বর্তমান সময়ে আমাদের ভিতরে অনেকেই আছি। যারা এখনো পর্যন্ত ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি না। যার কারনে আমরা নানান সমস্যা সম্মুখীন হয়ে থাকে।
আজকের পোস্টে আমরা মাত্র ২ মিনিটেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক একাউন্ট লগইন করুন। তারপর ডান পাশ থেকে থ্রি- মাইনাস অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে সেটিংস অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেক গুলো অপশন চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য “Password And security” অপশনে ক্লিক করতে হবে।
এখন পরবর্তী অপশন থেকে Account Settings অপশনের নিচে থেকে Password And security অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য চারটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Change password অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার ফেসবুকের নাম দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার ফেসবুকের নামের উপর ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী অপশনে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Create Password
- New password এবং
- Retype New Password
এখন Create Password অপশনে ক্লিক করে আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন। সেই পাসওয়ার্ডটি সঠিক ভাবে বসিয়ে দিন। তারপর নিচে থেকে New password এবং Retype New Password অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী নতুন পাসওয়ার্ড বসিয়ে দিন।
এখন নিচের বক্সে আপনি চাইলে টিক চিহ্ন দিতে পারেন। আপনি যদি নিচের বক্সে টিক চিহ্ন দেন। তাহলে আপনার এই একাউন্টটি যদি অন্য ডিভাইসে লগইন থাকে। তাহলে সেখান থেকে অটোমেটিক পাসওয়ার্ড চেঞ্জ করার পর “লগ আউট” হয়ে যাবে। আর আপনি যদি এই বক্সের টিক মার্ক না দেন। তাহলে অন্য ডিভাইসে আপনার একাউন্টটি পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও লগইন অবস্থায় থেকে যাবে।
এখন উপরে উল্লেখিত সকল অপশন সঠিকভাবে বসিয়ে “Change Password” অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার WhatsApp একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন আপনাকে whatsapp থেকে সেই ভেরিফিকেশন করতে বসাতে হবে।
আর আপনাদের যাদের টু-স্টেপ ভেরিফিকেশন রয়েছে। তাদের মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। এখানে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে। তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অথবা নাম্বার থেকে ভেরিফিকেশন কোডটি বসিয়ে “Continue” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনার দেওয়া নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে।
আশা করি, আপনাদেরকে বুঝাতে পেরেছি। কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!