12+16GB স্মার্টফোন 7500mAh Vivo smartphone অফারে কিনুন।

বর্তমান সময়ে স্মার্টফোন মানেই শুধুমাত্র ফোন নয়_ এটা হয়ে গেছে মানুষের নৃত্য দিনের সঙ্গী। মানুষ প্রত্যেকটি কাজের হাতিয়ার হিসেবে মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। মোবাইল ফোন ব্যবহার করে বিনোদন করা ছাড়াও কখনো কখনো ছুটির দিনগুলোর সঙ্গী হয়ে যায়।

Vivo iQOO Neo11 স্মার্টফোন হলো এমনই একটি স্মার্টফোন যাতে রয়েছে বিশাল 7500 mAh শক্তিশালী ব্যাটারি। যার ফলে ব্যবহারকারীরা অনায়াসে সারাদিন ফোনটির ব্যবহার করতে পারবে এবং সঙ্গে থাকছে একটি 100W দ্রুত চার্জিং ব্যবস্থা। নিচে Vivo iQOO Neo11 স্মার্টফোনটি সম্পর্কে A to Z আলোচনা করা হলো।

সাম্প্রতিক Vivo ব্রান্ডের আরেকটি smartphone ইতিমধ্যে বাংলাদেশের বাজারে আন-অফিসিয়াল প্রকাশিত হয়েছে। ফোনটি Vivo iQOO Neo11 স্মার্টফোন। ফোনটির তৈরিকৃত দেশ (China) এবং বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 2025 সালের October মাসের 30 তারিখে প্রকাশিত হয়েছে।

Vivo iQOO Neo11 স্মার্টফোনটির মডেল V2520A এবং বাংলাদেশের বাজারে Black, Blue, White ও Orange কালারের ফোন এভেলেবেল রয়েছে। Vivo iQOO Neo11 ফোনটিতে রয়েছে 12GB RAM ও 256GB ROM। ফোনটির 9% ডিসকাউন্ট অফার প্রাইসে Unofficial Price 50,000 টাকা।

বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে রয়েছে 7500 mAh Li-Ion শক্তিশালী ব্যাটারি এবং 100W ফার্স্ট চার্জার। যে চার্জার ব্যবহার করে অতি দ্রুত ফোনটি সার্চ করা যায়। বর্তমান সময়ে আপনার বাজেটে যদি 50,000 টাকার উপরে হয়ে থাকে এবং সেই বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েজ হতে পারে Vivo iQOO Neo11 স্মার্টফোন।

বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে শক্তিশালী ব্যাটারি, চার্জার, ক্যামেরা কোয়ালিটি, RAM, ROM, ফিচারস, সিক্রুটি এবং নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। এই স্মার্টফোনটির ওজন মাত্র 210 g or 216 গ্রাম। যেহেতু ফোনটিতে উন্নত মানের চিপসেট এবং ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সেজন্য ফোনটি সামান্য ভারী হতে পারে।

এই স্মার্টফোনটিতে দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। SIM Size: Nano-SIM + Nano-SIM। এছাড়াও ফোনটির 163.4 (দৈর্ঘ্য) mm, 76.7 (প্রস্থ) এবং 8.1 (বেধ) mm। ফোনটির প্রটেকশন হিসেবে সামনের অংশে ব্যবহার করা হয়েছে কাচ, পেছনের অংশ ফাইবারগ্লাস এবং অ্যালুমিনিয়াম খাদ ফ্রেম।

Vivo iQOO Neo11 স্মার্টফোনটিতে LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির Display Size 6.82 inches। যেটি 113.0 cm2 পর্যন্ত লম্বা। এছাড়াও আরোও রয়েছে 144Hz, 2592Hz রিফ্রেশ রেট, 1B colors এবং (1440×3168) pixels রেজুলেশনের ভিডিও দেখার সুবিধা।

ফোনটির প্রটেকশনে ব্যবহার করা হয়েছে Rock Glass। যেটি ফোনটিকে যথেষ্ট প্রটেকশন প্রদান করে থাকেন এবং Anti-reflective coating ফিচার। এই স্মার্টফোনটিতে Qualcomm SM8750-AC Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ফিচার যুক্ত করা হয়েছে।

Vivo iQOO Neo11 ফোনটির Operating system (অপারেটিং সিস্টেম) Android 16, GPU Adreno 830 ও Octa-core CPU রয়েছে। বর্তমানে ফোনটির ভেরিয়েন্ট রয়েছে ৫টি। যথা:

  1. 12GB RAM+ 256GB ROM
  2. 16GB RAM+ 256GB ROM
  3. 12GB RAM+ 512GB ROM
  4. 16GB RAM + 512GB ROM এবং
  5. 16GB RAM +1TB ROM

Vivo iQOO Neo11 ফোনটিতে Dual Main Camera ও Single Selfie Camera রয়েছে। ফোনটির Main Camera (50MP+8Mp) ও Selfie Camera 16 MP। ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 8K, 4K, 1080p ভিডিও ও সেলফি ক্যামেরা দিয়ে 30fps এ 1080p ভিডিও করতে পারবেন।

ফোনটির প্রধান ক্যামেরার ফিচারস হিসেবে থাকছে panorama, LED flash ও HDR। তাছাড়াও ফোনটির সিক্রুটি হিসেবে পাবেন ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা। এই ফোনটিতে আপনি Infrared port, Bluetooth, Loudspeaker, GPS এবং NFC ব্যবহারের সুবিধা।

সুতরাং, পরিশেষে বলা যেতে পারে। বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট সিকিউরিটি, ফিচার, উন্নত মানের ডিসপ্লে, নেটওয়ার্ক, ব্যাটারি ব্যাকআপ, চার্জার, RAM, ROM এবং ক্যামেরা রয়েছে। এখন আপনি যদি এমনি একটি সেরা স্মার্টফোন নিতে চান। তাহলে Vivo iQOO Neo11 স্মার্টফোনটি ক্রয় করতে পারেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে Vivo iQOO Neo11 স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

তথ্যসুত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading