মাত্র ১০ মিনিটেই বিকাশ থেকে লোন নিন ২০২৫

বিকাশ থেকে লোন নেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনার যদি ইমারজেন্সি টাকার প্রয়োজন হয়ে থাকে। তাহলে আপনি খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন এবং লোনটি ৩ মাস থেকে ৬ মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন। এখন আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি বিকাশ থেকে লোন নিবেন এবং কিভাবে বিকাশ থেকে লোন নেওয়ার পরে কিস্তি পরিশোধ করতে হয় ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

বিকাশ থেকে লোন নেওয়ার সহজ উপায়

বিকাশ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Play store অ্যাপসটি ওপেন করুন এবং সার্চ অপশনে Bkash লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা বিকাশ অ্যাপসটি ইন্সটল করুন।

বিকাশ থেকে লোনবিকাশ অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপটিতে প্রবেশ করুন। তারপর বিকাশে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এখন বিকাশ অ্যাপের হোম পেইজে প্রবেশ করলে সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • সেন্ড মানি
  • মোবাইল রিচার্জ
  • ক্যাশ আউট
  • পেমেন্ট
  • অ্যাড মানি
  • পে-বিল
  • সেটিংস
  • লোন এবং
  • রিকোয়েস্ট মানি ইত্যাদি

বিকাশ থেকে লোন নেওয়ার জন্য “লোন” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার লোনের লিমিট দেখতে পাবেন। অর্থাৎ, আপনার লেনদেনের উপর ভিত্তি করে বিকাশ আপনাকে লোন দিবে। বিকাশের মাধ্যমে আপনি যতবেশি লেনদেন করবেন। তত বেশি আপনি বিকাশ থেকে লোন পাবেন। তাছাড়াও আপনার আগে থেকে লোন নেওয়া রয়েছে কিনা। সেটি“লোনের বিবরণী” অপশনে ক্লিক করে দেখতে পাবেন।

বিকাশ থেকে লোন

এখন আপনি নিচে থেকে “লোন নিন” অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী ধাপে আপনার লোনের সময়সীমা এবং লোনের টাকার পরিমাণ দেখতে পাবেন। তাহলে লোন নেওয়ার জন্য নিচে থেকে এগিয়ে যান লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার লোনের পরিমাণ এবং আপনাকে কত টাকা লোন ফি দিতে হবে। সেটি দেখতে পাবেন।

আরোও পড়ুন: সহজ কিস্তিতে AB Bank পার্সোনাল লোন নেওয়ার উপায় ২০২৫

তাছাড়াও সেখানে আপনার লোনের কিস্তির তারিখ দেখতে পাবেন। অর্থাৎ, কত তারিখে আপনাকে বিকাশ থেকে লোনের কিস্তি পরিশোধ করতে হবে। সেটিও দেখতে পাবেন। লোনের কিস্তির আগে আপনার বিকাশ একাউন্টে টাকা ঢুকিয়ে রাখলে। অটোমেটিক লোনের তারিখে আপনার বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমানের টাকা কেটে নেওয়া হবে।

এখন আপনি “এগিয়ে যান” অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে বিকাশের কিছু শর্তাবলী দেখতে পাবেন। এখন আপনি সেখানে থাকা শর্তাবলী গুলো ভালোভাবে পড়ে সম্মতি দিন অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে দিন। তাহলে পরবর্তী অপশনে আপনার একাউন্টের ডিটেইল তথ্য দেখতে পাবেন। যেমন:

  • প্রাপ্ত অ্যামাউন্ট
  • নতুন ব্যালেন্স
  • লোন নিয়েছেন এবং
  • মোট পরিশোধযোগ্য ইত্যাদি

এখন আপনি নিচে থেকে “লোন করতে ট্যাপ করে ধরে রাখুন” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার লোন সফল হয়েছে লেখা দেখতে পাবেন। অর্থাৎ, আপনার লোন নেওয়া সম্পন্ন হয়েছে। এখন আপনি আপনার বিকাশ একাউন্টের লোনের টাকা দেখতে পাবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

1 Comment

Comments are closed.

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading