ফোন চার্জে দিলেই নাম ধরে ডাকবে আপনাকে ২০২৫

যখনি আপনার মোবাইলে ১০০% চার্জ হবে। তখন আপনাকে নাম ধরে ডাকবে। আর যখনি আপনার মোবাইলের ব্যাটারি লো হবে। তখনও আপনাকে নাম ধরে ডাকবে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে ফোন চার্জে দিলেই নাম ধরে ডাকবে। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।

ফোন চার্জে দিলেই নাম ধরে ডাকবে সেটিংসটি চালু করার জন্য আপনার মোবাইলে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ অপশনে “Wegocup” লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

তাহলে আপনার সামনে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন সার্চ অপশনে Bnn লিখে সার্চ করুন। তাহলে একটি পোস্ট চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: পোস্টটির টাইটেলে ক্লিক করুন। তারপর স্ক্রোল করে একদম নিচে নামুন। তাহলে “Connect to Speaking” লেখা দেখতে পাবেন।

এখন আপনি Connect to Speaking অপশনে ক্লিক করে এপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করুন। এখন এপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে ওপেন করুন। তারপর Allow অপশনে ক্লিক করুন। সব গুলো অপশন Allow করার পর নিচে ৩টি আইকন দেখতে পাবেন।

এখন অপশন ৩টি থেকে + আইকনে ক্লিক করুন। তাহলে আরও কত গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে Mobile অপশন থেকে Connected সিলেক্ট করুন। তারপর Sound অপশন থেকে Text to Speech সিলেক্ট করে আপনার নামটি লিখে দিন। যেমন: “সোহাগ ভাই ফোন চার্জ হচ্ছে”।

এখন আপনি চাইলে উপরের play (▶️) বাটনে ক্লিক করে ভয়েসটি শুনতে পারবেন। তারপর Save icon এ ক্লিক করে সেভ করে দিন। এখন ফোন চার্জ থেকে ছাড়ানো পর কি বলবে সেটি সেটাপ করার জন্য

আবারও নিচে থেকে “+” আইকনে ক্লিক করে। Mobile অপশন থেকে Disconnected সিলেক্ট করুন। তারপর পূর্বের ন্যায় Text যুক্ত করুন। যেমন: “সোহাগ ভাই ফোন চার্জ হয়ে গেছে”। তারপর Save করে দিন। একইভাবে Battery full হলে কি বলবে এবং Battery low হলে কি বলবে সেটিও যুক্ত করতে পারবেন।

নোট: আর্টিকেল পড়ে বুঝতে না পারলে নিচের Source of info তে ক্লিক করে YouTube ভিডিও দেখে নিতে পারেন।

Source of info: Shohag Khandokar YouTube channel 

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading