Honor 500 স্মার্টফোনটির বর্তমান দাম, ডিসকাউন্ট, কাস্টমার রিভিউ, ইউজার এক্সপিরিয়ান্স ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
Honor 500 স্পেসিফিকেশন:
- RAM: 12GB
- ROM: 256GB
- Battery: 8000mAh
- Camera: 200+12MP
- Unofficial Price: 55,000৳
নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমানে মার্কেট কাপাচ্ছে Honor 500 স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 8000mAh বিশাল বড় ব্যাটারি, 200+12MP ডুয়েল ক্যামেরা, 12GB+256GB ROM এবং উন্নত মানের ফিচার সমূহ।
তাহলে Honor 500 স্মার্টফোন কি সত্যিই আপনার টাকা খরচের যোগ্য? চলুন জেনে নেই Honor 500-এর সম্ভাব্য দাম এবং কেন Honor 500 স্মার্টফোন বাজারে এত আলোচনা সৃষ্টি করছে।
বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড Honor ইতিমধ্যে আরেকটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে প্রকাশ করেছে। ফোনটি Honor 500 স্মার্টফোন। এই স্মার্টফোনটির ওজন মাত্র 198 গ্রাম। যেটি যথেষ্ট স্লীম এবং ব্যবহারকারীদের আরাম প্রদান করে থাকেন।
বাংলাদেশের বাজারে Honor 500 ফোনটি কয়েকটি কালারে প্রকাশ পেয়েছে। যেমন: Blue, Pink, Black এবং Silver। Honor 500 ফোনটি তৈরিকৃত দেশ চায়না, ফোনটির মডেল 500, ডেলিভারি টাইপ Smartphone এবং 24 November 2025 সালে ফোনটি আনঅফিসিয়াল প্রকাশিত হয়েছে।
বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে Honor 500 (12GB+256GB) স্মার্টফোনটির Unofficial প্রাইস 55,000 টাকা। আপনার বাজেট যদি 50/60 হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং এই বাজেটে ভালো স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার প্রথম চয়েজ হতে পারে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড Honor কোম্পানির Honor 500 স্মার্টফোনটি।
এই স্মার্টফোনটিতে রয়েছে বিশাল শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। এছাড়াও ক্যামেরা কোয়ালিটি, RAM, ROM, ডিসপ্লে ফিচার, সিক্রুটি, নেটওয়ার্ক সিস্টেম এবং অন্যান্য ফিচার মিলিয়ে বর্তমান সময়ের বাজেট অনুযায়ী সেরা একটি স্মার্টফোন।
Honor 500 স্মার্টফোনটিতে 8000 mAh Li-Ion (Lithium Ion) শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 8000 mAh Li-Ion ব্যাটারি থাকার কারণে ব্যবহারকারীরা অনায়াসে 1/2 দিন ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফোনটি চার্জ করার জন্য থাকতে 80W wired ফাস্ট চার্জার।
Honor 500 স্মার্টফোনটিতে 6.55 inches (AMOLED) শক্তিশালী ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ 16.64 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিন প্রটেকশনে Aluminosilicate Glass ব্যবহার করা হয়েছে। যার কারনে ফোনটির ডিসপ্লে যথেষ্ট নিরাপদ থাকবে।
এই স্মার্টফোনের ডিসপ্লেতে অন্যান্য ফিচার রয়েছে। যেমন: 120 Hz রিফ্রেশ রেট, 1264×2736 px (FHD+) রেজুলেশন, Punch-hole টার্চ, 6000 nits ব্রাইটনেস সুবিধা এবং Multi-touch, Capacitive Touchscreen টাচ স্ক্রিন ইত্যাদি।
Honor 500 স্মার্টফোনটিতে সেন্সর এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ফোনটিতে সিক্রুটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস লক রয়েছে এবং ফোনটির লাইট সেন্সর হিসেবে পাবেন Gyroscope, Light sensor, Compass, Proximity sensor এবং Accelerometer ব্যবস্থা।
Honor 500 স্মার্টফোনটিতে Dual (200 MP+12 MP) Primary Camera, 3840×2160, 1920×1080 ভিডিও তৈরির সুবিধা, Autofocus, ডিজিটাল জুম, 16000×12500 Pixels রেজুলেশনের ছবি, OIS, LED Flash, Face detection, Auto Flash এবং Touch to focus ক্যামেরার ফিচার রয়েছে।
ফোনটিতে একটি Single Selfie Camera, 50 MP রেজুলেশন এবং 3840×2160, 1920×1080 রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। ফোনটির IP Rating IP68/IP69K, 155.8 mm দৈর্ঘ্য, 74.2 mm প্রস্থ ও 7.75 mm বেধ।
Honor 500 12GB+256GB স্মার্টফোনটিতে Qualcomm SM8735 Snapdragon 8s Gen 4 শক্তিশালী চিপসেট, Adreno 825 জিপিইউ, 8 CPU Cores, 64 bit Architecture, 4 nm Fabrication, Android Operating System এবং v16 OS Version রয়েছে।
এছাড়াও ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম 2G, 3G, 4G, 5G পর্যন্ত নেটওয়ার্কের সুবিধা, Dual SIM Slot, Loudspeaker, Audio Jack, Wi-fi Hotspot, GPRS, Bluetooth, SIM Size SIM1: Nano, SIM2: Nano, EDGE, NFC, Wi-Fi, VoLTE এবং GPS ইত্যাদির সুবিধা রয়েছে।
ইউজার এক্সপেরিয়েন্স:
বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট সিকিউরিটি, ব্যাটারি ব্যাকআপ ও RAM ROM ব্যবহার করা হয়েছে। যা সত্যি অসাধারণ।
তথ্যসূত্রে: Mobiledokan

