১০ মিনিটে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন নিন ২০২৫

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন কিভাবে করবেন, পার্সোনাল লোন পেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, কিভাবে ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিবেন, ডাচ বাংলা ব্যাংক সুদের হার এবং এর সুবিধা ও অসুবিধা, লোন পেতে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে লোন ক্যালকুলেট করবেন এসব বিষয় বিস্তারিত থাকছে আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।

এক নজরে দেখুন

অনলাইনে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন

অনলাইনে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার জন্য নিম্নোক্ত দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফরমটি ডাউনলোড করুন। তারপর আবেদন করার সময় নিম্নের তথ্যগুলো প্রদান করুন। যেমন:

  • ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন এর ধরণ নির্বাচন করুন
  • তারপর আপনার ঋণের ধরন এবং মেয়াদ সিলেক্ট করুন
  • আবেদনকারীর নাম, জন্ম তারিখ, জাতীয়তা এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করুন
  • তারপর আবেদনকারীর প্রতিষ্ঠানের নাম ও অভিজ্ঞতা লিখুন এবং
  • ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার সময় আপনার মাসিক আয়ের উৎস নির্বাচন করুন ইত্যাদি

উপরের উল্লেখিত ডকুমেন্টের সাথে আরও বেশ কিছু ডকুমেন্ট সংযুক্ত করে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন ফর্মটি পূরণ করুন। তারপর আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকে গিয়ে ফর্মটি জমা করুন এবং ডাচ বাংলা ব্যাংক কর্তৃক ইন্টারেকশন অনুযায়ী বাকি স্টেপগুলো অতিক্রম করুন।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন ফরম ডাউনলোড

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন এর ফর্ম ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক সেলারি লোন পাওয়ার যোগ্যতা

ডাচ বাংলা ব্যাংক সেলারি লোন পাওয়ার যোগ্যতা সম্পূর্ণ নিচে আলোচনা করা হলো:

  • ডাচ বাংলা ব্যাংক লোন আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ ৭০ বছরের মধ্যে হতে হবে
  • ডাচ বাংলা ব্যাংক লোন আবেদনকারীর নিয়মিত আয়প্রাপ্ত চাকুরিজীবী হতে হবে। যেমন: সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবীদের ক্ষেত্রে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী
  • আবেদনকারীর নিয়মিত মাসের আয় থাকতে হবে। যেটি ব্যাংকের ন্যূনতম আয়ের সীমা পূরণ করবে এবং
  • ডাচ বাংলা ব্যাংক লোন আবেদনকারীর ভালো ক্রেডিট রেকর্ড থাকতে হবে

আরোও পড়ুন: ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট লোন পেতে কি কি কাগজপত্র লাগে? 

ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর হিসাব

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন ক্যালকুলেটর নিচে সঠিকভাবে আলোচনা করা হলো:

  • প্রথমে আপনার প্রয়োজন অনুসারে পার্সোনাল লোন/হোম লোনের ঋণের পরিমাণ সিলেক্ট করুন
  • তারপর আপনি যে পরিমাণ অর্থ অর্থাৎ ঋণ নিতে চাচ্ছেন। সেই ঋণটি সিলেক্ট করুন এবং ঋণের মেয়াদ নির্বাচন করুন
  • এবারে ডাচ বাংলা ব্যাংক লোনের বাৎসরিক সুদের হার সিলেক্ট করুন
  • ডাচ বাংলা ব্যাংকের প্রসেসিং ফি নির্বাচন করুন এবং
  • এখন সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ক্যালকুলেট বাটনে ক্লিক করুন

ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার

আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ডাচ-বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন হয়। নিচে ডাচ বাংলা ব্যাংকের কাস্টমাের নাম্বার দেওয়া হলো। যে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি সরাসরি ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার:16216

ডাচ বাংলা ব্যাংক লোন পেতে কি কি লাগবে

ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করতে আপনাকে নিম্নের ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে। যেমন:

  • ডাচ বাংলা ব্যাংক লোন পূরণকৃত আবেদনের ফ্রম প্রয়োজন হবে
  • ডাচ বাংলা ব্যাংক লোন নিয়োগ কর্মকর্তা কাছ থেকে লেটার অব ইন্ট্রোডাকশন প্রয়োজন হবে
  • আপনার ব্যাংকের সর্বশেষ ১২ মাসের স্টেটমেন্ট
  • আয়কর অথবা টিন সার্টিফিকেট
  • চারটি আনডেটেড চেকের পাতা প্রয়োজন হবে
  • আপনার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
  • আপনার বাসার বিদ্যুৎ/গ্যাস/টেলিফোন বিলের কপি
  • আপনার সেলারি স্লিপ প্রয়োজন হবে এবং
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং ব্যবসার প্রমাণক পত্র প্রয়োজন হবে

ডাচ বাংলা ব্যাংক সুবিধা

ডাচ বাংলা ব্যাংকের সুবিধাগুলো নিচে আলোচনা করা হলো:

  • বাংলাদেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক রয়েছে ডাচ বাংলা ব্যাংকে
  • ডাচ বাংলা ব্যাংকে ২৪/৭ দিন টাকা লেনদেন করার সুযোগ সুবিধা রয়েছে
  • NexusPay অ্যাপস ব্যবহার করে আপনি মোবাইল রিচার্জ, টাকা পাঠানো এবং বিল পরিশোধ করতে পারবেন
  • Dutch Bangla Bank অনলাইনে লোন, একাউন্ট ওপেন এবং স্টেটমেন্ট চেক করতে পারবেন এবং
  • Dutch Bengali ব্যাংকে কম চার্জ টাকা লেনদেন করতে পারবেন

আরোও পড়ুন: টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ২০২৫

ডাচ বাংলা ব্যাংক অসুবিধা

ডাচ বাংলা ব্যাংকের অসুবিধা গুলো নিচে আলোচনা করা হলো:

  • ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বড় অসুবিধা হলো: অনেক সময় শাখা কিংবা ফোনে দ্রুত সেবা পাওয়া যায় না
  • ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট শাখায় অতিরিক্ত ভিড় থাকার কারণে সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়
  • কিছু কিছু সময় সার্ভার ডাউন থাকার কারণে লেনদেন ব্যর্থ হওয়ার সমস্যা দেখায়
  • অন্য অন্য ব্যাংকের তুলনায় ডাচ বাংলা ব্যাংকের নতুন প্রযুক্তি আপডেট ধীরগতিতে আসে এবং
  • তাছাড়াও ডাচ বাংলা ব্যাংকে সবসময় ক্লিয়ার ভাবে ফি ও চার্জ জানানো হয় না। এতে করে অনেকের সমস্যা পড়ে

ডাচ বাংলা ব্যাংক সুদের হার কত

প্রত্যেকটি ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকের সুদের হার নির্ধারণ করা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ডাচ বাংলা ব্যাংকের সুদের হার কত।

  • ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন সুদের হার বাৎসরিক 11.50% এবং প্রসেসিং ফি আপনার ঋণের পরিমানের 0.50% থেকে 1.00% পর্যন্ত হতে পারে
  • হোম লোনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন সুদের হার জানতে সরাসরি ব্যাংকে যোগাযোগ করতে পারেন
  • এছাড়াও প্রসেসিং ফি আপনার ঋণের 0.50% থেকে 1.00% পর্যন্ত হতে পারে
  • SME লোনের ক্ষেত্রে সুদের হার বাৎসরিক 7.50% পর্যন্ত হতে পারে
  • টেকওভার গ্রাহকদের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের সুদের হার বাৎসরিক 7.00% পর্যন্ত হতে পারে। তবে টেকওভার গ্রাহকদের কোনো প্রকারের প্রসেসিং ফি পরিশোধ করতে হবে না
  • Smart Cash Credit ও Term Loan ক্ষেত্রে বাৎসরিক 20.00% এবং
  • জামানতযুক্ত লোনের ক্ষেত্রে বাৎসরিক সুদ 17.00%

ডাচ বাংলা ব্যাংক লোন পরিমাণ ও মেয়াদ

বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংক ভিন্ন ভিন্ন পরিমাণের লোন প্রদান করে থাকে। নিচে Dutch Bangla Bank Personal Loan পরিমাণ আলোচনা করা হলো:

  • আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা লোন নিতে পারবেন
  • সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন নিতে পারবেন এবং
  • ১২/ ২৪/৩৬/৪৮ অথবা ৬০ মাসের কিস্তিতে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন পরিশোধ করতে পারবেন
  • ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন পেতে কত দিন লাগবে
  • সাধারণত ডাচ বাংলা পার্সোনাল লোন পেতে 15 থেকে 20 কর্ম দিবস সময় লাগতে পারে। তবে এই আবেদনের সময় নির্ভর করে আপনার ডকুমেন্ট এবং আবেদনের উপরে।

ডাচ বাংলা ব্যাংক হোম লোন কিভাবে নিবেন

আপনি যদি অনলাইনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক হোম লোনের আবেদন করেন। তাহলে নিম্নের প্রক্রিয়া গুলো ফলো করে আপনি খুব সহজেই অনলাইন থেকে আবেদন করতে পারবেন। যেমন:

  • ডাচ বাংলা ব্যাংক মেইন ওয়েবসাইট থেকে ফরমটি ডাউনলোড করতে হবে
  • তারপর ফর্মে থাকা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। যেমন: আপনার নাম, ঋণের পরিমাণ, ঋণের মেয়াদ এবং আপনার পেশাগত তথ্য ইত্যাদি
  • এখন ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো জমা দিন
  • আপনার আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তী পদক্ষেপগুলো আপনাকে জানিয়ে দিবে

ডাচ বাংলা ব্যাংক হোম লোনের ঋণের পরিমাণ ও মেয়াদ

ডাচ বাংলা ব্যাংক হোম লোনের ঋণের পরিমাণ ও মেয়াদ নিচে তুলে ধরা হলো:

  • আপনি সর্বনিম্ন ২,০০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২০,০০,০০০ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং
  • সাধারণত ডাচ বাংলা ব্যাংক হোম লোনের মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর

ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিতে কি কি লাগে

আপনি যদি ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিতে চান। তাহলে আপনার লোন নেওয়ার ক্ষেত্রে নিম্নের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। যেমন:

  • আপনার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে
  • আপনার আয়ের প্রমাণপত্র। যেমন: সেলারি স্লিপ/ব্যাংক স্টেটমেন্ট/ট্রেড লাইসেন্স থাকতে হবে
  • আপনার সম্পত্তির মূল সার্টিফিকেট থাকতে হবে
  • আপনার ব্যাংকের 7 টি অ-তারিখযুক্ত চেকপাতা প্রয়োজন হবে এবং
  • আপনার সম্পত্তির খতিয়ান/ দলিল/ মৌজা ম্যাপ এবং মিউটেশন কপি প্রয়োজন হবে

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম সাইট | প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা উপার্জন করুন ২০২৫

কারা ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবে?

শুধুমাত্র নিম্নোর ব্যাক্তিরা Dutch Bangla Bank Personal Loan আবেদন করতে পারবেন। যেমন:

  • বেতনভুক্ত ব্যাক্তি
  • ব্যবসায়ী
  • বাড়িওয়ালা এবং
  • প্রফেশনাল ব্যক্তি

ডাচ বাংলা ব্যাংক লোন পাওয়ার প্রাথমিক যোগ্যতা

  • আপনার বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সবোর্চ্চ ৭০ বছরের মধ্যে হতে হবে
  • বেতনভুক্ত ব্যাক্তি, বাড়িওয়ালা এবং প্রফেশনাল ব্যক্তিদের মাসিক আইন সর্বনিম্ন ৩০ হাজার টাকা হতে হবে
  • আর ব্যবসায়ীদের মাসিক আয় সর্বনিম্ন ৫০ হাজার হতে হবে
  • বেতনভুক্ত ব্যাক্তির সর্বনিম্ন ৬ মাস থেকে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে, প্রফেশনাল ব্যক্তিদের ক্ষেত্রে ৬ মাসের প্যাস্কিস এবং ব্যবসায়ীদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং
  • এছাড়াও কন্টাক্টচুয়াল ব্যক্তিরা এই লোনের জন্য আবেদন করতে পারবে

ডাচ বাংলা ব্যাংক যোগাযোগের নাম্বার

আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংকের হেড অফিস ফোন দিয়ে আপনার সমস্যাটি দ্রুত সমাধান করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক হেড অফিস ফোন নাম্বার: 02223359229 অথবা 02223354196-8। তাছাড়াও আপনি চাইলেই ইমেইল এড্রেসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ইমেইল এড্রেস: [email protected]

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন। ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন ইত্যাদি সম্পর্কে। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেটে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading