বাইনারি ট্রেডিং কি হালাল নাকি হারাম সঠিক তথ্য জেনে নিন ২০২৪

বাইনারি ট্রেডিং কি হালাল নাকি হারাম এ সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। সাধারণত, আপনি একটি কারেন্সি ক্রয় করলেন। তারপর যখন সেই কারেন্সির দাম বাড়বে তখন আপনি সেটি মার্কেট সেল করে দিলেন। যখন আপনি কারেন্সিটি সেল করবেন তখন আপনার ক্রয় মূল্য অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে। 

উদাহরণ স্বরূপ, আপনি মার্কেট থেকে কিছু গোল্ড কিনেছেন এবং যখন মার্কেটে গোল্ডের দাম বেড়ে যাবে। তখন আপনি গোল্ড সেল করলেন। এভাবে যেকোনো ধরনের কারেন্সি ক্রয় করে সেগুলো মার্কেটে বেশি দামে বিক্রি করাকে ট্রেনিং বলে। 

 

বাইনারি ট্রেডিং কি হালাল নাকি হারাম?

আপনি ইউটিউবে ট্রেডিং নিয়ে অনেক ধরনের ভিডিও পাবেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে গেমস অথবা জুয়া দুটোই হারাম। উদাহরণস্বরূপ, আপনি একটি অনিশ্চিত ভাবে কোন একটি কারেন্সি অথবা জিনিসপত্র ক্রয় করে। সেখান থেকে টাকা পাবেন কি পাবেন না এরকম সংশয় থাকেন। তাহলে সেটিকে জুয়া বলে। 

সাধারণত আপনি একটি জায়গা ক্রয় করবেন অথবা টাকা ইনভেস্ট করবেন। এখন যেখান থেকে আপনি কয়েক গুণ টাকা পাবেন অথবা টাকা পাবেন কি না ইত্যাদি এরকম যদি হয়ে থাকে। তাহলে সেটিকে কোনভাবেই ট্রেডিং বলে না। টোটালি সেটাকে জুয়া বলে। আর ইসলামের দৃষ্টিতে জুয়া হারাম। 

সুতারাং, বাইনারি ট্রেডিং বা এমন সব ট্রেডিং ও ডিপোজিট হারাম যেখানে অর্থ বিনিয়োগ করে তার থেকে বেশি পরিমানে লাভ করা হয়। এটি সুদের ভিতরে অর্ন্তভূক্ত হয়। অথবা ঐসব গেম হারাম যেগুলোতে বাজি ধরা হয়। আর আমরা সকলে জানি বাজি বা জুয়া ইসলামে বৈধ নয়।  

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading