Facebook partnership ads থেকে ইনকাম করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে। সেখান থেকে Facebook partnership ads থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি Facebook partnership ads থেকে ইনকাম করতে চান।
তাহলে আপনাকে পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে Facebook partnership ads থেকে ইনকাম করতে হয় ইত্যাদি সম্পর্কে। তাই Facebook partnership ads থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
Facebook partnership ads থেকে ইনকাম করার সহজ উপায়
Facebook partnership ads থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক পেইজে প্রবেশ করুন। তারপর আপনার ফেসবুক পেইজের প্রোফাইল প্রবেশ করুন এবং “Professional Dashboard” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: স্ক্রোল করে নিচে নামুন। তাহলে Partnership Ads নামে একটি অপশন দেখতে পাবেন। এখন Facebook partnership ads থেকে ইনকাম করার জন্য partnership ads অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে “No Approved Ad partners” লেখা দেখতে পাবেন। অর্থাৎ, কোনো পার্টনার এড এপ্রুভ করা হয়নি। এখন আপনি নিচে থেকে How it Works অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে কিভাবে Facebook partnership ads থেকে ইনকাম করতে হয়। সেই সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
এখন আপনি আবারোও আপনার ফেসবুক পেইজের প্রোফাইল অপশনে ক্লিক করুন। তাহলে Professional Dashboard অপশনের নিচে Create নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Create অপশনে ক্লিক করুন। তাহলে নিচে কয়েকটি অপশন চলে আসবে। যেমন:
- Post
- Story
- Reel
- Live এবং
- Channel
Facebook partnership ads থেকে ইনকাম করার জন্য Post অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে স্ক্রোল করে নিচে নামুন এবং Tag Business Partner অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন আপনি কিভাবে Facebook partnership ads থেকে ইনকাম করবেন? উদাহরণ স্বরূপ, আপনি কোনো একটি ব্রান্ডের সাথে কাজ করলেন। যেমন: ধরুন আপনি কোন একটি ব্যান্ডের সাথে কাজ করলেন এবং সে ব্র্যান্ডের জন্য একটি প্রমোশনাল ভিডিও বানালেন।
আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম সাইট প্রতিদিন ১০ ডলার আয় করুন ২০২৫
এখন Tag a brand এর জায়গায় আপনার কাঙ্খিত ব্যান্ডকে ট্যাগ করুন। এতে করে সেই ব্র্যান্ড চাইলেই আপনার এই ভিডিওকে বুস্ট করতে পারবে। এতে আপনার পোষ্টের ট্রাফিক বেড়ে যাবে এবং ফেসবুক থেকে আপনার প্রচুর পরিমাণ ইনকাম হবে। মূলত এভাবে আপনি Facebook partnership ads থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আশা করা যায় ফেসবুক Partner Ads থেকে ইনকামের আরোও কিছু উপায় নিয়ে আসবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে Facebook partnership ads থেকে ইনকাম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!