অবিশ্বাস্য দমে অফিসিয়ালি কিনুন Tecno Pova 7 Pro 5G স্মার্টফোন। এবারে একের পর এক মার্কেট কাঁপাচ্ছে Tecno ব্যান্ডের স্মার্টফোন। Tecno Pova 7 Pro 5G স্মার্টফোন রয়েছে 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ ও 6000 mAh শক্তিশালী ব্যাটারি।
এছাড়া স্মার্টফোনটির সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i এবং 6.78 ইঞ্চির একটি বিশাল বড় ডিসপ্লে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1224 x 2720 pixels রেজুলেশন ও 144 Hz রিফ্রেশ রেট।
Tecno Pova 7 Pro 5G স্মার্টফোনটির Punch Hole Display সাথে রয়েছে 64 MP + 8 MP ডুয়েল রিয়ার ক্যামেরা ও 4K UHD ভিডিও রেকর্ডিং। এছাড়াও এতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা ও Android v15 Os । ফোনটিকর টেকনিক্যাল সাপোর্টের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আলটিমেট চিপসেট।
ফোনটির শক্তিশালী কানেক্টিভিটির জন্য রয়েছে 4G, 5G, VoLTE ও v5.4 ব্লুটুথ, WiFi, USB, NFC। তাছাড়াও এর বিশাল বড় 6000mAh মেগাপিক্সেল ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 45W শক্তিশালী ফাস্ট চার্জার ও 30W ওয়ারলেস চার্জার। যা দিয়ে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফোনটি ১০০% চার্জ কমপ্লিট করা যাবে।
তবে ফোনটির কিছু নেগেটিভ দিক রয়েছে সেগুলো হলো এখানে আপনি FM Radio রেডিও সুবিধা ও 3.5mm হেডফোন জ্যাক পাবেন না এবং এটি ওয়াটারপ্রুফ নয়। তবে বাজেট অনুযায় উপরের ফিচারস গুলো যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন বলা যেতে পারে। তাই বাজেট তুলনায় এই একটি বা দুটি বিষয় স্যাক্রিফাইস করাই যায়।
বর্তমানে আপনি দুটি ভারিয়ান্টে স্মার্টফোনটি পেয়ে যাবেন 8GB+128GB ও 8GB+256GB। দুটি মডেলের দাম যথাক্রমে ১৯ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ফোনটি সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে অথবা আপডেট মূল্য জানতে এখানে ভিজিট করুন: Source of info: https://www.smartprix.com/mobiles/tecno-pova-7-pro-ppd1wnlyzb6k
লেখক,
আব্দুর রব চৌধুরী ইমন বঙ্গদেশ২৪