16% অফার প্রাইসে কিনুন Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোন

Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আমরা সকলেই চাই। কম বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে। কিন্তু অনেকের স্মার্টফোন সম্পর্কে ধারণা না থাকার কারণে কম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে পারিনা।

তাদের জন্য নিয়ে আসলাম সেরা একটি স্মার্টফোন নিয়ে। আজকের পোস্টে আমরা Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যেটির মাধ্যমে আপনি স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনের প্রাইস:

বর্তমানে 16% অফার প্রাইসে কিনুন Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোন। এই স্মার্টফোনটি 2025 সালের January মাসের 02 তারিখে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল (Unofficial) প্রকাশিত হয়েছে। ফোনটির তৈরিকৃত দেশ চায়না (China) এবং কালার (Color) Black, Blue ও White।

Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটির ওজন মাত্র 203.5 গ্ৰাম। বাংলাদেশের বাজারে Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনের দুইটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:

  • Xiaomi Redmi Turbo 4 (12GB+256GB)
  •  Xiaomi Redmi Turbo 4 (12GB+512GB)

Xiaomi Redmi Turbo 4 (12GB+256GB) স্মার্টফোনটির আনঅফিসিয়াল (Unofficial) প্রাইস 27,000 টাকা এবং Xiaomi Redmi Turbo 4 (12GB+512GB) স্মার্টফোনটির আনঅফিসিয়াল (Unofficial) প্রাইস 46,000 টাকা।

স্মার্টফোনটিতে রয়েছে 6550 mAh শক্তিশালী ব্যাটারি এবং সাথে 90W একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি ব্যবহার করে আপনি 45 min ফোনটিকে 100% চার্জ কমপ্লিট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে AMOLED শক্তিশালী ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.67 inches। যেটি 107.4 cm2।

এই স্মার্টফোনটিতে আরো থাকছে 120Hz রিফ্রেশ রেট, 1220×2712 pixels রেজুলেশন, 1400 nits (HBM) এবং 3200 nits (peak)। বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ফিচার এড করা হয়েছে। এখন আপনি যদি কম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েস হতে পারে Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটি।

ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15। এই স্মার্টফোনটিতে Mediatek Dimensity 8400 Ultra চিপসেট থাকার কারণে ফোনটি দ্রুত স্ক্রোল করতে পারবেন। এছাড়াও ফোনটির GPU হিসেবে পাচ্ছেন Immortalis-G720 MC7 এবং CPU Octa-core।

Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটিতে দুটি প্রধান ক্যামেরা এবং একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরার সাইজ 50MP+2MP, প্রধান ক্যামেরার সাহায্যে আপনি 4K@24/30/60fps এবং 1080p@30/60/120/ 240/960fps ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরার ফিচারস LED flash , panorama এবং HDR।

ফোনটির সেলফি ক্যামেরা 20 MP। যার সাহায্যে 1080p@30/60fps ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটির চারটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:

  • 12GB 256GB
  • 16GB 256GB
  • 12GB 512GB এবং
  • 16GB 512GB

এছাড়াও Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্কের সিম ব্যবহার করতে পারবেন। ফোনটিতে দুটি সিম ব্যবহার করতে পারবেন। তবে ফোনটিতে কোনো এক্সট্রা মেমরি কার্ড ব্যবহারের সুবিধা পাবেন না।

ফোনটির টেকনোলজি হিসেবে থাকছে GSM, CDMA2000, HSPA, 5G, CDMA, LTE এবং সাথে থাকছে HSPA, LTE, 5G স্পীড।

Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটিতে জ্বল প্রতিরোধ ক্ষমতা রয়েছে (up to 2m for 30 min)। এছাড়াও ফোনটির সিক্রুটি হিসেবে থাকছে

ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট। যেটি ফোনটিকে যথেষ্ট সিকিউরিটি প্রদান করে থাকে। এই স্মার্টফোনটিতে আরোও উন্নত মানের নেটওয়ার্কের সুবিধা রয়েছে।

ফোনটিতে অন্যান্য ফিচার হিসেবে রয়েছে Wi-Fi 802, Loudspeaker, NFC, Bluetooth, GPS, 3.5mm jack, Infrared port ইত্যাদি। সুতরাং, বলা যেতে পারে বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ফিচার রয়েছে। তাই আপনি যদি কম দামে সেরা স্মার্টফোন নিতে চান। তাহলে এই স্মার্টফোনটি ক্রয় করতে পারেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে Xiaomi Redmi Turbo 4 সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Source of info: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading