33,500 টাকার বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi Poco X7 Pro স্মার্টফোন। যেখানে শাওমি ফোন ব্যবহারকারীরা পাচ্ছেন 12GB RAM ও 256GB স্টোরেজের সুবিধা।
পারফরম্যান্সপ্রেমীদের কথা মাথায় রেখে শাওমি তৈরি করেছেন এই স্মার্টফোনটি। Xiaomi Poco X7 Pro ডিভাইসটিতে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত প্রসেসর ও ফ্ল্যাগশিপ-লেভেলের ফিচারের সমন্বয়ে গঠিত।
যেটি এই প্রাইসে Xiaomi Poco X7 Pro ফোনটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Poco X7 Pro স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও মূল হাইলাইটস সম্পর্কে।
Xiaomi Poco X7 Pro স্মার্টফোন স্পেসিফিকেশন:
- RAM: 8/12GB
- ROM: 256/512GB
- Display: 6.67”1220x2712p
- Battery: Li-Ion 6000mAh
- Camera: 50+8MP, 20MP
- Unofficial Price: 30,500, 33,500 এবং 48,500 টাকা।
নিউজ ডেস্ক বঙ্গভাষা: শাওমি কোম্পানি তাদের ব্রান্ডের আরেকটি নতুন একটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি প্রকাশ করেছেন। ফোনটি হচ্ছে: Xiaomi Poco X7 Pro স্মার্টফোন। ফোনটি বাংলাদেশের বাজারে 09 January 2025 সালে প্রকাশ করা হয়েছে।
Xiaomi Poco X7 Pro ফোনটির তৈরিকৃত দেশ চায়না, ফোনটির ব্রান্ড Xiaomi, মডেল Poco X7 Pro, ফোনটির ডেলিভারি টাইপ স্মার্টফোন এবং স্ট্যাটাস Available। ফোনটির ওজন মাত্র 195 or 198 গ্ৰাম। মার্কেটে ফোনটি Black/Yellow, White, Green, Red কালার রয়েছে।
Xiaomi Poco X7 Pro স্মার্টফোনটি মাকেটৈ তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যেমন:
- Xiaomi Poco X7 Pro 8GB+256GB আনঅফিসিয়াল প্রাইস 30,500 টাকা
- Xiaomi Poco X7 Pro 12GB+256GB আনঅফিসিয়াল প্রাইস 33,500 টাকা এবং
- Xiaomi Poco X7 Pro 12GB+512GB আনঅফিসিয়াল প্রাইস 48,500 টাকা
ফোনটিতে MediaTek Dimensity 8300 Ultra শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড, অপারেটিং ভার্সন v15 এবং ফোনটির জিপিইউ হিসেবে রয়েছে Mali-G720 MC7।
শাওমি ফোনটিতে রয়েছে AMOLED 6.67 inches ডিসপ্লে। সেটির সাইজ 16.94 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i।
ফোনটিতে রয়েছে 1220×2712 px (FHD+) রেজুলেশন, 120 Hz রিফ্রেশ রেট ও 3200 nits ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা। এছাড়াও ফোনটির টার্চ স্কীনে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ।
ফোনটিতে Li-Ion (Lithium Ion) 6000 mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 90W তারযুক্ত ফার্স্ট চার্জার রয়েছে। ফোনটির চার্জার ব্যবহার করে ৪২ মিনিটে ১০০% কম্পলিট করতে পারবেন।
শাওমি ফোনটিতে নিরাপত্তার জন্য রয়েছে Fingerprint Sensor (On-screen) এবং Face Unlock সুবিধা। যেটি আপনার ফোনটিকে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করবে। ফোনটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রোম রয়েছে। ফোনটির র্যাম টাইপ LPDDR5X ও স্টোরেজ টাইপ UFS 4.0।
Xiaomi Poco ফোনটিতে ট্রিপল প্রাইমারি ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP Wide Angle, Primary Camera এবং 8MP Ultra-Wide Angle Camera সেটআপ এবং 60 fps এ 7680×4320 ভিডিও তৈরির সুবিধা রয়েছে।
ফোনটির প্রধান ক্যামেরায় রয়েছে 8150×6150 Pixels রেজুলেশন, ডিজিটাল জুমের সুবিধা, অটোফোকাস, OIS ও LED ফ্ল্যাশের সুবিধা।
ফোনটিতে Single 20MP Wide Angle, Primary Camera সেন্সর ও 30 fps এ 1920×1080, 1280×720 ভিডিও তৈরি।
ফোনটির দৈর্ঘ্য ১৬০.৮ মিমি, প্রস্থ ৭৫.২ মিমি ও বেধ ৮.৩ মিমি। ফোনটির আইপি রেটিং IP68 এবং ফোনটি ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে ৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত।
ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল সিম, HSPA, LTE, 5G স্পীড, Wi-Fi 6E, ব্লুটুথ v5.4, জিপিএস, ওয়াই-ফাই হটস্পট, লাউডস্পিকার, অডিও জ্যাক ইউএসবি টাইপ-সি এবং Dolby Atmos অডিও ফিচারস ইত্যাদি রয়েছে।
তথ্যসুত্রে: Mobiledokan

