজে। অনলাইন থেকে ইনকাম এর জনপ্রিয় ও বিশ্বস্ত একটি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন হলো Freecash। এখন থেকে আপনি চাইলে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করবেন। কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ইনকাম করা অর্থ উত্তোলন করবেন এসব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের পোস্টে। তাই সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল।
Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করুন
Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। আজকের পোস্টে আপনাদের সাথে এমন একটি মাইক্রো জব সাইট নিয়ে আলোচনা করব। যে সাইটে অ্যাপস ইনস্টল, গেমস খেলা এবং টাক্স কমপ্লিট করে Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক মাধ্যম থাকলেও সঠিক মাধ্যম কম রয়েছে। যেখানে আপনার সাথে রিয়েল সাইট সম্পর্কে শেয়ার করা হবে। তাই অনলাইন থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে একটি রিয়েল জব সাইট খুঁজে বের করতে হবে।
বর্তমান সময়ে অনলাইনে অনেক ভুয়া এবং স্পাম সাইট ও অ্যাপস রয়েছে। যেখানে কাজ করলেও আপনি পেমেন্ট পাবেন না। এজন্য অনলাইন থেকে সত্যিকার অর্থে উপার্জন করতে চাইলে কাজ করার আগে সেই অ্যাপস অথবা ওয়েবসাইট সম্পর্কে ভালো জানতে হবে।
তাহলে সেখান থেকে কাজ করে ফ্রি টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। বর্তমান সময়ে বড় থেকে শুরু করে সকলেই অনলাইন থেকে কিছু টাকা হলেও প্রতিমাসে ইনকাম করতে চাই। কিন্তু সঠিক প্ল্যাটফর্ম সম্পর্কে না জানা কারণে অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ হন।
তাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ রিয়েল একটি সাইট নিয়ে আলোচনা করবো। যে সাইটে ছোট ছোট কাজ করে রিয়েল মানি উপার্জন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। কিভাবে Freecash সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং সঠিক নিয়মে কাজ করতে হয়।
Freecash সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করুন
Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য স্মার্টফোন অথবা কম্পিউটারের ডাটা সংযোগ সক্রিয় করুন। এরপর মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বক্সে Freecash.com লিখে সার্চ করুন। তাহলে সরাসরি ফ্রি ক্যাশ ওয়েবসাইটের হোমপেজে নিয়ে আসবে।

Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করার জন্য এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য “Sign up” লেখাটিতে ক্লিক করুন। এখানে ফেসবুক অথবা google ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
তাহলে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন সিলেক্ট করে একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এখন একাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অবসরে নিয়ে যাবে এবং সেখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমেইল এড্রেস এবং facebook একাউন্ট চলে আসবে।
এখন কোনটি ব্যবহার করে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই অপশনটি সিলেক্ট করুন। তাহলে কয়েক সেকেন্ড লোড নেবে এবং একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে অটোমেটিক আপনাকে একাউন্টের হোমপেজে নিয়ে আসবে।

এখন একাউন্টের হোম পেজে প্রবেশ করলে সেখানে অনেকগুলো অ্যাপস ইনস্টল করার কাজ পেয়ে যাবেন। এছাড়াও নিচে লক্ষ্য করলে সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Earn
- My Offer’s
- Cashout এবং
- Reward’s
আপনি যদি Freecash ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার বিনিময়ে 1/2 অথবা 50 সেন্ড সম্পূর্ণ ফ্রিতে বোনাস পাবেন। এখানে প্রত্যেকটি গেমস খেলার বিনিময়ে আপনি কত ডলার পর্যন্ত আয় করতে পারবেন। সেটি সেই গেমসের পাশে দেখতে পাবেন।
এখানে প্রত্যেকটি গেমস কমপ্লিট করার বিনিময়ে 0.50 থেকে শুরু করে সর্বোচ্চ $120 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এছাড়াও অফার কমপ্লিট করে $1.00 থেকে $75 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এরপর Join Surveys করে $1.00 পর্যন্ত ইনকাম করতে পারবেন।

এখন স্কোল করে নিচে নামলে সেখানে বিভিন্ন ধরনের কাজের নমুনা দেখতে পাবেন। এখানে যখন আপনার একাউন্টে সর্বনিম্ন 0.50 সেন্ট হবে। তখন খুব সহজেই ফ্রি থেকে উইথড্র করতে পারবেন। এছাড়াও এখান থেকে প্রতিদিন ডেইলি বোনাস নিতে পারবেন।
এছাড়াও একাউন্টের ড্যাশবোর্ড থেকে “Leaderboard” অপশনে ক্লিক করে ইউজারদের তালিকা দেখতে পাবেন। এখান থেকে কোন ইউজার কত ডলার ইনকাম করছে সেই সমস্ত সকল তথ্য পেয়ে যাবেন।
এখানে আপনি যদি রেফার করে কোন ইউজার নিয়ে আসতে পারেন। তাহলে সেখান থেকে প্রত্যেকটি ইউজারের বিনিময়ে 30% করে রেফারেল বোনাস ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। কিভাবে Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করতে হয়।
Freecash সাইটে টাস্ক কমপ্লিট করার নিয়ম
Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। এখন Freecash থেকে টাস্ক কমপ্লিট করে ইনকাম করার জন্য একাউন্টের হোমপেজ থেকে “Offer’s” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে অসংখ্য কাজ দেখতে পাবেন।

এখন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী গেমস খেলে টাকা উপার্জন করতে পারবেন। এখানে প্রত্যেকটি গেমসের পাশে সেই গেমসটি খেললে কত ডলার পাবেন। সেটি দেখতে পাবেন। এখন আপনি যে গেমসটি খেলে অর্থ উপার্জন করতে চাচ্ছেন। সেই গেমটির উপর ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সেই গেমসটি সম্পর্কে ডেসক্রিপশন দেখতে পাবেন। এখন সেই ডিসক্রিপশন অনুযায়ী আপনাকে গেমসটি ইন্সটল করতে হবে এবং ব্যবহার করতে হবে। এখানে আপনি যত বেশি ধাপ অতিক্রম করবেন। তত বেশি রিওয়ার্ড উপার্জন করতে পারবেন।
এখানে গেমসটি খেলে কত লেভেল অতিক্রম করলে কত ডলার পাবেন। সেই সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। তাহলে আপনার পছন্দ অনুযায়ী সেখান থেকে গেমস ইন্সটল করুন এবং ডেসক্রিপশন অনুযায়ী গেমসটি ব্যবহার করুন। যখনি আপনি সঠিক নিয়মে গেমসটি ইন্সটল করে ব্যবহার করবেন এবং ধাপ অতিক্রম করবেন। তখন আপনার একাউন্টে অটোমেটিক ডলার এড হয়ে যাবে।
আরোও পড়ুন: আজকের আবহাওয়া দেখুন।
এভাবে করে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো গেমস খেলে রিওয়ার্ড উপার্জন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে তাদের ডিসক্রিপশন অনুযায়ী গেমসটি ইন্সটল করে ব্যবহার করতে হবে। তাহলে আপনি কেবলমাত্র সেখান থেকে উপার্জন করতে পারবেন। আর আপনি যদি তাদের ডিসক্রিপশন না মেনে গেমসটি খেলেন। তাহলে সেখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না।
এখানে প্রত্যেকটি গেমসের হোম পেইজে প্রবেশ করলে সেখানে সেই গেমসটি সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। অর্থাৎ, কিভাবে গেমসটি ইন্সটল করবেন, কিভাবে গেমসটি খেলবেন এবং কত ধাপ অতিক্রম করলে কত রেওয়াট পাবেন ইত্যাদি সম্পর্কে ডিসক্রিপশন আকারে লেখা দেখতে পাবেন।
এখন সেই ডিসক্রিপশন অনুযায়ী গেমসটি খেলে উপার্জন করতে পারবেন। এছাড়াও Freecash থেকে সার্ভে কমপ্লিট করে উপার্জন করতে পারবেন। এখন সার্ভে কমপ্লিট করে ইনকাম করার জন্য “Survey” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে বিভিন্ন সার্ভে দেখতে পাবেন।

এখান থেকে পছন্দ অনুযায়ী সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। এখন আপনি যে সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে চাচ্ছেন। সেই সার্ভের উপর ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সেই সার্ভে সম্পর্কে বিস্তারিত লেখা দেখতে পাবেন।
এখন সেই অনুযায়ী সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার যদি একটি ভালো আইপি থাকে। তাহলে ফ্রিক্যাশ থেকে প্রতিদিন $4/5 পর্যন্ত ইনকাম করতে পারবেন।
কিভাবে Freecash থেকে উইথড্র করবেন?
Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন এবং ইনকাম করা অর্থটি উত্তোলন করার জন্য একাউন্টের হোম পেজ থেকে Cashout অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
এখন সেখানে 0.50 সেন্ট হলেই উত্তোলন করতে পারবেন এবং উত্তোলন করার অপশনগুলো দেখতে পাবেন। যেমন:
- পেপাল
- বিট কয়েন
- স্টেক
- লাইটকয়েন এবং
- ইথারিয়াম ইত্যাদি
এখানে আপনি অসংখ্য উইথড্র দেওয়ার অপশন দেখতে পাবেন। এখন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে উইথড্র দিতে পারবেন। উদাহরণস্বরূপ, লাইট কয়েন ব্যবহার করে ডলার উইথড্র দেওয়ার জন্য “লাইট কয়েন” গেটওয়ে সিলেক্ট করুন।
এখানে লাইট কয়েন ব্যবহার করে মাত্র 0.50 সেন্ট হলেই উত্তোলন করতে পারবেন। তাহলে বাকী প্রসেস অতিক্রম করে উইথড্র করুন। এভাবে করে আপনিও Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করে সরাসরি লাইট কয়েনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে Freecash থেকে ফ্রি টাকা ইনকাম করতে হয় এবং লাইট কয়েন ব্যবহার করে উইথড্র করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

