স্মার্টফোন ইউজারদের জন্য সুখবর নিয়ে আসছে Realme। দীর্ঘমেয়াদী 7000mAh ব্যাটারি ক্যাপাসিটির সমন্বয়ে ও 12GB/16GB RAM–এর বিশাল পারফরম্যান্স নিয়ে দ্রুত মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme Neo8 স্মার্টফোন।
ফোনটির দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ, দ্রুত মাল্টিটাস্কিং এবং আধুনিক ফিচারের সমন্বয়ে গঠিত ফোনটি মিড-রেঞ্জ বাজারে বড় চমক দিতে পারে ধারণা করা যায়। নিচে Realme Neo 8 ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
Realme Neo 8 ফোনের স্পেসিফিকেশন:
- RAM: 12/16 GB
- ROM: 256/512 GB/1TB
- Display: 6.78 inches
- Camera: 50MP+8MP, 16MP
- Battery: 7000 mAh
- Price: Coming soon
নিউজ ডেস্ক বঙ্গভাষা: দীর্ঘমেয়াদী 7000mAh ব্যাটারি এবং 12/16GB RAM সমন্ধে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমির Realme Neo8 স্মার্টফোন। স্মার্টফোনটির প্রাইস এবং রিলিজ ডেট প্রকাশ করেনি।
ফোনটিতে থাকছে 6.78 inches LTPS AMOLED ডিসপ্লে, 1B colors, 120Hz রিফ্রেশ রেট, 1264×2780 pixels রেজুলেশন এবং 1600 nits (HBM), 6000 nits (peak) ব্রাইটনেস।
ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 9300+ (4 ন্যানো মিটার), Android 15 অপারেটিং সিস্টেম, ডুয়েল সিম কার্ড ব্যবহার এবং IP68/IP69 ধুলো/জল প্রতিরোধী (30 মিনিটের জন্য 1.5 মিটার পর্যন্ত)।
ফোনটিতে GSM/CDMA/ HSPA/CDMA2000 / LTE/5G টেকনোলজি সিস্টেম রয়েছে। ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে এবং HSPA, LTE, 5G স্পীড।
Realme Neo 8 স্মার্টফোনটির তৈরিকৃত দেশ চায়না। ফোনটি Black, Blue, Silver কালার এবং কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। যেমন:
- Realme Neo8 12GB+256GB
- Realme Neo8 16GB+256GB
- Realme Neo8 12GB+512GB
- Realme Neo8 16GB+512GB এবং
- Realme Neo8 16GB+1TB
ফোনটির নিরাপত্তার স্বার্থে (ডিসপ্লের নিচে, অপটিক্যাল) ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে থাকছে দীর্ঘমেয়াদী 7000 mAh ব্যাটারি ও 80 ওয়ার্ডের চার্জিং ব্যবস্থা।
ফোনটিতে 50MP+8MP ডুয়েল প্রধান ক্যামেরা, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা ফিচারস এবং 1080p@30fps ভিডিও তৈরির ব্যাবস্থা রয়েছে।
ফোনটিতে থাকছে 16 MP সিঙ্গেল সেলফি ক্যামেরা, 1080p@30fps ভিডিও রেকর্ডিং এবং প্যানোরামা ফিচারস। ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি হিসেবে থাকছে Wi-Fi 802, ব্লুটুথ 5.4, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি ২.০ সুবিধা।
Realme Neo 8 ফোনটির আপডেট মূল্য এবং রিলিজ ডেট সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।
তথ্য সুত্রে: Mobiledokan

