Realme C71 স্মার্টফোনের Price এবং Specifications সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমানে আপনি যদি Realme কোম্পানির স্মার্টফোন কিনতে চান। তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
আজকের পোস্টে আমরা Realme কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো। ফোনটির নাম হলো: Realme C71 স্মার্টফোন। Realme C71 স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস এবং পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Realme C71 স্মার্টফোনটি China এবং ফোনটি ০২ জুন ২০২৫ সালে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। এখন আপনি যদি একটি ভালো মানের স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার Best চয়েস হতে পারে Realme C71 স্মার্টফোনটি।
রিয়েলমি কোম্পানির বাজেটে অনুযায়ী ফোনটিতে উন্নত মানের ব্যাটারি, ক্যামেরা, চার্জার এবং চিপসেট প্রভাইড করেছেন। এছাড়াও রিয়েলমি কোম্পানির নতুন ফোনটি ব্যবহারে আপনি আরামদায়ক উপভোগ করবেন।
Realme C71 স্মার্টফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে রয়েছে 2G, 3G এবং 4G নেটওয়ার্কের সুবিধা। এছাড়াও ফোনটিতে আরোও রয়েছে HSPA স্পিড।
বর্তমান সময়ে আপনি রিয়েলমি C71 স্মার্টফোনটি ২টি ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন। যেমন:
- Realme C71 4GB+128GB স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস ১৪,৯৯৯ টাকা এবং
- Realme C71 6GB+128GB স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস ১৫,৯৯৯ টাকা (ভ্যাট সহ)
বর্তমান সময়ে আপনার বাজেট যদি ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনার জন্য বেস্ট চয়েজ হবে Realme C71 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির ওজন মাত্র ১৯৬ গ্রাম। যার ফলে ফোনটি ব্যবহারে আপনি আরামদায়ক ভোগ করবেন।
এই স্মার্টফোনটিতে আপনি দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৬৭ ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লে ফিচারস 120Hz রিফ্রেশ রেট।
এছাড়াও ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 725 nits ব্রাইটনেস সুবিধা। ফোনটিতে রেজুলেশন হিসেবে পাবেন 720x 1604 pixels এবং 20:9 রেটিও সুবিধা। এই স্মার্টফোনটির এন্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে Android 15।
এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে Unisoc T7250 শক্তিশালী চিপসেট। যেটি ১২ ন্যানোমিটার। ফোনটির সিপিইউ হিসেবে পাবেন অক্টা-কোর ২x১.৮ গিগাহার্টজ কর্টেক্স-এ৭৫ এবং ৬x১.৬ গিগাহার্টজ কর্টেক্স-এ৫৫।
রিয়েলমি C71 স্মার্টফোনটির জিপিইউ হিসেবে রয়েছে মানি-G57 MP1। ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে থাকতে 50 MP Main camera, প্যানোরামা ফিচারস এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিং।
এছাড়াও আপনি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 5MP সিঙ্গেল ক্যামেরা এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিং সুবিধা। ফোনটির ক্যামেরা ব্যবহার করে আপনি হালকা নাইট মোড, রৌদ্র এবং হালকা বৃষ্টিতে ফটোশুট করতে পারবেন।
বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি রয়েছে। এছাড়াও ফোনটিতে সাউন্ড হিসেবে রয়েছে 3.5mm jack সুবিধা এবং লাউডস্পিকার।
এই স্মার্টফোনটিতে Connectivity (সংযোগ) হিসেবে পাবেন Wi-Fi 802, USB Type-C 2.0, 5.2 Bluetooth, জিপিএস, ওটিজি এবং এনএফসি। ফোনটির বাজেট অনুযায়ী ফোন ডিটেলস যথেষ্ট ভালো পারফর্মেন্স রয়েছে।
ফোনটিতে উন্নত মানের চিপসের থাকার কারণে ফোনটি ব্যবহারে দ্রুত স্ক্রোল করা যায় এবং দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়। এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকতে সাইট ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা।
রিয়েলমি C71 স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী 6300 mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জার সুবিধা। ফোনের চার্জার ব্যবহার করে আপনি ১ ঘন্টা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ করতে পারবেন।
আপনি যদি উন্নত মানের Powerful battery, চার্জার, Camera এবং পারফরম্যান্সের ফোন কিনতে চান। তাহলে আপনি অনায়াসে Realme C71 ফোনটি ক্রয় করতে পারেন।
বর্তমান সময়ে মার্কেটে অন্য ফোন এবং বাজেটের তুলনায় realme কোম্পানি বরাবরের মতোই উন্নত মানের ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্স প্রোভাইড করে থাকে। যেটি গ্রাহকদের ব্যবহারের জন্য উন্নত মানের হয়ে থাকে।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছে। realme কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন রিয়েলমি C71 স্মার্টফোন সম্পর্কে। এরকম আরোও নতুন নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
[…] নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য […]