Infinix Note 50s স্মার্টফোনটিতে 128GB স্টোরেজ ও 8GB RAM এর সাথে ব্যবহার করা হয়েছে 5500mAh এর বিশাল বড় ব্যাটারি ক্যাপাসিটি ও 45W সুপারফাস্ট চার্জার। যা ফোনটিকে মাত্র 60 মিনিটের মধ্যে ফুল সার্চ ১০০%) করে দেবে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি এবং 4k/1080×2436 pixels রেজুলেশন।
Infinix Note 50s স্মার্টফোনটিতে রয়েছে 64MP 2160p HD সুপার কোয়ালিটি ক্যামেরা। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে 5G network connectivity ও 120Hz রিপ্লেস রেট display। ফোনটির স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে Stereo speakers এবং Infrared port and FM radio সিস্টেম।
স্মার্টফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে GSM / HSPA / LTE / 5G এবং ফোনটির ওজন মাত্র 180g গ্রাম। যা এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। Infinix Note 50s স্মার্ট ফোনটির সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5 এবং এতে রয়েছে OS, CPU, Infrared port, FM radio, Bluetooth, WLAN ও GPU সহ সকল আধুনিক টেকনোলজি সুবিধা।
কোনটিতে রয়েছে আলাদা microSDXC Memory Card slot ব্যবহার সুবিধা। তাছাড়াও এতে পেয়ে যাবেন 64 MP ডুয়েল ক্যামেরা এবং 13 MP সিঙ্গেল সেলফি ক্যামেরা। ফোনটা সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ডিসপ্লের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
বর্তমানে তিনটি কালারে কোনটি মার্কেটে এভেইলেবল রয়েছে। যেমন: মেরিন ব্লু(Marine Blue), টাইটানিয়াম গ্রে(Titanium Grey), রুবি রেড(Ruby Red)। ফোনটির নির্মাতা দেশ হলো চায়না।
X6870 মডেলের Infinix Note 50s স্মার্টফোনটি 2025, April 24 রিলিজড হয়েছে। 7.3 of 10 ইউজার রেটিং নিয়ে বর্তমানে ফোনটির 8GB 128GB আনঅফিসিয়াল প্রাইস প্রায় ৳27,000 টাকা।
নোট: Infinix Note 50s প্রাইস ও স্পেসিফিকেশন তথ্যসূত্রে: https://www.mobiledokan.co/product/infinix-note-50s/
লেখক, আব্দুর রব চৌধুরী (ইমন) বঙ্গদেশ২৪ ঢাকা, বাংলাদেশ।
[…] পর্যন্ত হতে পারে। ফোনটির Update দাম জানতে Bongovasha ওয়েবসাইটের সাথেই […]