30 হাজার টাকায় OnePlus Pad Lite সাথে থাকছে 8GB+128GB স্টোরেজ

30 হাজার টাকায় OnePlus Pad Lite সাথে থাকছে 8GB+128GB স্টোরেজ। বর্তমান সময়ে আপনি যদি কম বাজেটের মধ্যে একটি সেরা Pad কিনতে চান। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আপনাদের জন্য সেরা একটি Pad নিয়ে আলোচনা করবো।

বর্তমান সময়ে আপনার বাজেট যদি 25,000 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনার সেরা পছন্দ হতে পারে OnePlus Pad Lite Padটি। এই Padটি 2025 সালের July মাসে মার্কেটে লঞ্চ হতে চলেছে। OnePlus Pad Lite অফিসিয়াল প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

OnePlus Pad Lite Pad সম্ভাব্য মূল্য 30 হাজার টাকা। Padটি এখনো পর্যন্ত মার্কেটে লঞ্চ হয়নি। তবে ধারণা করা যায় 2025 সালের July মাসে Padটি মার্কেটে লঞ্চ হতে চলেছে। Padটির স্পেসিফিকেশন নিয়ে থাকতে আজকের পোস্টটি।

Padটির নেটওয়ার্ক সংযোগ নিয়ে কথা বলতে গেলে Padটিতে টেকনোলজি হিসেবে রয়েছে HSPA/GSM/LTE ব্যবস্থা। এছাড়াও Padটিতে ২ জি থেকে ৪জি পর্যন্ত নেটওয়ার্কের সুবিধা এবং HSPA, LTE স্পিড রয়েছে।

Pad ওজন মাত্র 530 গ্রাম (1.17 lb), শুধুমাত্র সেলুলার মডেলের সিম, অন্যান্য সাপোর্ট এবং Dimensions 254.9×166.5×7.4 মিলিমিটার। এই ল্যাপটপটিতে 11.0 inches IPS LCD ডিসপ্লে (347.5 সেন্টিমিটার), 500 ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে।‌

এছাড়াও Padটি ডিসপ্লে রেজুলেশন 1200×1920 পিক্সেল এবং 16:10 রেশিও (207 পিপিআই density) রয়েছে। এছাড়াও Padটিতে আরোও রয়েছে Android 15 অ্যান্ড্রয়েড ভার্সন, Mediatek Helio G100 চিপসেট এবং Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।

বর্তমান সময়ে OnePlus Pad Lite Padটি ২টি ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। যেমন: 6GB+128GB এবং 8GB+128GB। তবে Padটিতে কোন মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা নেই। Pad প্রধান ক্যামেরা নিয়ে বলতে গেলে Padটিতে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে 5Mp এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিং সুবিধা।

Padটির প্রধান ক্যামেরা 5Mp এবং 1080p পিক্সেল 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বাজেট অনুযায়ী Padটির ক্যামেরা যথেষ্ট ভালো। এখন আপনি যদি ভালো মানের Pad কিনতে আগ্রহী হোন এবং বাজেট ৩০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে OnePlus Pad Lite ল্যাপটপটি নিতে পারেন।

OnePlus Pad Lite Padটিতে 9340 mAh শক্তিশালী ব্যাটারি, 33W ফাস্ট চার্জার, 802 ওয়াই ফাই, USB Type, 5.2 ব্লুটুথ এবং জিপিএস রয়েছে। Padটি মিডেল চাইনা এবং কালার Aero Blue (অ্যারো ব্লু)।

আশা করি, পোস্টটি পড়ে জানতে পেরেছেন। OnePlus Pad Lite দাম এবং ফিচারস সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে!

1 Comment

Comments are closed.

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading