ক্লিক করে ইনকাম করার উপায় ২০২৫ | Earn by click

ক্লিক করে ইনকাম করার উপায়, কিভাবে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা আয় করবেন এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

ক্লিক করে ইনকাম করার উপায়

অনলাইন ইনকামের সবচেয়ে সহজ উপায় গুলোর একটি ক্লিক করে ইনকাম। হাতে থাকা যেকোনো একটি কম দামী মোবাইল দিয়ে খুব সহজে ক্লিক করে ইনকাম করতে পারবেন। আপনি যদি অনলাইনে থেকে সত্যিকারে আয় করতে চান। তাহলে ক্লিক করে ইনকাম আজকের পোস্টটি আপনার জন্য।

ক্লিক করে ইনকাম হলো। যেকোনো লিংক, এডস বা ওয়েবসাইটে ক্লিক করে ইনকামের সহজ পদ্ধতি।‌ যেটি PTC টাস্ক নামেও পরিচিত। কাজটি করার জন্য তেমন কোন এমবির প্রয়োজন হয় না। তাই যারা ফোনের ডাটা ব্যবহার করে কাজ করতে চান তারাও এই কাজটি করে ইনকাম করতে পারবেন।

তবে বলে রাখা ভালো। এ ধরনের কাজ সহজ হলেও এখানে ইনকাম কিন্তু খুবই কম। সাধারণত, PTC সাইট গুলোর সম্ভাব্য ইনকাম মাসিক ৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বন্ধুদের রেফার ও মাল্টিপল ডিভাইস নিয়ে কাজ করলে আপনি সম্ভাব্য মাসিক ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

ক্লিক ওয়ার্ক কাজ কেমন

ক্লিক ওয়ার্ক কাজ বা PTC কাজ হলো যেখানে কতগুলো লিংক থাকবে। আপনাকে শুধুমাত্র সেসব লিংকে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আপনার অপেক্ষমাণ সময় উপরে নির্ভর করে আপনাকে পেমেন্ট করা হবে। যেমন আপনি যদি ১০ সেকেন্ডের একটি কাজ করেন তাহলে আপনি ৫ পয়েন্ট বা 0.002$ ইনকাম করতে পারবেন।

একভাবে আপনি যদি ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের কাজ গুলো করেন। তাহলে প্রতিটি কাজের বিনিময় ৩০ পয়েন্ট থেকে ৪০ পয়েন্ট অর্থাৎ 0.005$ থেকে 0.009$ পর্যন্ত আয় করতে পারবেন।

ক্লিক করে ইনকাম করার জনপ্রিয় সাইট Coinpayu 

Click করে ইনকাম করার জনপ্রিয় ও ট্রাসটেড একটি আন্তর্জাতিক ওয়েবসাইট Coinpayu। এটি বিগত কয়েক বছর ধরে একাধারে পেমেন্ট করায় মার্কেটে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করেছে।

আপনি চাইলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা পৃথিবীর যেকোন দেশ থেকে খুব সহজে এখানে একটি ফ্রি একাউন্ট রেজিস্ট্রেশন করে ক্লিক করে ইনকাম করতে পারবেন। এ সাইটে সাধারণ PTC Ads, Surf Ads, Video Ads, Offerwalls, Shortlinks, Affiliate Program সহ বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়।

আরোও পড়ুন: ১০টি বিশ্বস্ত ফ্রি টাকা ইনকাম apps ২০২৫ | বিকাশ/নগদ পেমেন্ট

এটি একটি আন্তর্জাতিক ওয়েবসাইট হওয়ায় এখান থেকে টাকা উত্তোলনের জন্য আপনি সরাসরি কোনো বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে পাবেন না। তবে ক্রিপ্টোওয়ালেট যেমন: BTC, Litecoin, USDT, ETH ইত্যাদি ব্যবহার করে আপনার ইনকাম কৃত অর্থ খুব সহজে উত্তোলন করতে পারবেন।

তারপর কারেন্সি এক্সচেঞ্জ করে সেই অর্থ বিকাশ, রকেট, নগদ বা উপায় মোবাইল ব্যাংকিং এ নিতে পারবেন। এছাড়াও আপনার পয়েন্ট বা ক্রিপ্টোকারেন্সি দিয়ে অন্যদের হয়ে জব পোস্ট করে বিকাশ, রকেট, নগদ বা উপায় এ সরাসরি টাকা নিতে পারবেন।

Aviso থেকে ক্লিক করে ইনকাম করার উপায়

Aviso একটি জনপ্রিয় মাইক্রো জব ওয়েবসাইট সেখানে বিভিন্ন ধরনের কাজ করার পাশাপাশি Click করে ইনকাম করার একটি উপায় রয়েছে। aviso যে আপনি সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর সেখানে ক্লিক করে ইনকাম করার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারবেন।

Aviso একটি রাশিয়ান ওয়েবসাইট। এখানে আপনি কাজ করে রাশিয়ান রুবল (Ruble) ইনকাম করতে পারবেন। এবং আপনার ইনকাম করা অর্থ Payeer, WebMoney, Qiwi, এবং Advcash ব্যবহার করে উত্তোলন করতে পারবেন।

Microworkers সাইটে ক্লিক করে ইনকাম

এটিও একটি জনপ্রিয় মাইক্রো ট্রাক্স ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করার সুবিধা পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করে ইনকাম করার ও সুবিধা পাবেন। তারপর আপনার ইনকাম করা অর্থ Payeer, Skrill, Dwolla, Local Bank ইত্যাদি পেমেন্ট মেথড ব্যবহার করে উত্তোলন করতে পারবেন।

Workupjob সাইটে ক্লিক করে ইনকাম

আপনি যদি বাংলাদেশী ওয়েবসাইট খুঁজে থাকেন যেখানে আপনি ক্লিক করে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে Workupjob। এখানে আপনি বিভিন্ন ধরনের মাইক্রোটাক্স করার পাশাপাশি ক্লিক করে ইনকামের সুযোগ পাবেন। যদিও এখানে ক্লিক করে ইনকামের সুবিধা কম রয়েছে।

কিন্তু এখানে আপনি মাইক্রোটাক্স করে প্রতিমাসে ২ থেকে ৫ হাজার টাকার বেশি আয় করতে পারবেন। এবং আপনার ইনকাম করা অর্থ সরাসরি বিকাশ বা নগদে উত্তোলন করতে পারবেন।

ব্যক্তিগতভাবে আমি এই সাইটে কাজ করে এ পর্যন্ত ২০ হাজার টাকার বেশি আয় করেছি। তাই আপনি চাইলে এই সাইটে কাজ করে আয় করতে পারেন। এই সাইটে আয় করার উপায় ও বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে টাকা ইনকাম করবেন। এরকম আরোও ইনকাম রিলেটেড গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading