মার্কেটে আবারো নতুন চমক নিয়ে হাজির হলো POCO কোম্পানির POCO M8 Pro 5G স্মার্টফোন। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট লিক হয়েছে। POCO M8 Pro 5G ফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই গ্ৰাহকের কাছে জনপ্রিয়তা লাভ করতে চলেছে।
POCO M8 Pro 5G ফোনের শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক ডিজাইন ও দ্রুত চার্জিং সিষ্টেম নিয়ে আসা POCO ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে বড় পরিবর্তন আনতে পারে। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
POCO M8 Pro 5G স্পেসিফিকেশন:
- RAM: 8/12 GB
- ROM: 256/512 GB
- Battery: 6500mAh
- Charging: 100w
- Camera: 50MP+8MP, 32MP
- Price: Coming soon
নিউজ ডেস্ক বঙ্গভাষা: নতুন বছরের মার্কেটে লিক হতে চলেছে POCO M8 Pro 5G স্মার্টফোন। ফোনটির রিলিজ ডেট এবং অফিসিয়াল প্রাইস প্রকাশ করা হয়নি।
POCO M8 Pro 5G ফোনটির নির্মাণকৃত দেশ চায়না। ফোনটি মার্কেটে Black, Green, Silver কালারের লিক হতে পারে বলে জানা গিয়েছে এবং ফোনটির মডেল 2510EPC8BG।
ফোনটির ওজন 207 গ্ৰাম। ফোনটিতে থাকছে AMOLED 6.83 inches ডিসপ্লে। ডিসপ্লে সাইজ 114.5 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিনকে প্রটেকশনের জন্য রয়েছে Corning Gorilla Glass Victus 2।
ফোনটিতে 1280×2772 পিক্সেল রেজুলেশন, 68B colors এবং 120Hz, 3840Hz PWM রিফ্রেশ রেট রয়েছে। ফোনটিতে 3200 nits (peak) ভিডিও দেখার সুবিধা রয়েছে।
ফোনটির নেটওয়ার্ক সিস্টেমে থাকছে GSM/HSPA/LTE/5G টেকনোলজি সিস্টেম, HSPA, LTE-A, 5G স্পীডের সুবিধা এবং ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে।
POCO m8 Pro 5G ফোনটিতে রয়েছে Qualcomm SM7635-AC Snapdragon 7s Gen 4 (4 ন্যানো মিটার) চিপসেট, Android 15 অপারেটিং সিস্টেম এবং Adreno 810 জিপিইউ।
ফোনটি মার্কেটে তিনটি ভেরিয়েন্টে প্রকাশ পেতে চলেছে। যেমন:
- POCO M8 Pro 5G 8GB+256GB
- POCO M8 Pro 5G 12GB+256GB এবং
- POCO M8 Pro 5G 12GB+512GB
ফোনটির দৈর্ঘ্য 163.3×78.3×8.2 মিলিমিটার। ফোনটির সামনের অংশে রয়েছে কাচ(গরিলা গ্লাস ভিক্টাস ২), প্লাস্টিক ব্যাক ফাইবার- রিইনফোর্সড অথবা সিলিকন পলিমার ব্যাক (ইকো লেদার) দ্বারা তৈরি করা হয়েছে।
এছাড়াও IP68 ধুলো-প্রতিরোধী এবং জল-প্রতিরোধী (৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত নিমজ্জিত)। ফোনটিতে 50MP+8MP ডুয়েল প্রধান ক্যামেরা সেন্সর, LED flash, HDR, panorama ক্যামেরার ফিচার এবং প্রধান ক্যামেরা সাহায্য ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
ফোনটির সেলফি ক্যামেরার 32 MP, HDR, panorama ফিচারস ও 1080p@30/60fps ভিডিও তৈরির সুবিধা।
ফোনটিতে থাকছে শক্তিশালী 6500 mAh ব্যাটারি ক্যাপাসিটি ও 100W তারযুক্ত চার্জিং ব্যবস্থা। ফোনটিতে ১০০ ওয়ার্ডের চার্জিং ব্যবস্থা থাকায় অতিদ্রুত ফোনটি চার্জ করতে পারবেন।
এছাড়াও ফোনটির নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয়েছে Fingerprint (under display, optical) সেন্সর। যেটি ফোনটিকে যথেষ্ট সিকিউরিটি প্রদান করবে।
ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেমে রয়েছে Wi-Fi 802, USB Type-C 2.0, OTG এবং Bluetooth 5.4 সুবিধা। এছাড়াও ফোনটিতে আরোও থাকছে লাউড স্পিকারের সুবিধা এবং জিপিএস সহ ইত্যাদি নেটওয়ার্কের সুবিধা।
POCO m8 Pro 5G ফোনটির আপডেট তারিখ এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

