মাত্র ১০ হাজার টাকায় শীঘ্রই আসছে 5000mAh বিশাল বড় ব্যাটারি নিয়ে ZTE Blade A35e

বাংলাদেশের বাজারে আরোও নতুন একটি স্মার্টফোন আসতে চলেছে। সেই ফোনটির নাম হচ্ছে: ZTE Blade A35e স্মার্টফোন। আজকের বাজারে আপনি যদি কম বাজেটের ভালো স্মার্টফোন নিতে চান। তাহলে আপনি ZTE Blade A35e স্মার্টফোনটি নিতে পারেন।

বর্তমান সময়ে বাজেট অনুযায়ী এই ফোনটিতে রয়েছে বিশাল শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জার এবং উন্নত মানের ফিচারস সমূহ। এখন আপনার বাজেট যদি সর্বনিম্ন দশ হাজার টাকা হয়। তাহলে আপনি ZTE Blade A35e স্মার্টফোনটি নিতে পারেন। নিচে স্মার্টফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন আলোচনা করা হলো।

👉ZTE Blade A35e প্রাইস এবং স্পেসিফিকেশন:  ZTE Blade A35e স্মার্টফোনটি ২০২৫ সালের জুলাই মাসে আসতে চলেছে। এই ফোনটিতে থাকছে উন্নত মানের ফিচারস সমূহ। ফোনটির Official price: 6,999 টাকা (2GB+64GB)। এছাড়াও ফোনটির নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 4G bands পর্যন্ত নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা।

ZTE Blade A35e ফোনটির ওয়েট মাত্র 181 গ্রাম থাকায় ফোনটি যথেষ্ট স্লিম এবং প্রিমিয়াম লুক দেখায়। এছাড়াও ফোনটির ডিমেনশন্স ৭৫.৭x১৬৪.০ x৮.৫ মিলিমিটার। ফোনটিতে আপনি দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে ৬.৬২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে।

ফোনটির রিফ্রেশ রেট ৯০Hz ও ৫৭৬x১২৮০ পিক্সেলের ফটোশুট করা সম্ভব। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15, IMG8322 জিপিইউ ও Unisoc SC9863A চিপসেট। ZTE Blade A35e ফোনটির দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। যেমন:

  1. ZTE Blade A35e (2জিবি+32জিবি) এবং
  2. ZTE Blade A35e (2জিবি+64জিবি)

ZTE Blade A35e ফোনটির ফ্রন্ট ক্যামেরা ৮MP এবং Selfie camera ৫MP। ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে ১০৮০p@৩০fps ভিডিও রেকর্ড এবং LED flash ফিচারস রয়েছে।

এছাড়াও এই স্মার্টফোনটিতে আরোও থাকছে উন্নত মানের ফিচারস সমূহ। যেমন: 3.5mm jack, লাউড স্পিকার, Wi-Fi 802, USB Type-C 2.0, ব্লুটুথ এবং জিপিএস। ফোনটির সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকার কারণে ফোনটি যথেষ্ট নিরাপত্তা দেয়। ‌

এই স্মার্টফোনটি মার্কেটে তিনটি কালারের লঞ্চ হতে চলেছে। যেমন: Ice Green (বরফ সবুজ), Rose Pink (গোলাপী গোলাপী) এবং Silver Gray (রূপালী ধূসর)। ফোনটি চাইনা থেকে ইনপুট (Input) করা হয়েছে।

এই ফোনটিতে আপনি ৫,০০০ mAh শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। এখন আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো মানের একটি ফোন নিতে চান। তাহলে ZTE Blade A35e ফোনটি নিতে পারেন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হয়েছে। এরকম আরোও Mobile Reviews কনন্টেন পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

লেখক,

সুমাইয়া খাতুন সাথী (রিসার্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ডিপার্টমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়) ঢাকা, গাজীপুর, বাংলাদেশ।

Source of info: স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন:

ZTE Blade A35e

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading