মার্কেট কাঁপানো 19,990 টাকায় 8GB+128GB Infinix স্মার্টফোন

মার্কেট কাঁপানো দামে নিয়ে আসলো ইনফিনিক্স কোম্পানি আরোও নতুন একটি স্মার্টফোন। স্মার্টফোনটির নাম হলো: infinix note 15 pro 5G। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

infinix note 15 pro 5g স্মার্টফোনটিতে 8GB RAM+128GB ROM এর সাথে 5000 mAh শক্তিশালী Battery এবং 66W fast চার্জিং সিষ্টেম রয়েছে। যে চার্জার দিয়ে আপনি দ্রুত মোবাইলটি সম্পুর্ন চার্জ করতে পারবেন। ফোনটির এন্ড্রয়েড ভার্সন Android v14, 144 Hz Refresh Rate এবং 800 nits ব্রাইটনেস।

এছাড়াও ফোনটিতে AMOLED 6.8 inch বড়ো ডিসপ্লে, ভিডিও কোয়ালিটি 1080×2400 pixels এবং ডিসপ্লেতে গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটিতে Triple ক্যামেরা সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরা 108 MP+32 MP+2 MP এবং সেলফি ক্যামেরা 32 MP।

তাছাড়াও 2K @ 30fps ভিডিও রেকর্ডিং, চিপসেট 6100 Plus Mediatek Dimensity‌ ও Octa-Core 2.2 GHz রয়েছে। ফোনটিতে 4G, 5G, VoLTE, Bluetooth v5.3 এবং WiFi USB-C v2.0 ব্যবস্থা রয়েছে। infinix note 15 pro 5G স্মার্টফোনটিতে 4.5 রেটিং রয়েছে।

নোট: infinix note 15 pro 5g প্রাইস এবং স্পেসিফিকেশন তথ্যসূত্রে: https://www.smartprix.com/mobiles/infinix-note-15-pro-5g-ppd16d6a0460

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। infinix note 15 pro 5g প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এরকম আরোও নতুন নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

1 Comment

Comments are closed.

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading