TikTok থেকে ইনকাম করার উপায় ২০২৫

TikTok থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি চাইলে TikTok থেকে ইনকাম করতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে TikTok থেকে ইনকাম করবেন। কিভাবে TikTok মনিটাইজেশন নিবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

TikTok থেকে ইনকাম করার উপায়

TikTok থেকে ইনকাম করার উপায়। সাধারণত, আমরা যখন TikTok ভিডিও দেখি তখন সেখানে বিভিন্ন ধরনের এড অথবা কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাই। অর্থাৎ, এখন থেকে অন্যান্য প্লাটফর্মের মতো TikTok মনিটাইজেশন দিবে। তবে আপনি TikTok যতো ভালো ভিডিও আপলোড করেন না কেন? আপনি খুব সহজেই মনিটাইজেশন পাবেন না।

এখন আপনি যদি TikTok থেকে ইনকাম করতে চান এবং TikTok মনিটাইজেশন নিতে চান। তাহলে আপনাকে টিকটকে কিছু কাজ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে TikTok থেকে ইনকাম করতে হয় এবং কিভাবে টিকটকে মনিটাইজেশন নিতে হয়।

TikTok মনিটাইজেশন নেওয়ার উপায়

সাধারণত TikTok আপনাকে পার্সোনাল একাউন্ট মনিটাইজেশন দিবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার টিকটক একাউন্ট বিজনেস একাউন্ট হতে হবে। অন্যথায়, আপনি TikTok থেকে ইনকাম করতে পারবেন না। এখন আপনার যদি টিকটক একাউন্ট পার্সোনাল থাকে। তাহলে TikTok পার্সোনাল একাউন্টকে বিজনেস একাউন্টে পরিবর্তন করতে হবে।

আরোও পড়ুন: ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২৪

TikTok পার্সোনাল একাউন্টকে বিজনেস একাউন্টে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার TikTok একাউন্টে লগইন করুন। তারপর নিচে থেকে Profile অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে আপনার একাউন্টের ভিতরে নিয়ে যাবে। এখন আপনি উপরে থেকে থ্রি মাইনাস অপশনে ক্লিক করুন।

TikTok থেকে ইনকামতাহলে আপনাকে পরবর্তী Option নিয়ে যাবে।‌ এখন আপনি সেখান থেকে Settings and privacy অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে আবারও পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেক গুলো অপশন শো করবে। যেমন:

  • Account
  • Privacy
  • Security & Permission
  • Balance
  • Share profile
  • Notification এবং
  • Live ইত্যাদি

TikTok থেকে ইনকাম করার জন্য উপরে উল্লেখিত অপশন গুলো থেকে Account অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস Open হবে।

TikTok থেকে ইনকাম

এখন আপনি Account অপশনের নিচে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Account information
  • Password
  • Passkey
  • Switch to businesses account
  • Download your date এবং
  • Deactivate or delete account

এখন TikTok Personal একাউন্ট Businesses পরিবর্তন করার জন্য Switch to businesses account অপশন ক্লিক করুন। তারপর আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। এখন আপনি একের পর এক Next অপশন ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

TikTok থেকে ইনকাম

এখন আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন। যেমন:

  • Art& Crafts
  • Automotive & transportation
  • Baby
  • Beauty
  • Clothing& Accessories
  • Education& Training এবং
  • Electronics ইত্যাদি

তাহলে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন। সেই ক্যাটাগরিটি সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি Education& Training ক্যাটাগরি ভিডিও তৈরি করেন। তাহলে Education& Training অপশন ক্লিক করে নিচে থেকে Next অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ইমেইল এড্রেস বসাতে হবে।

TikTok থেকে ইনকাম

এখন আপনি আপনার ইমেইল এড্রেসটি লিখুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে add your Bio নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: add your Bio অপশন ক্লিক করে আপনার TikTok একাউন্ট সম্পর্কে সংক্ষেপে একটি Boi লিখুন।

আরোও পড়ুন: WiFi এমবি বিক্রি করে টাকা ইনকাম করুন ২০২৪

তারপর নিচে থেকে Confirm অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Congrats! Your can now……. Business Account লেখাটি চলে আসবে। অর্থাৎ, আপনার পার্সোনাল TikTok একাউন্ট Businesses Account এ পরিবর্তন হয়ে গিয়েছে।

এখন আপনাকে TikTok কিছু সেটিংস এর কাজ করতে হবে। তাহলে যখনি TikTok মনিটাইজেশন দিবে। তখন আপনি TikTok মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এখন আপনি যদি

TikTok মনিটাইজেশন নিতে চান। তাহলে আপনাকে আরোও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটি হলো: TikTok নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। অন্যথায়, আপনি TikTok থেকে ইনকাম করতে পারবেন না।

তাছাড়াও TikTok থেকে ইনকাম করার জন্য আপনাকে TikTok Engagement বাড়াতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা TikTok Engagement মানে কি জানেন না।

