৮জিবি RAM ও ২৫৬জিবি ROM বিশিষ্ট ইনফিনিক্স এর অসাধারণ স্মার্ট ফোন। রয়েছে 45W ফাস্ট চার্জার এবং 108MP প্রাইমারি ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরা। infinix note 40 pro প্রাইস ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটি 2024 সালের March 18 তারিখে মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটিতে ডিজাইনে প্রিমিয়াম লুক এবং আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে। ফোনে AMOLED 6.78 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। infinix note 40 pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 1300 nits ব্রাইটনেস রয়েছে।
ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটিতে প্লাস্টিকের হালকা ফ্রেম ফেক এবং ভেগান লেদার ব্যাক ব্যবহার করা হয়েছে। যেটি ফোনটির প্রিমিয়াম লোক এবং আকর্ষণীয় বাড়ায়। তাছাড়াও ফোনটিতে IP53 Water and dust resistance থাকার কারণে ফোনটিতে হালকা বৃষ্টি এবং হালকা আদ্রতা সহ্য করতে পারে।
ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটিতে 5000 mAh শক্তিশালী ব্যাটারি এবং 20 ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে। দৈনন্দিন ব্যবহারে ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স পাবেন। ফোনটিতে প্রধান ক্যামেরা 108 MP এবং সেলফি ক্যামেরা 32Mp। ফোনটিতে ক্যামেরা ব্যবহার করে আপনি ভালো মানের ফটোশুট করতে পারবেন।
ফোনটিতে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ফটোশুট করতে পারবেন। ফোনটিতে Dimensity 7020 চিপসেট রয়েছে এবং ফোনটিতে 256GB ROM এবং 8GB RAM রয়েছে।
ফোনটিতে এন্ড্রয়েড ভার্সন রয়েছে Android 14 এবং ৩ বছরের নিরাপত্তা রয়েছে। infinix note 40 pro স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 35,000 (8GB/256GB) টাকা।
আশাকরি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!