ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করার নিনজা টেকনিক সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকেই অনলাইন থেকে ইনকাম করতেছেন কিন্তু কিভাবে অনলাইন থেকে সঠিক উপায়ে ইনকাম করবেন সেটা জানা নেই। তাদের জন্য আজকে পোস্টটি।
এই পোস্টে আমরা এমন একটি সিক্রেট শেয়ার করব যেটা থেকে আপনি ১০০% ইনকাম করতে পারবেন। এটি এমন একটা টেকনিক বা সিক্রেট যেটি রাতারাতি বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা।
ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করার পদ্ধতি
আমাদের ভিতরে অনেকেই ডোমেইন সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। ডোমেইন হলো নাম। যা যেকোনো ওয়েবসাইটের নাম হিসেবে ব্যবহার করা হয়। যেমন: bongovasha.com, bongodesh24.com, prothomalo.com ইত্যাদি। ডোমেইন একটি ওয়েবসাইট কে নির্দিষ্ট করে বোঝায়।
তাহলে চলুন জেনে নেওয়া যাক। কিভাবে এই ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করবেন। ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করার জন্য আপনার কাছে ন্যূনতম ১৫০০ থেকে ২০০০ টাকা থাকতে হবে। তাহলে আপনি ডোমেইন নাম বিক্রির ব্যবসা শুরু করতে পারবেন।
ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল প্রথমত আপনার কাছে ১৫০০ থেকে ২০০০ টাকা রাখতে হবে। তারপর সেগুলোকে বিকাশ রকেট বা নগদে রিচার্জ করে নিতে হবে। এখন প্রথমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন করুন। তারপর যে কোন বিশ্বস্ত ওয়েবসাইট যেমন: putulhost, hostseba ইত্যাদি।
এছাড়া আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে তাহলে আপনি ২০০০ টাকা কে ২০ ডলারের কনভার্ট করে নিন। তারপর Hostinger, Namecheap, Bluehost, GoDaddy ইত্যাদি যে কোন একটি সাইটে প্রবেশ করুন। তারপর ইউটিউব দেখে যে কোন একটি ডোমেইন ক্রয় করুন।
আরোও পড়ুন: সেরা ৩টি PTC সাইটে Ads দেখে ইনকাম করুন ২০২৫
ডোমেইন নেম ক্রয় করার পূর্বে অবশ্যই এ সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে নিন। কোন ধরনের ডোমেইনগুলো মার্কেটিং বেশি চলে বা কোন ধরনের ডোমেইন কিনলে আপনি খুব সহজেই বিক্রি করতে পারবেন। এ নিয়ে আপনি ইউটিউবে অথবা google এ দেখতে পারেন অনেক আইডিয়া পেয়ে যাবেন।
তবে সাধারণত ডোমেইন নেম ক্রয় করার সময় শর্ট, সহজ, অর্থবহুল ও .com ডোমেইন নেম কেনার চেষ্টা করুন। কারণ এই ধরনের ডোমেইন নাম গুলো খুব সহজে বিক্রি করা যায়। এখন দেখেশুনে একটি ডোমেইন ক্রয় করার পর সেটাকে আবারও একই ওয়েবসাইটের রিসেলিং ডোমেইন প্রোগ্রামে অ্যাড করে দিন।
অথবা আপনি চাইলে বাংলাদেশী বিভিন্ন ওয়েবসাইট যেমন: Web Host BD, IT Nut Hosting, XeonBD, EyHost Ltd, and Alpha Net এবং আন্তর্জাতিক কিছু ওয়েবসাইট যেমন: Flippa, Afternic, GoDaddy, Namecheap and Hostinger ইত্যাদি ওয়েবসাইটে reselling program এ লিস্ট করে দিন।
সাধারণত একটি ডট কম নতুন ডোমেইন ক্রয় করার সময় 5$/৫০০ ডলার থেকে 15$/১৫০০ টাকার মধ্যে ক্রয় করা যায়। কিন্তু আপনি যখন সেটিকে রিসেলিং করবেন। তখন আপনার ইচ্ছামত বিক্রি করতে পারবেন। সেটি ১০০ টাকা থেকে শুরু করে ১ কোটির ও বেশি হতে পারে।
আপনি যদি একটি সঠিক ডোমেইন কিনে ফেলে রাখেন। তাহলে সেটি যেকোনো সময় আপনার ভাগ্য বদলে দিতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট প্লেসে একটি ১০$ ডলারের ডোমেইন ৫,০০০$ এর বেশি বিক্রি হতে দেখা গেছে। যেটি বাংলাদেশের টাকায় প্রায় ৫ লক্ষ টাকা ৬ লক্ষ টাকার সমান। আমার কথাটি বিশ্বাস না হলে নিচের স্ক্রিনশট দেখুন।
এছাড়াও আপনি চাইলে ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। একটি ডোমেইল সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তাহলে বুঝতে পারবেন। অনেক বিদেশী তাদের নিজেদের সংগ্রহে প্রায় ১০০ ও বেশি ডোমেইন ক্রয় করে রাখেন। পরবর্তীতে সেগুলোকে বিশাল অংকের টাকায় বিক্রি করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে নেন।
তাই আপনারা যদি ক্ষমতা থাকে তাহলে আপনি নিজের সংগ্রহে কমপক্ষে ৫টি থেকে ১০টি ডোমেইন রাখুন। তবে ভাগ্য ভালো হলে একটি ডোমেইন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।
আমি নিজেও ব্যক্তিগতভাবে একটি ডোমেইন বিক্রি করেছি। যেটি অব্যবহৃত এবং মেয়াদ উত্তীর্ণের একেবারে ধার প্রান্তে ছিল। যদিও আমি দ্রুত বিক্রির আশায় ৫$ এ বিক্রি করে দিই। তবে সেটি আমি ১$ ডলারের ক্রয় করেছি এবং বিক্রির আশায় ক্রয় করেনি। শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় করেছি।
কিন্তু দিন শেষে সেটি বিক্রি করতে পেরে ভালো লেগেছে। তাই আপনি চাইলে হাতে থাকা কিছু অর্থ দিয়ে এ ব্যবসা শুরু করতে পারেন। যেটি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে।
কিভাবে একটি ডোমেইন ১ টাকা থেকে ১ কোটি টাকা হয়ে যায়?
এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে, যদি একটি নতুন ডোমেইন ১০$ ডলারে অর্থাৎ এক হাজার টাকায় ক্রয় করা যায় তাহলে কেন মানুষ একটি পুরনো ডোমেইন ৫,০০০$ বা ৫ থেকে ১০ লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে যাবে?
এটার উত্তর খুবই সহজ। সেটি হল ভালোলাগা বা ইমারজেন্সি প্রয়োজন। দেখুন এমন অনেকেই আছেন অনেক ক্ষুদ্র জিনিস নিজের শখের কারণে বিশাল অংকের টাকা দিয়ে ক্রয় করে থাকেন।
আবার হতে পারে আপনি যে ডোমেইন ক্রয় করেছেন। সেটি কোন বড় কোম্পানির পছন্দ হয়েছে। যারা একই ডোমেইন নাম ব্যবহার করে একটি কোম্পানি শুরু করতে চাচ্ছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন আপনি। আপনি তাদের পছন্দের ডোমেইন নামটি ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন। তাই তারা অনিচ্ছা সত্ত্বেও আপনার থেকে সেটি বেশি দামে ক্রয় করতে বাধ্য।
আর এভাবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের ভাগ্যকে সুযোগ খুঁজে পরিবর্তন করে নেয়। তাই আর দেরি না করে ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করা শুরু করুন।
আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে একটি ডোমেইন নাম বিক্রি করে ইনকাম করবেন। ইনকাম বিষয়ক এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!