Engagement অর্থাৎ, ধরুন আপনি একটি ভিডিও অথবা পোস্ট করেছেন। এখন আপনার ভিডিওতে অনেকেই লাইক, কমেন্ট করবে। এখন আপনাকে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে। এটাই হচ্ছে: Engagement।

TikTok Community Guidelines

আপনি যদি TikTok থেকে ইনকাম করতে চান এবং TikTok মনিটাইজেশন নিতে চান। তাহলে আপনার TikTok Community Guidelines থাকলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এক্ষেত্রে আপনাকে TikTok Community Guidelines মেনে চলতে হবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক। কোন TikTok Community Guidelines মেনে চললে আপনি TikTok মনিটাইজেশন পাবেন। সেই সম্পর্কে বিস্তারিত নিম্নে তালিকা হিসেবে তুলে ধরা হলো:

  • আপনার TikTok video তে কোনো প্রকারের নম্বর শো করা যাবে না।
  • তাছাড়াও কোন প্রকারের পার্সোনাল তথ্য শেয়ার করা যাবে না।
  • অরিজিনাল মিউজিক ব্যবহার করতে হবে।
  • সেনসেটিভ কোনো চিত্র দেখানো যাবে না।
  • অশ্লীল কোনো ভিডিও আপলোড করা যাবে না এবং
  • অপরাধমূলক কিছু দেখানো যাবে না ইত্যাদি।

উপরে উল্লেখিত TikTok Community Guidelines মেনে আপনি যদি আপনার টিকটক একাউন্ট ব্যবহার করেন। তাহলে যখনি টিকটক মনিটাইজেশন দিবে। তখন আপনি টিকটক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।

TikTok Content Checking

এখন TikTok মনিটাইজেশন নেওয়া জন্য আপনাকে আরোও একটি কাজ করতে হবে। সেটি হলো: আপনাকে চেক করতে হবে। আপনার TikTok একাউন্ট কোনো সমস্যা আছে কিনা? এখন আপনি কিভাবে বুঝবেন আপনার টিকটক একাউন্টে সমস্যা রয়েছে কিনা।

সেটি চেক করার জন্য আপনার টিকটক একাউন্টে প্রবেশ করুন। তারপর নিচে থেকে Profile আইকনে ক্লিক করুন।

TikTok থেকে ইনকাম

তাহলে আপনাকে আপনার টিকটক একাউন্টে নিয়ে যাবে। এখন আপনি উপর থেকে থ্রি মাইনাস অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ৪টি অপশন দেখতে পাবেন। যেমন:

  • TikTok studio
  • Business Studio
  • My QR Code এবং
  • Settings and privacy

এখন আপনি TikTok studio অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অপশন পাবেন। যেমন:

  • Account check
  • Creator Academy এবং
  • Promote ইত্যাদি

এখন আপনি Account check অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

TikTok থেকে ইনকাম

এখন আপনি সেখান থেকে আপনার টিকটক একাউন্টের সমস্যা রয়েছে কিনা সেটি দেখতে পাবেন। এখন আপনার TikTok যদি login সমস্যা থাকে। তাহলে Login অপশনের পাশে Rad Mark চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: Rad Mark দেওয়া ভিডিওগুলো অথবা পোস্ট গুলো ডিলেট করতে হবে।

জিমেইল বিক্রি করে ফ্রি টাকা ইনকাম করুন দৈনিক ৫০০ টাকা

আর আপনার TikTok যদি login সমস্যা না থাকে। তাহলে Login অপশনের পাশে টিক চিহ্ন দেওয়া থাকবে। এভাবে অন্যান্য অপশন গুলোর পাশে টিক মার্ক ও রেড মার্ক দেখে আপনি বুঝতে পারবেন। আপনার টিকটিক একাউন্টে কোন প্রকার সমস্যা রয়েছে কিনা।

এখন আপনি TikTok Studio অপশনের পাশে Settings আইকন দেখতে পাবেন। তাহলে আপনি সেটিংস আইকনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন।

Earn money from Tiktok

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: Ad settings এবং inspection settings অপশন দুটো অবশ্যই অন রাখতে হবে।

TikTok Promote Account

আপনি যদি মনে করেন আপনার TikTok থেকে ইনকাম করবেন। তাহলে আপনি কখনোই আপনার টিকটক একাউন্ট থেকে Promote করতে যাবেন না। তাহলে আপনি TikTok থেকে ইনকাম করতে পারবেন না। আপনি যদি সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড করেন এবং টিকটক এর রুলস ফলো করেন। তাহলে আপনি TikTok থেকে ইনকাম করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে TikTok থেকে ইনকাম করবেন। কিভাবে টিকটকে মনিটাইজেশন নিবেন এবং TikTok মনিটাইজেশন নিতে হলে আপনাকে কিক কি রূলস ফলো করতে হবে ইত্যাদি। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Notice