অবিশ্বাস্য দামে নিয়ে আসলো ইনফিনিক্স কোম্পানি আরোও নতুন একটি স্মার্ট ফোন। ফোনটির নাম হলো: Infinix Hot 60i। বর্তমান সময়ে ইনফিনিক্স কোম্পানি তাদের নানান ধরনের ফোন মার্কেটে লঞ্চ করে থাকে।তেমনি তাদের আরোও একটি স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছে।আপনি যদি একজন Infinix স্মার্টফোন লাভার হয়ে থাকেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে আমরা Infinix কোম্পানির Infinix Hot 60i স্মার্ট ফোনের অফিসিয়াল প্রাইজ, স্পেসিফিকেশন, ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা কোয়ালিটি ইত্যাদি সম্পর্কে জানাবো। তাই ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
বরাবরের মতোই ইনফিনিক্স কোম্পানির আরোও একটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়াল ভাবে লঞ্চ হয়েছে। Infinix Hot 60i স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যেমন: Infinix Hot 60i (6GB+128GB) অফিসিয়াল প্রাইস ১৩,৯৯৯ টাকা এবং Infinix Hot 60i (8GB+256GB) অফিসিয়াল প্রাইস ১৬,৪৯৯ টাকা।
বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি ২৫ জুন ২০২৫ সালে লঞ্চ হয়েছে। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে। আপনি Infinix Hot 60i ফোনটি দুইটি কালারে পেয়ে যাবেন। যেমন: টাইটানিয়াম সিলভার রঙের এবং স্লিক ব্ল্যাক রঙের।
Infinix Hot 60i স্মার্টফোনটির ওজন প্রায় 188 গ্ৰাম। যেটি ব্যবহারে আরামদায়ক এবং দীর্ঘ স্থায়ী হয়ে থাকে। নতুন ইনফিনিক্স ফোনটির কোয়ালিটি এবং পারফরম্যান্স অসাধারণ। ফোনটি ব্যবহার করার মাধ্যমে আরামদায়ক উপভোগ করবেন। এখন আপনি যদি হালকা এবং স্লীম ফোন খুজে থাকেন। তাহলে আপনার best choice হবে Infinix Hot 60i ।
এই স্মার্টফোনটির এন্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে Android v15 এবং GPU হিসেবে থাকছে ARM G52 MC2। স্মার্ট ফোনটিতে 6.7 inches IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 700 nits ব্রাইটনেস রয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ 17.02 সেন্টিমিটার এবং রেজুলেশন: HD+ (720×1600) পিক্সেল।
ফোনটির ডিসপ্লে প্রটেক্টের জন্য ব্যবহার করা হয়েছে Gorilla Glass এবং Mediatek Helio G81 Ultimate চিপসেট সেট রয়েছে। স্মার্টফোনটিতে ভালো মানের চিপসেট থাকার কারণে আপনি খুব সহজেই ভালো মানের গেম খেলতে পারবেন।
আপনি যদি ভালো পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি এবং প্রিমিয়াম লুকের জন্য স্মার্টফোন কিনতে চান। তাহলে Infinix Hot 60i স্মার্টফোনটি নিতে পারেন। কারণ বাজেট অনুযায়ী ইনফিনিক্স কোম্পানির তাদের ফোনে ভালো মানের ফিচার প্রোভাইড করে থাকে।
এই স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে 50 MP+0.08MP ফটোশুট করতে পারবেন এবং ইমেজ সাইজ (8150×6150) পিক্সেল। তাছাড়াও ফোনটির প্রাইমারি ক্যামেরাতে ডিজিটাল জুম, অটো ফ্লাশ এবং টর্চ ইত্যাদি পেয়ে যাবেন।
নতুন ইনফিনিক্স 60i স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ১৯২০x১০৮০ ও ২৫৬০x১৪৪০ পিক্সেলের ৩০ fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 8 মেগাপিক্সেলের ৩০fps ফটোশুট ১২৮০x৭২০ পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
নতুন ইনফিনিক্স 60i স্মার্টফোনটিতে Li-Poly অর্থাৎ, লিথিয়ামের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5160 mAh এবং 45W চার্জার রয়েছে। 45W চার্জার দিয়ে ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে ফোনটি সম্পূর্ণ সার্চ করতে পারবেন। ফোনটিতে 2GB থেকে শুরু করে 4G সিম ব্যবহার করতে পারবেন।
এছাড়াও নতুন ইনফিনিক্স 60i স্মার্টফোনটিতে ওয়াইফাই, বুলুটুথ, এফএম রেডিও, ব্লুটুথ হটস্পট, জিপিএস, এনএফসি এবং সিম স্লট রয়েছে। ফোনটির সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে Light sensor ও Proximity sensor এবং এর সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে Side-mounted Fingerprint Sensor। এছাড়া এতে Face Unlock সুবিধাও পাবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। Infinix Hot 60i স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!