কীভাবে সিটি ব্যাংক স্টুডেন্ট লোন পাওয়া যায়? সম্পূর্ণ গাইড ২০২৫

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং সিটি ব্যাংক স্টুডেন্ট লোন নিতে চান। তাহলে আজকের পোস্টটি পড়ে সিটি ব্যাংক স্টুডেন্ট লোন করার নিয়ম, সিটি ব্যাংক স্টুডেন্ট লোন আবেদন করতে কি কি লাগে, সিটি ব্যাংক স্টুডেন্ট লোন সুবিধা অসুবিধা এবং সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের ইন্টারেস্ট রেট ইত্যাদি সম্পর্কে জানেন পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন আবেদন করার নিয়ম:

সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার নিকটস্থ সিটি ব্যাংকের শাখায় যান। তারপর সেখান থেকে আপনার লোনের ধরন অনুযায়ী আবেদন ফরমটি কালেক্ট করুন। এখন ফর্মে থাকা সকল অপশন সঠিকভাবে পূরণ করা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এটার্স করে জমা করুন।

এখন ব্যাংক কর্তৃপক্ষ আপনার ফাইলটি যাচাই করে দেখবে। এখন ব্যাংক যদি আপনাকে লোন দেওয়ার জন্য উপযুক্ত মনে করে। তাহলে আপনার আবেদনটি এপ্রুভ করে দিবে এবং আপনাকে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন নিতে কি কি লাগে:

  • আবেদনকারীর NID Card ফটোকপি
  • আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
  • বিজনেস আইডি কার্ড/ ট্রেড লাইসেন্স এবং অফিস আইডি কার্ড
  • আপনি যদি আগে থেকে কোনো ব্যাংক অথবা প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন। তাহলে সেই ব্যাংকের স্যানকশন লেটার এবং রেপেমেন্ট স্টেটমেন্টে প্রয়োজন হবে
  • আপনার ব্যাংকের সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • পেশাজীবীদের ক্ষেত্রে: সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, পেশাগত সার্টিফিকেট এবং ইনকামের প্রমানপত্র
  • আর ব্যবসায়ীদের ক্ষেত্রে: ব্যবসায়ী আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, ইনকামের প্রমানপত্র এবং প্রপার্টি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং
  • শিক্ষার্থীদের ক্ষেত্রে: ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, স্টুডেন্ট আইডি কার্ড, পাসপোর্ট, ভর্তির প্রস্তাবপত্র এবং একাডেমিক সার্টিফিকেট ইত্যাদি

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার যোগ্যতা:

City Bank Student Loan নেওয়ার জন্য যোগ্যতা গুলো বলা হলো:

  • আবেদনকারীর বয়স সর্বনিম্ন 22 বছর থেকে সবোর্চ্চ 60 বছরের মতো হতে পারে। তার উপরে ব্যাক্তিরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারী চাকরির কমপক্ষে 2 বছরের চাকরির যোগ্যতা থাকতে হবে এবং মাসিক ইনকাম 40,000 টাকা হতে হবে
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বনিম্ন 3 বছরের ব্যবসার অভিজ্ঞতা এবং মাসিক আয়  1,00,000 টাকা হতে হবে এবং
  • পেশাজীবী, ইন্জিনিয়ার এবং ডাক্তারদের ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা এবং মাসিক ইনকাম 60,000 টাকা হতে হবে

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন সুবিধা:

  • দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সিটি ব্যাংক মোটা অংকের টাকা স্টুডেন্ট লোন দিয়ে থাকে।
  • সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের আবেদন করার ৭ থেকে 10 কার্যদিবসের মধ্যে লোন প্রদান করে থাকে।
  • সিটি ব্যাংক ১ লক্ষ টাকা থেকে শুরু করে 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকে।
  • মাসিক কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন।
  • তাছাড়াও ছাত্র ছাত্রী নিজে ইনকাম না করলেও পিতা-মাতা অথবা অভিভাবক নমিনি হলে লোন নিতে দেয় এবং
  • কোনো প্রকারের জামানতবিহীন লোন নিতে পারবেন।

আরোও পড়ুন: কিভাবে সিটি ব্যাংক পার্সোনাল লোন নিবেন A to Z আলোচনা 

সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের অসুবিধা:

  • বর্তমান সময়ে অন্য ব্যাংক অনুযায়ী বেশি ইন্টারেস্ট নিয়ে থাকেন। সাধারণত 10% এবং তার বেশী ইন্টারেস্ট নিয়ে থাকেন।
  • সরাসরি সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের জন্য আবেদন করতে পারবে না। এই লোনের আবেদন করার জন্য অভিভাবক, নমিনি এবং ইনকাম সোর্স থাকতে হবে। অন্যথায়, সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের আবেদন করতে পারবে না।
  • আবেদন করার সময় অনেক ডকুমেন্ট জমা দিতে হয় এবং ভুল ডকুমেন্ট জমা করলে আবেদনটি বাতিল হয়।
  • আপনার লেখাপড়া শেষ হওয়ার পরপরই ইএমআই দিতে হবে এবং
  • আবার অনেক ক্ষেত্রে বিদেশে লেখাপড়া করতে গেলে লেখাপড়ার খরচের পাশাপাশি লোন পরিশোধ করতে হবে

সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের ইন্টারেস্ট রেট:

বর্তমান সময়ে অন্য ব্যাংকের ইন্টারেস্ট অনুযায়ী সিটি ব্যাংক ইন্টারেস্ট নিয়ে থাকে। এখানে আপনি কোনো প্রকারের জামানত ছাড়াই লোন নিতে পারবেন এবং 1 বছর থেকে 5 বছরের মধ্যে আপনার লোনটি পরিশোধ করতে পারবেন।

আরোও পড়ুন: লোন অ্যাপ থেকে কাগজপত্র ছাড়াই ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত loan নিন।

সিটি ব্যাংক স্টুডেন্টের বিদেশ এবং দেশে শিক্ষা গ্রহণের জন্য কিছু সহজ শর্তে এবং কম ইন্টারেস্টে লোন প্রদান করে থাকে। সিটি ব্যাংকের সুদের হার 9% পর্যন্ত হয়ে থাকে। তবে সময় এবং পরিস্থিতি সাপেক্ষে কম বেশি হতে পারে।

সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের কিস্তি পরিশোধ করার নিয়ম:

বর্তমান সময়ে আপনি দুইভাবে সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন। যেমন:

  1. আপনি চাইলে মাসিক কিস্তিতে মুলধন এবং সুদ দিয়ে পরিশোধ করতে পারবেন এবং
  2. সরাসরি ব্যাংক শাখায় অথবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কিস্তি পরিশোধ করতে পারবেন

সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের পরিমাণ এবং মেয়াদ:

এই লোনের পরিমাণ এবং মেয়াদ নিচে তুলে ধরা হলো:

  • বর্তমান সময়ে আপনি City Bank Student থেকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং
  • City Bank Student লোনের মেয়াদ সাধারণ 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হয়ে থাকে

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন ফরম ডাউনলোড:

সিটি ব্যাংকের স্টুডেন্ট লোনের ফরম ডাউনলোড করার জন্য যেকোনো একটি ব্রাউজারে “City Bank student loan” লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে সিটি ব্যাংকের স্টুডেন্ট লোনের ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে সিটি ব্যাংকের স্টুডেন্ট লোনের ফরমটি ডাউনলোড করতে পারবেন।

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন হেল্প লাইন নাম্বার:

আপনি আপনার বিভিন্ন প্রয়োজনে সিটি ব্যাংকের হেল্প লাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন। অথবা তাদের জিমেইলে Mail পাঠিয়ে আপনার সমস্যা সমাধান করতে পারবেন। সিটি ব্যাংক হেল্প লাইন নাম্বার: 16234 এবং বিদেশ থেকে আপনি নিম্নের নাম্বারে সিটি ব্যাংকে যোগাযোগ করতে পারবেন। বিদেশীদের ক্ষেত্রে: +880 2 833 1040 এবং ইমেইল এড্রেস: [email protected]

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন সিটি ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার উপায় সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন FAQ:

সিটি ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলো:

  • প্রশ্ন: সিটি ব্যাংক স্টুডেন্ট লোন ফরম ডাউনলোড?
  • উত্তর: আপনি সিটি ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি ডাউনলোড করতে পারবেন।
  • প্রশ্ন: সিটি ব্যাংক সুদের হার?
  • উত্তর: সিটি ব্যাংকের সুদের হার 9% পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু কিছু সময় মার্কেট এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী কম এবং বেশি হতে পারে।
  • প্রশ্ন: বাংলাদেশে কোন ব‌্যাংক স্টুডেন্ট লোন দেয়?
  • উত্তর: বাংলাদেশ সিটি ব্যাংক,ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক লোন দিয়ে থাকে
  • প্রশ্ন: অনলাইনে স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলা যায়?
  • উত্তর: হ্যাঁ!
  • প্রশ্ন: শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ব্যাংক একাউন্ট কোনটি?
  • উত্তর: শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ব্যাংক একাউন্ট হলো: সিটি ব্যাংকের City Touch স্টুডেন্ট একাউন্ট।
  • প্রশ্ন: 18 বছরের নিচে কোন ব্যাংক একাউন্ট খোলা যায়?
  • উত্তর: হ্যাঁ! আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে। তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড ব্যবহার করে একাউন্ট তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার অভিভাবক গার্ডিয়ানের হিসেবে একাউন্ট পরিচালিত করবে।
  • প্রশ্ন: ব্যাংক থেকে 10 লক্ষ টাকার বেশি তোলা যাবে কি?
  • উত্তর: না। আপনি একসাথে ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না।
  • প্রশ্ন: সিটি ব্যাংক লাইভ চ্যাট?
  • উত্তর: সিটি ব্যাংকের সরাসরি লাইভ চ্যাট করার মাধ্যম নেই। তবে আপনি চাইলে সরাসরি সিটি ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে সিটি ব্যাংকের লাইভ চ্যাটে কথা বলতে পারবেন।
  • প্রশ্ন: সিটি ব্যাংক হেল্প লাইন নাম্বার?
  • উত্তর: সিটি ব্যাংক হেল্প লাইন নাম্বার বাংলাদেশিদের ক্ষেত্রে: 16234 এবং বিদেশীদের ক্ষেত্রে: 880 2 833 1040
  • প্রশ্ন: বেতনের জন্য কোন ব্যাংক একাউন্ট ভালো?
  • উত্তর: বাংলাদেশের বেতনের জন্য নিম্নের ব্যাংক গুলো ভালো। যেমন: সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।
  • প্রশ্ন: সিটি ব্যাংক ইমেইল এড্রেস?
  • উত্তর: সিটি ব্যাংক ইমেইল এড্রেস: [email protected]

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading