OnePlus Nord স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। OnePlus কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির নাম হলো: OnePlus Nord smartphone। এই স্মার্টফোনটি 2020 সালের August মাসের 04 তারিখে লঞ্চ হয়েছে।
OnePlus Nord স্মার্টফোনটি মিডেল চাইনা এবং ফোনটি দুইটি কালারের অর্থাৎ, নীল মার্বেল ও ধূসর অনিক্স পেয়ে যাবেন। বর্তমান সময়ে OnePlus Nord ফোনটি দুটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:
- OnePlus Nord 8GB+128GB অফিসিয়াল প্রাইস: 38,500 ও 12GB+ 256GB 41,000 টাকা এবং
- OnePlus Nord 6GB+64GB আন অফিসিয়াল প্রাইস: 25,000 টাকা ও 8GB+128GB 27,000 টাকাওয়ানপ্লাস নর্ড
স্মার্টফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক, টেকনোলজি হিসেবে রয়েছে LTE/GSM/ 5G/HSPA, GPRS, HSPA 42.2/5.76 Mbps স্পিড এবং EDGE রয়েছে। এছাড়াও ফোনটির বডির সামনের অংশ কাচের, পিছনের অংশ গোরিলা গ্লাস এবং প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে।
এই স্মার্টফোনটির ওজন মাত্র 184 গ্ৰাম এবং Dimensions হিসেবে থাকছে 158.3×73.3×8.2 মিলিমিটার। এছাড়াও ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। তবে ফোনটিতে SD Card ব্যবহারের সুবিধা নেই। ওয়ানপ্লাস নর্ড ফোনটির ডিসপ্লেতে 6.44 inches Fluid AMOLED ডিসপ্লে রয়েছে।
ফোনটির ডিসপ্লে সাইজ 100.6 সেন্টিমিটার, 1080×2400 pixels রেজুলেশন, 90Hz রিফ্রেশ রেট, 20:9 ratio এবং প্রটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। কোম্পানি তরুণদের কথা মাথায় রেখে কম বাজেটের মধ্যে ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনটিতে উন্নত মানের ফিচারস ব্যবহার করেছে।
এই স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm SDM765 Snapdragon 765G চিপসেট, Android 10 অপারেটিং সিস্টেম, Adreno 620 জিপিইউ এবং CPU: 1×2.2 GHz Kryo 475 Gold/ 1×2.4 GHz Kryo 475 Prime এবং 6×1.8 GHz Kryo 475 Silve রয়েছে।
ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির প্রাইমারি ক্যামেরা 48 MP+8 MP, 4K@30fps/ 1080p@30/60/240fps ভিডিও রেকর্ডিং এবং ফ্লাই লাইট সেন্সর রয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা 32 MP+8MP, 4K@30/60fps ভিডিও রেকর্ডিং এবং HDR ফিচারস।
মার্কেটে অন্য ফোনের তুলনায় ফোনটিতে আরোও নতুন নতুন ফিচারস এড করা হয়েছে। যেমন: Vibration, রিংটোন, WiFi, 5.1 Bluetooth, GPS এবং অন্যান্য ফিচারস রয়েছে। ওয়ানপ্লাস নর্ড ফোনটিতে 4,115 mAh ব্যাটারি ও 30W ফার্স্ট চার্জার রয়েছে। যে চার্জার দিয়ে 40 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। OnePlus Nord মোবাইলের অফিসিয়াল এবং আন-অফিসিয়াল প্রাইস সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের Bongovasha ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!