Bitget Account sign up করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বাইনান্সের অল্টারনেটিভ এপ্লিকেশনের নাম হলো: Bitget। বাইনান্সের মাধ্যমে যা কিছু করতে পারবেন। সকল কিছু Bitget Account মাধ্যমেও করতে পারবেন।
বরং বাইনান্স থেকে বেশি সুবিধা দিয়ে থাকে বিটগেট। এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন। যাদের বিটগেট সম্পর্কে ভালো ধারণা নেই। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে Bitget Account তৈরি করতে হয়।
কিভাবে Bitget Account ভেরিফিকেশন করতে হয় ইত্যাদি সম্পর্কে। এছাড়াও আপনি যদি আমাদের দেওয়া লিংকে ক্লিক করে একাউন্ট রেজিস্ট্রেশন করেন। তাহলে 10 ডলার থেকে 200 ডলার পর্যন্ত রিবেট ভাউচার সম্পূর্ণ ফ্রিতে পাবেন।
Bitget Account sign up ও ভেরিফিকেশন করুন
Bitget Account sign up করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Bitget লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
Bitget Account sign up করার জন্য প্রথমে “Referral code” কোডটি চেক করুন। এখন রেফারেল কোডটি ঠিক থাকলে রেজিস্ট্রেশন প্রসেস শুরু করতে পারবেন। এখানে আপনি দুটি পদ্ধতিতে একাউন্ট তৈরি করতে পারবেন। যেমন:
- মোবাইল নাম্বার এবং
- ইমেইল ঠিকানা
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশনটি সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, Email Address মাধ্যমে একাউন্ট তৈরি করার জন্য ইমেইল অপশনে একটি সচল ইমেইল এড্রেস বসিয়ে দিন। তারপর নিচে আপনার পছন্দ অনুযায়ী “Password” লিখুন।
আরোও পড়ুন: বাইনান্স থেকে বিকাশে টাকা উত্তোলন করার নিয়ম ২০২৫
যাতে করে পরবর্তীতে একাউন্টে লগইন করতে পারেন। এখন পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচে থেকে I Have Read and…. বক্সেটিতে চিহ্ন দিয়ে Create Account অপশনে ক্লিক করুন। তাহলে রোবট ভেরিফিকেশন ক্যাপচা চলে আসবে। এখন ক্যাপচাটি পূরণ করে Ok অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার ক্যাপচা ভেরিফিকেশন সম্পন্ন হবে এবং ইমেইলে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে। সেটি বসিয়ে “Sign in” অপশনে ক্লিক করুন। তাহলে Bitget Account sign up হয়ে যাবে এবং এমন একটি পেইজ ওপেন হবে।
এখন উপরে লক্ষ্য করলে Bitget App নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Bitget App অপশনের পাশে থেকে Open অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Android এবং
- iOS
এখন আপনার পছন্দ অনুযায়ী ভার্সন সিলেক্ট করে অ্যাপসটি ইন্সটল করুন। উদাহরণ স্বরূপ, Android ভার্সনের মাধ্যমে অ্যাপসটি ইন্সটল করার জন্য Android অপশনের নিচে Google Play অপশনটিতে করুন। তাহলে আপনাকে সরাসরি Google Play store নিয়ে যাবে। এখন সেখান থেকে “Bitget” অ্যাপসটি ইন্সটল করুন।
এখন অ্যাপসটি সম্পূর্ণ ইন্সটল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং সেখান থেকে Continue বাটনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে Get Started অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবতী ধাপে নিয়ে যাবে এবং সেখানে রেজিস্ট্রেশনে ফরম ওপেন হবে।
Bitget Account sign up করার জন্য ডান পাশে থেকে “Log in” অপশনে ক্লিক করুন। এখন আপনি যে মোবাইল নাম্বার/ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট তৈরি করেছেন। সেই জিমেইল অথবা মোবাইল নাম্বারটি বসিয়ে দেন। তারপর নিচে থেকে নেক্সট লেখাটিতে ক্লিক করুন।
এখন আপনার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Log in অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি লগইন হয়ে যাবে এবং তাহলে Bitget Account মেইন পেজে নিয়ে আসবে। এখন আপনার একাউন্টটি ভেরিফাইড করতে হবে। যেমন: জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন।
Bitget Account ভেরিফাইড করার নিয়ম
Bitget Account ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আপনার একাউন্টের লগইন করুন। তারপর একাউন্টের হোম পেজ থেকে Verify অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশন থেকে “Unverified” অপশনে ক্লিক করুন। তাহলে অনেক গুলো অপশন চলে আসবে। যেমন:
- UID
- Display Name
- Username
- Identity Verification
- Shipping Address
- Community
- Telegram Assistant এবং
- Close Account
এখন Identity Verification অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে কি কি ভেরিফিকেশন করতে পারবেন এবং কি কি করতে ভেরিফিকেশন করতে পারবেন না। সেটি দেখতে পারবেন। এখন অপশন গুলো ভালোভাবে পড়ে নিচে verify অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে Camera Permanent অপশনে ক্লিক করে Allow বাটনে ক্লিক করুন।এখন পরবর্তী Country সিলেক্ট থাকবে। এখন নিচে Issuing Country ও Id Type অপশন দেখতে পাবেন। এখন যে ডকুমেন্ট সাবমিট করবেন। তার Issuing Countryটি সিলেক্ট করুন।
এখন Id Type অপশনে ক্লিক করে ID card, Passport/ Driving Licence সিলেক্ট করুন এবং Continue অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে দুটি অপশন পাবেন। যেমন:
- Non-Us Resident এবং
- US Resident
এখন আপনি যদি US থাকেন। তাহলে US Resident অপশন সিলেক্ট করুন। অন্যথায়, Non-Us Resident অপশনে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে দুটি অপশন পাবেন। যেমন: Identity Document এবং Selfie। এখন আপনি সেখান থেকে Identity Document অপশনে ক্লিক করুন। তাহলে অটোমেটিক ফোন ক্যামেরা ওপেন হবে।
এখন আপনি যে ডকুমেন্ট ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন। সেই ডকুমেন্টের ছবি আপলোড করুন। উদাহরণ স্বরূপ’ জাতীয় পরিচয় পত্র দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করার জন্য জাতীয় পরিচয় পত্রের সুন্দর ছবি তুলে “Document Is Readable” অপশন ক্লিক করুন।
তারপর সেম ভাবে জাতীয় পরিচয় পত্রের ব্যাক সাইডের ছবি তুলে Document Is Readable অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং মোবাইল ক্যামেরাটি আবারোও ওপেন হয়ে যাবে। এখন আপনাকে স্পষ্ট ভাবে সেলফি তুলতে হবে। তাহলে আপনি সঠিক নিয়মে সেলফি তুলুন।
আরোও পড়ুন: ফরম নম্বর দিয়ে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড 2025
এখন অটোমেটিক এপ্লিকেশনটি আপনার ছবি তুলে নিবে এবং “identity Verification Under Review” লেখাটি চলে আসবে। এখন নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি ভেরিফিকেশন জন্য পেন্ডিংয়ে চলে যাবে।
এখন আপনাকে এক ঘন্টা থেকে সর্বোচ্চ ৪৮ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভিতরে আপনার ইমেইল অথবা মোবাইল নাম্বারে SMS চলে আসবে এবং একাউন্ট ভেরিফাইড সম্পূর্ণ হয়েছে। লেখা দেখতে পাবেন। এখন একাউন্ট ভেরিফিকেশন হওয়ার পরে একাউন্টের মাধ্যমে Bitget Account দিয়ে যেকোনো কাজ পারবেন।
bitget app ইন্সটল ও সাইন আপ করুন
Bitget অ্যাপটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google play store ওপেন করুন এবং সার্চ অপশনে bitget লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা bitget অ্যাপসটি ইন্সটল করুন।
এখন Bitget Account অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটি ওপেন করুন। এখন আপনি Continue অপশনে ক্লিক করে Get Started অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে একাউন্ট সাইন আপ করার অপশনে নিয়ে আসবে। এখানে আপনি জিমেইল ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।
এখন জিমেইল দিয়ে একাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে “জিমেইল আইকন” ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল থাকা সকল জিমেইল চলে আসবে। এখন আপনি যে জিমেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করবেন। সেই জিমেইলটি সিলেক্ট করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
অথবা মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন Mobile Number দিয়ে একাউন্ট তৈরি করার জন্য Login অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে লগইন করার অপশনে নিয়ে আসবে।
এখন আপনি Bitget Account যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই মোবাইল নাম্বারটি বসিয়ে Next অপশনে ক্লিক করুন। তারপর পরবতী অপশন থেকে আপনার একাউন্টের পাসওয়ার্ড বসিয়ে Login অপশনে ক্লিক করুন। তাহলে Bitget Account Sign Up হয়ে যাবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। Bitget Account সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!