জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন কারা পাবেন, আবেদন প্রক্রিয়া ও লোন যোগ্যতা

জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন আবেদন করার নিয়ম, জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের সুবিধা ও অসুবিধা, জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের সুদের হার এবং জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের ফরম ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন আবেদন করার নিয়ম:

জনতা ব্যাংক থেকে নারী উদ্যোক্তা লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে নিকটস্থ শাখায় যান। তারপর সেখান থেকে আবেদন ফরমটি সংগ্রহ করুন।

এখন আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং ফ্রমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এটাস্ট করে জমা করুন। এখন ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই করে দেখবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত জানাবেন।

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট:

আপনি যদি জনতা ব্যাংক থেকে নারী উদ্যোক্তা লোন নিতে চান। তাহলে আপনার নিম্নের ডকুমেন্ট গুলো অবশ্যই প্রয়োজন হবে। যেমন:

  • নারী উদ্যোক্তা লোন আবেদনের ফরম
  • ট্রেড লাইসেন্স ও টিআইএন নাম্বার
  • সম্পত্তির মালিকানার সনদ অথবা লিমিটেড কোম্পানি ক্ষেত্রে যন্ত্রপাতি সহ অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হবে এবং
  • দুইজন নমিনির ডকুমেন্ট প্রয়োজন হবে

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন পাওয়ার যোগ্যতা:

জনতা ব্যাংক নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে আলাদা প্রাধান্য দিয়ে থাকে। বর্তমান সময়ে নারীরা খুব সহজেই জনতা ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন নিয়ে স্বাবলম্বী হতে পারবে। এই সুযোগ দিচ্ছে জনতা ব্যাংক।

জনতা ব্যাংকের নারী উদ্যোক্তা লোন পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। সেটি নিচে আলোচনা করা হলো:

  • আবেদনকারী অর্থাৎ, নারী উদ্যোক্তা নিজস্ব উদ্যোগে পণ্য উৎপাদন অথবা ব্যবসার জন্য এই লোনটি গ্রহণ করতে পারবে এবং
  • আবেদনকারীর ট্রেড লাইসেন্স ও সংশ্লিষ্ট সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের সুবিধা:

  • কম সুদের হার: ব্যাংকের বেস রেটের উপর মাত্র +৪% সুদ ধার্য হয়, যা আনুমানিক ৮‑১২% বা কম হতে পারে
  • ছোট ঋণ প্রদান: সর্বনিম্ন ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার সুবিধা
  • জামানতবিহীন ঋণ সুবিধা: নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন লোন ব্যবস্থা
  • বিশেষ ডেস্ক ও সহায়তা ইউনিট: ব্যাংকের প্রতিটি শাখায় নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেস্ক ও সহায়তা ইউনিট রয়েছে
  • দ্রুত ঋণ কার্যকর: আবেদনপত্র ও যাচাই প্রক্রিয়া সহজ এবং দ্রুত কার্যকর হয় এবং
  • নারী উদ্যোক্তাদের কর ছাড় ও অন্যান্য সুবিধা

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের অসুবিধা:

  • জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোন নিতে নমিনি প্রয়োজন হয়
  • এই লোনটি আবেদন করতে অনেক গুলো ডকুমেন্ট প্রয়োজন হয়। যেটি আবেদনকারীর পক্ষে অসুবিধার কারন হতে পারে এবং
  • অনেক ক্ষেত্রে বাস্তব উদ্যোক্তা না হয়ে পুরুষ ব্যক্তির নামে ঋণ নেওয়া হয়। যার ফলে প্রকৃত নারী উদ্যোক্তারা সুবিধা পাচ্ছেন না ইত্যাদি

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের সুদের হার:

জনতা ব্যাংকে নারী উদ্যোক্তাদের সহজ কিস্তিতে এবং সীমিত সুদের হারে লোন দিয়ে থাকে। জনতা ব্যাংক থেকে কোন প্রকার জামানাতে বিহীন সর্বনিম্ন ৫০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। প্রধান সরকারি সার্কুলার অনুযায়ী এই লোনের সুদের হার ৯%থেকে 12% পর্যন্ত হতে পারে।

তবে ব্যাংকের নীতিমালা এবং পরিস্থিতির আলোকে লোনের হার কম বেশি হতে পারে। তাছাড়াও আপনি দীর্ঘ মেয়াদী অর্থাৎ, দুই থেকে পাঁচ বছর মেয়াদী কিস্তিতে লোনটি পরিশোধ করতে পারবেন।

👉জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের ফরম ডাউনলোড:

  • আপনি জনতা ব্যাংক নারী উদ্যোক্তা লোনের ফরম ডাউনলোডটি জনতা ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
  • ফরমটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম Google Chrome browser open করুন এবং সার্চ অপশনে janata Bank লিখে সার্চ করুন
  • তারপর search result এ আসা জনতা ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে লোনের ফরমটি ডাউনলোড করতে পারবেন

আশা করি, আর্টিকেলটি পরে উপকৃত হয়েছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading