ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম ২০২৫

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আপনাদের সাথে 99 Designs সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সেখানে আপনি ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে 99 Designs একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করতে হয় এবং কিভাবে ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে হয় ইত্যাদি সম্পর্কে। তাই ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করুন

বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি 99 Designs সাইট থেকে ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে চান। তাহলে সবপ্রথম আপনাকে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর সেখান থেকে ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে 99 Designs সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে হয়।

99 Design সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। এরপর আপনার কম্পিউটার কিংবা মোবাইলে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ অপশনে 99Designs.com লিখে সার্চ করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন

তাহলে আপনাকে সরাসরি 99 Designs সাইটের হোম পেজ নিয়ে আসবে। সেখান সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচে থেকে “Login” লেখাটিতে ক্লিক করুন।

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একাউন্ট তৈরি করার অপশন চলে আসবে। এখানে আপনি ফেসবুক অথবা গুগল ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। অথবা নতুন একাউন্ট তৈরি করতে পারবেন। এখন আপনি নতুন একাউন্ট তৈরি করার জন্য নিচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Sign in এবং
  2. Create an account

এখন নতুন একাউন্ট তৈরি করার জন্য “Create an account” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটি অপশন চলে আসবে। যেমন:

  • Fast Name
  • Last Name
  • Email Address এবং
  • Password

তাহলে প্রথমেই আপনার একাউন্টের Fast Name ও Last Name লিখুন। এরপর আপনার পছন্দ অনুযায়ী একটি ইমেইল এড্রেস লিখুন এবং পাসওয়ার্ড লিখুন।এখন সকল অপশন সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে “signin up” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম

এখন আপনি যদি একজন বায়ার হয়ে থাকেন। তাহলে “I need something designed” অপশনে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন। আর আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন। তাহলে “I’m a Designer” অপশনে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন।

এরপর পরবর্তী অপশন থেকে Continue অপশনে ক্লিক করে “Let’s go” অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে ৪টি অপশন চলে আসবে। সেই অপশনগুলো পূরণ করতে হবে। এখন আপনি Continue অপশনে ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে আপনার একাউন্টের Display Name লিখতে হবে। তাহলে আপনার পছন্দ অনুযায়ী একাউন্টের Display Name লিখুন এবং Next অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার একাউন্টের প্রোফাইল পিকচার সেট করতে হবে। তাহলে একাউন্টের প্রোফাইল পিকচার সেট করে Next অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে 3 Step নিয়ে আসবে। এরপর আপনার লোকেশন সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন। তারপর অপশনে আপনার পছন্দ অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে Next লেখাটিতে ক্লিক করে “Complete section” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারনেট ওপেন হবে।

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম

এখন আপনাকে 10 মিনিটের মধ্যে “Creative Journey” কম্পলিট করতে হবে। তাহলে নিচে থেকে Start Section অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে একটি “বায়ো গ্ৰাফি”লিখতে হবে। তাহলে আপনার পছন্দ অনুযায়ী একটি “বায়ো গ্ৰাফি” লিখুন এবং Next অপশনে ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে আপনাকে একটি Social link’s বসাতে হবে। তাহলে Social link’s বসিয়ে Next লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার এড্রেস বসাতে হবে। তাহলে আপনার এড্রেস বসিয়ে দিন ও Next অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে 3 step নিয়ে আসবে। এখন আপনাকে 6মিনিটের মধ্যে “Code of Conduct”অপশন কম্পলিট করতে হবে। এখন পরবর্তী Start Section অপশনে ক্লিক করে বাকি অপশনগুলো পূরণ করুন। এখন আপনাকে 4step পূরণ করতে হবে। তাহলে Start Section লেখাটিতে ক্লিক করুন।

এখন পরবর্তী অপশন থেকে Add sample অপশনে ক্লিক করে sample গুলো আপলোড করুন। এখানে অবশ্যই sample গুলো আপলোড করার সময় টাইটেল এবং ডিসক্রিপশন লিখে Add design অপশনে ক্লিক করুন। এভাবে করে সেখান থাকা প্রত্যেকটি অপশন পূরণ করুন।

এখানে আপনাকে 6টি sample দিতে হবে। তাহলে একে একে 6টি sample কম্পলিট করুন। এরপর নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারনেট ওপেন হবে।

ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম

এখন Portfolio অপশনে ক্লিক করে লিংক এড করে Next অপশনে ক্লিক করে “Complete Section” অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে “Let’s go” অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে সকল অপশন চেক করে “Submit Now” অপশনে ক্লিক করুন।

আরোও পড়ুন: অনলাইন থেকে ইনকামের ৫টি রিয়েল Apps | Taka income app

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি নোটিশ দেখতে পাবেন। এখন আপনি যে 99designs একাউন্ট তৈরি করার জন্য Apply করেছেন। সেটি পেন্টিংয়ে চলে যাবে এবং 7 দিনের মধ্যে তারা আপনার একাউন্টটি চেক করে এপ্রুভ করে দিবে। তখন আপনি 99 ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে 99 Designs সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে ডিজাইন বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading